|
|
|
|
|
|
|
পুস্তক পরিচয় ৪... |
|
সাম্প্রতিকে দুই কবি |
‘স্বাতী, তোমার সঙ্গে’। সুনীল গঙ্গোপাধ্যায়ের নবতম কবিতার বই-এর প্রথম কবিতা। সম্প্রতি কালে লেখা ৪১টি কবিতার সংকলন নিজের কাছেই একটু একটু অপরিচিত (সিগনেট প্রেস, ১৫০.০০)। তার মধ্যে পুরনো সুনীল নতুন আবেগে। ‘তেত্রিশ বছর কেটে গেল কেউ কথা রাখেনি’ নতুন ছায়ায় ফিরে এল এই গ্রন্থে:
‘কেউ কথা রাখেনি, কেউ, কাটল অনেক বছর
মৃত বন্ধুরা ভ্রূভঙ্গি করে সন্ধ্যার চৌরাস্তায়
আমি তোমাদের মৃত্যুর কাছে ঋণী’
(‘কথা রাখা না রাখার কবিতা: নানা বয়সে’)।
সঙ্গে সুনীলের অনুবাদে কাব্যনাট্য ‘রোমিও-জুলিয়েট’। প্রিয়তম এই নাটকটির অনুবাদ সুনীল শুরু করেন ১৯৮০-তে। প্রকাশিত হয় গীতা মুখোপাধ্যায় সম্পাদিত ‘রূপসা’ পত্রিকায়। অসমাপ্ত, হারিয়ে যাওয়া সেই অনুবাদ ফিরে এল এই সুনীলহীন বইমেলায়।
‘যে-কেউ তাদের মোট বইয়ে নিতে পারে তোমাকে দিয়ে
গলাগলি করতে করতে
যে-কেউ তোমার ওপর বইয়ে দিতে পারে গালাগালির তুফান
আর তাই
যে-কোনো তন্ত্র এসে হতভম্ব তোমার কপালে
দেগে দিয়ে যেতে পারে দগদগে দাগে
স্বৈরতন্ত্রী, স্বৈরতন্ত্রী তুমি।’
সমসময়, সময়ের অন্ধিসন্ধি আবারও শঙ্খ ঘোষের নতুন কবিতার বইয়ে। আজীবন নিজের মতো থাকা এই কবির সাম্প্রতিকতম কবিতাগুলি দুমলাটে, প্রতি প্রশ্নে কেঁপে ওঠে ভিটে (সিগনেট প্রেস, ১০০.০০)। প্রশ্নগুলি নচিকেতার। ‘ছেলের তর্পণ করছে বাবা’ কবিতাটি যেন ‘বাবরের প্রার্থনা’ মনে পড়ায়, ‘প্রসারিত দুই হাত অঞ্জলিতে বাঁধা,
গঙ্গার পিঙ্গল জলে আজানু দাঁড়িয়ে আজ ছেলের তর্পণ করছে বাবা’। |
|
|
|
|
|