শ্যামনগরে রেল অবরোধ, ভাঙচুর জগদ্দলে |
ভুল ঘোষণার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ শ্যামনগর স্টেশনের ট্রেন চলাচল। ৪ নম্বর প্লাটফর্মে ট্রেন ঢোকার কথা ঘোষণা করা হয়, কিন্তু ট্রেন ঢোকে ২নম্বর প্লাটফর্মে। কুয়াশার জন্য এমনিতেই ট্রেনগুলি কিছুটা দেরিতে চলছিল, তার উপর ভুল ঘোষণার ফলে যাত্রীদের মধ্যে বিভ্রান্তি ছড়ায়। বিক্ষুব্ধ যাত্রীরা রেল অবরোধ করে। জগদ্দলে ট্রেনে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ যাত্রীরা। দীর্ঘক্ষণ আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। আপাতত জিআরপিএফ-এর হস্থক্ষেপে লাইন অবরোধ মুক্ত হয়েছে। এখন ওই লাইনে ট্রেন চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে।
|
চণ্ডীগড়ে বিক্ষোভ, দেশজুড়ে আন্দোলনে বিজেপি |
সন্ত্রাসবাদ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের জেরে আজ থেকে দেশ জুড়ে আন্দোলনে নেমেছে বিজেপি। ইতিমধ্যেই চণ্ডীগড়ে বিজেপি সমর্থকদের আন্দোলন ও বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়ন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। বিক্ষুব্ধ বিজেপি সমর্থকদের হঠাতে জল কামানও চালায় পুলিশ। এ ঘটনায় পুলিশি দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন বিজেপির স্থানীয় নেতৃত্ব।
|
ডায়মন্ড হারবারে গণধর্ষণ, উত্তপ্ত এলাকা |
গতকাল ডায়মন্ড হারবারে বেড়াতে গিয়ে গণধর্ষণের শীকার হল এক দশম শ্রেণীর ছাত্রী। দুই বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে ডায়মন্ড হারবারের একটি হোটেলে খাবার খেতে গিয়ে দুই পরিচিত যুবকের সঙ্গে দেখা হয় মেয়েটির। ওই দুই যুবক মেয়েটিকে হোটেলের দোতলার ঘরে ডেকে নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ ধরে অত্যাচার চালায়। তারপর মেয়েটিকে ফেলে রেখে পালায়। ধর্ষিতা মেয়েটির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দিকে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা এলাকা। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ডায়মন্ড হারবার থানা এবং মহকুমাশাসকের দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তদের ধরতে তদন্তে নেমেছে পুলিশ। |