|
|
|
|
ঠান্ডা হাওয়ার প্রভাবে রাজ্যে কনকনানি থাকছেই
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পশ্চিমের জেলাগুলির পর এ বার উত্তুরে হাওয়ার দাপট বাড়ছে মহানগরেও। আবহাওয়া দফতর জানিয়েছে, কনকনে ঠান্ডা হাওয়ার প্রভাবে কলকাতা ও সংলগ্ন এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ১১.১ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ঠেকেছে, যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি কম। গত দিন দুয়েক টানা শৈত্যপ্রবাহ চলেছিল পশ্চিমের জেলাগুলিতে।
আবহাওয়া বিজ্ঞানের পরিভাষায় এ দিন সেই শৈত্যপ্রবাহ বন্ধ হলেও পশ্চিমের জেলাগুলিতে মাঘের বাঘা ঠান্ডা কিন্তু রয়েই গিয়েছে। সাধারণত, সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি নীচে নেমে গেল শৈত্যপ্রবাহ বলা হয়।
মধ্য জানুয়ারিতে পাকিস্তানে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত কাশ্মীরের পশ্চিমী ঝঞ্ঝা টেনে নিয়েছিল। যার ফলে গোটা উত্তর ও মধ্য ভারত জুড়েই তাপমাত্রা বেড়ে যায়। কিন্তু সেই ঘূর্ণাবর্তের প্রভাব কেটে যাওয়ার পর থেকে ফের শীত ফিরেছে উত্তর, মধ্য ও পূর্ব ভারতে। মৌসম ভবন জানিয়েছে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও বিহারের একাংশ জুড়ে যে শৈত্যপ্রবাহ চলছে, তা আগামী দু’দিন চলবে বলেই পূর্বাভাস বিজ্ঞানীদের। এ দিন দেশের সমতলে সব থেকে কম তাপমাত্রা ছিল পঞ্জাবের অমৃতসরে, ২.২ ডিগ্রি।
এ রাজ্যের পরিস্থিতি কী?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমের জেলাগুলি-সহ দক্ষিণবঙ্গের সব জায়গাতেই কনকনে ঠান্ডা রয়েছে। বীরভূমের শ্রীনিকেতনে এ দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৬ ডগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি কম। বাঁকুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা (৮.৭ ডিগ্রি) স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। তবে কুয়াশার কারণে উত্তরবঙ্গের পরিস্থিতি কিছুটা অস্বাভাবিক। কোচবিহারের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।
আবহবিদদের মতে, বিহার ও ঝাড়খণ্ডের প্রবল শীতের ধাক্কাই এ রাজ্যে এসে পড়েছে। এর সঙ্গে আকাশ পরিষ্কার থাকায় রাতের তাপমাত্রাও কমছে। আলিপুর হাওয়া অফিসের এক আবহবিদ বলেন, “কয়েক দিন শীতের এই পরিস্থিতিই চলবে। আজ, শনিবারও মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।” |
|
|
|
|
|