থানা চত্বরের মধ্যেই এক গ্রাম পঞ্চায়েত প্রধানকে মারধর করার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে চোপড়া থানায় ঘটনাটি ঘটেছে। বিষয়টি টের পেয়ে থানার পুলিশ কর্মীরা দৌঁড়ে আসার আগেই দুষ্কৃতীরা পালিয়ে যায়। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, “গত সোমবার হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের প্রধানের নীরেন সিংহের নেতৃত্বে সাতজন কংগ্রেস সদস্য তৃণমূলে যোগ দেন। এই জন্য প্রধানের উপর হামলা চালানো হয়েছে। এর পিছনে কংগ্রেসের দুষ্কৃতীরা রয়েছে।” যদিও কংগ্রেসের তরফে ভিত্তিহীন অভিযোগ বলে বিষয়টি উড়িয়ে দেওয়া হয়েছে। এসডিপিও সুবিমল পাল বলেন, “অভিযোগ জমা পড়েছে। ঠিক কী কারণে ঘটনাটি ঘটে তা খতিয়ে দেখা হচ্ছে।” হাপতিয়াগছ অঞ্চলে দলত্যাগী প্রধান নীরেনবাবু জানান, ওই রাতে একটি সাদা রঙের নাম্বর প্লেটহীন গাড়িতে করে পাঁচ জনের একটি দুষ্কৃতী দল বাড়ি এলাকায় এসে খোঁজখবর শুরু করে। সেই সময় বাড়িতে ছিলাম না। প্রত্যেকের মুখই কাপড়ে ঢাকা ছিল। রাতে বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়ায় থানায় অভিযোগ জানাতে যাই। বাইরে অপেক্ষা করার সময় ওই দুষ্কৃতীরা মারধর করে মাটিতে ফেলে পালায়। আমরা চশমাও হারিয়ে যায়। কংগ্রেসের চোপড়ার ব্লক সভাপতি অশোক রায় অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমাদের কেউ জড়িত নয়। পুরোটাই মিথ্যা অভিযোগ করা হচ্ছে।” এ দিন ঘটনার প্রতিবাদে তৃণমূলের তরফে এলাকায় বিক্ষোভ হয়। ১৩ সদস্যের হাপতিয়াগছ পঞ্চায়েতে কংগ্রেসের দখলে ছিল ১১টি আসন। বাকি একটি করে সিপিএম এবং বিজেপির দখলে যায়। সোমবার সাত জন তৃণমূলে যান। আন্দোলনে নামল এস এফ আই। ইসলামপুর কলেজের ছাত্র সংসদ ভোটের দাবি তুলে আন্দোলনে নামল এসএফআই। মঙ্গলবার বাস টার্মিনাস এলাকায় মিছিল, পথসভা হয়।
|
টেন্ডার প্রক্রিয়া বাতিল করে কোচবিহারে পছন্দের ঠিকদারদের কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে উত্তরবঙ্গ উৎসব কমিটির বিরুদ্ধে। ঠিকদারদের একাংশই ওই অভিযোগ জানিয়ে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। অভিযোগকারীদের দাবি, ২৯ জানুয়ারি-৩ ফেব্রুয়ারি রাসমেলা ময়দানে উৎসবের আসর বসছে। রবীন্দ্র ভবনে ও ল্যান্সডাউন হলেও অনুষ্ঠান হবে। অনুষ্ঠানের মঞ্চ তৈরি করতে টেন্ডার ডাকা হয়। ২২ জানুয়ারি দুপুর আড়াইটে থেকে তিনটের মধ্যে টেন্ডার জমা নেওয়ার বিজ্ঞপ্তিও দেওয়া হয়। কিন্তু আচমকা তা বাতিল করে আয়োজকরা পছন্দের এক সংস্থাকে দিয়ে কাজ শুরু করান বলে অভিযোগ। অভিযোগকারীদের তরফে শ্যামল দে বলেন, “তিনজন টেন্ডার জমা দেন। পরে তা বাতিল করা হচ্ছে বলে জানানো হয়। কোন কারণও জানানো হয়নি। পচ্ছন্দের কাউকে খুশি করতে ওই কাজ করা হয়েছে।” কোচবিহারের ওই উৎসব কমিটি সম্পাদক জেলা তথ্য সাংস্কৃতিক আধিকারিক তপন তরফদার জানান, টেন্ডার কোনও কারণ ছাড়া বাতিল করা হতে পারে বলে বিজ্ঞপ্তিতেই বলা হয়। আর যারা কাজ পেয়েছেন তাঁরা মঞ্চের জন্য টাকা নিচ্ছেন না। মাঠে বিজ্ঞাপন দিয়ে তাঁরা টাকা তুলে নেবেন। প্রশাসনিক কর্তাদের সঙ্গে আলোচনা করেই ওই সিদ্ধান্ত হয়।
|
রাসমেলা শেষ হওয়ার পরে এক মাস পেরোলেও মদনমোহন মন্দিরে প্রণামীর টাকা না গুনে বাক্স সিল করে ফেলে রাখা রয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনায় কোচবিহারের বাসিন্দাদের পাশাপাশি দেবোত্তর কর্মীদের একাংশের মধ্যেও ক্ষোভ ছড়িয়েছে। বাসিন্দাদের অভিযোগ, রাসমেলায় ভক্তদের নগদ টাকা, খুচরো টাকা দেওয়ার জন্য মদনমোহন মন্দির চত্বরে সাতটি প্রণামীর বাক্স রাখা হয়। টানা ২০ দিন ধরে চলা ওই মেলা শেষ হয় ১৬ ডিসেম্বর। কিন্তু তার পরে এক মাস পেরিয়ে গেলেও তা খুলে গোনা হয়নি। নিয়ম অনুযায়ী এক জন ডেপুটি ম্যাজিস্ট্রেটের সামনে ব্যাঙ্ককর্মীরা বাক্স খুলে নগদ টাকার রসিদ দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়ার কথা। অভিযোগ, প্রশাসনের তরফে ডেপুটি ম্যাজিস্ট্রেট না দেওয়ায় ওই সব বাক্স এক মাস ধরে মন্দির চত্বরের একটি ঘরে সিল করে পুলিশ পাহারায় রাখা হয়েছে। ফলে দেবোত্তর কর্তৃপক্ষের আর্থিক ক্ষতি হচ্ছে। এক দেবোত্তর কর্মীর কথায়, “গত বছর রাসমেলায় ২ লাখ ৮০ হাজার টাকা প্রণামী পড়েছিল। এ বার মেলা পাঁচ দিন বেশি হওয়ায় ওই অঙ্ক বাড়বে বলে আশা করা হচ্ছে। নির্দিষ্ট সময়ে সমস্ত টাকা ব্যাঙ্কে জমা করা গেলে প্রতি লাখে এক মাসে ৩৩৩ টাকা সুদ হাতছাড়া হত না।” কোচবিহারের জেলাশাসক দেবোত্তর ট্রাস্ট বোর্ডের সভাপতি মোহন গাঁধী বলেন, “খুব শীঘ্রই ওই সমস্যা মেটাতে ব্যবস্থা নেওয়া হবে।”
|
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের নতুন বাস কেনার ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করল নিগমের ডাইভার্স অ্যান্ড তৃণমূল শ্রমিক কর্মচারি ইউনিয়ন। ইউনিয়নের তরফে রাজ্যের পরিবহণ মন্ত্রীর কাছে লিখিত আর্জি জানানো হয়েছে। ইউনিয়নের সভাপতি আবদুর রহমান জানান, নতুন বাস বিকল হওয়ায় আমরা উদ্বিগ্ন। বাসগুলির মান খতিয়ে দেখা দরকার। ঘটনার তদন্ত চেয়ে পরিবহণ মন্ত্রীকে চিঠি দিচ্ছি। গত অক্টোবর মাসে নিগম ৩৫টি বাস কিনে রাস্তায় নামায়। তারমধ্যে ৭টি বাস বিক্ষিপ্তভাবে বিকল হয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।
|
ইসলামপুর কলেজের ছাত্র সংসদ ভোটের দাবি তুলে আন্দোলনে নামল এসএফআই। মঙ্গলবার বাস টার্মিনাস এলাকায় মিছিল, পথসভা হয়। |