সিপিএম কাউন্সিলরের বাড়িতে হামলা |
গতকাল জ্যোতিপ্রিয় মল্লিকের উস্কানিমূলক মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যেই বেলেঘাটায় সিপিএম কাউন্সিলরের বাড়িতে হামলার ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বেলেঘাটা ৩৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ও ৩ নম্বর বরোর চেয়ারম্যান রাজীব বিশ্বাসের বাড়িতে গতকাল রাতে হামলা চালায় ৭-৮ জন মদ্যপ দুষ্কৃতী। আধঘণ্টার বেশি সময় ধরে বাড়ির দরজা-জানালা ভাঙার পাশাপাশি রাজীববাবু ও তাঁর পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলেও অভিযোগ। শুধু কাউন্সিলরের বাড়িই নয়, গোটা এলাকায় দুষ্কৃতীরা তাণ্ডব চালায় বলে জানান এলাকার বাসিন্দারা। ঘটনার পিছনে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ জানিয়েছেন রাজীববাবু। ঘটনার প্রতিবাদে বেলেঘাটায় মিছিল করছেন সিপিএম সমর্থকেরা। অন্যদিকে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে হামলার জন্য সিপিএমের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায় করেছে তৃণমূল নেতৃত্ব।
|
এসএসকেএম থেকে ছাড়া পেলেন আরাবুল |
সাতদিন পরে আজ এসএসকেএম থেকে ছাড়া পেলেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম। বামনঘাটায় সিপিএম কর্মীদের ওপর হামলার অভিযোগে গত ১৭ জানুয়ারি তাঁকে গ্রেফতার করেছিল কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। ১৮ জানুয়ারি বুকে ব্যথা অনুভব করায় তাঁকে এসএসকেএমে ভর্তি করা হয়। সিপিএম নেতা ও প্রাক্তন মন্ত্রী রেজ্জাক মোল্লার ওপর হামলার ঘটনায় তাঁর অন্তর্বতীকালীন জামিন মঞ্জুর হলেও শারীরিক অসুস্থতার কারণে বামনঘাটা-কাণ্ডের শুনানি পিছিয়ে যায়। বেলা ১২টার মধ্যে হাসপাতাল থেকে আরাবুলকে ছাড়া হলে আজই তাঁকে বারুইপুর আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রের খবর।
|
আজ ভোরে মুম্বইয়ের নয়া নগর বস্তিতে ভয়াবহ আগুন লাগায় ঘরছাড়া হয়ে পড়েন প্রায় ৩ হাজার মানুষ। ভোর সাড়ে ৪টে নাগাদ প্রথম ধোঁয়া বেরোতে দেখে দমকলে খবর দেন বস্তির বাসিন্দারা। কিন্তু খুব ঘিঞ্জি এলাকায় দমকল পৌঁছনোর আগেই আগুনে পুড়ে যায় বেশিরভাগ ঝুপড়ি। দমকলের ১১টি ইঞ্জিনের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। ওই এলাকায় থাকা কাঠের গুদাম থেকে আগুন লেগেছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।
|