প্রজাতন্ত্র দিবসের মুখে সন্দেহভাজন এক কেএলও জঙ্গিকে গ্রেফতার করল পুলিশ। সোমবার বক্সিরহাট থানার তল্লিগুড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, ধৃতের নাম উত্তম রায়। তার বাড়ি অসমের কোকরাঝাড় জেলার ছোটগুমা এলাকায়। উত্তমের অন্য একসঙ্গী অবশ্য বাইক নিয়ে পালিয়ে যান। নাশকতার উদ্দেশ্য না অন্য কোনও কারণে দুই জন বক্সিরহাটে ঢুকেছিলেন তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার অনুপ জয়সওয়াল বলেন, “কেএলও’র সঙ্গে যুক্ত যুবককে অসম পুলিশ খুঁজছিল। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হবে।”
পুলিশ জানায়, সোমবার রাতে বাইকে এক সঙ্গীর সঙ্গে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় উত্তম রায় নামে ওই যুবক জখম হন। স্থানীয় বাসিন্দারা ওই যুবককে প্রথমে তুফানগঞ্জ হাসপাতালে ভর্তি করান। রাতেই তাকে কোচবিহার জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। খবর পেয়ে পুলিশ খোঁজখবর নিতে গেলে জখম যুবকের সঙ্গে কেএলও’র যোগাযোগ নিয়ে সন্দেহ বাড়ে। রাতেই অসম পুলিশের একটি দল কোচবিহারে এসে উত্তমকে সনাক্ত করার পর পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ ও গোয়েন্দাদের সন্দেহ, কেএলও চিফ জীবন সিংহ ফের কেএলও সংগঠনকে চাঙা করতে তৎপর হয়ে উঠেছেন। কিছুদিন আগে বক্সিরহাট লাগোয়া ছাগলিয়ায় একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে গুলি চালনার ঘটনায় সন্দেহভাজন কেএলও জঙ্গিদের জড়িত থাকার সম্ভবনা কথা সামনে আসে। এ ছাড়া জেলায় পরপর ডাকাতি, ব্যাঙ্কে চুরি ও বন্দুকের দোকানে লুঠের ঘটনা ঘিরেও কেএলও’র যোগসাজস থাকার সম্ভবনা নিয়ে আশঙ্কা বেড়েছে। তার উপরে প্রজাতন্ত্র দিবসের মুখে বক্সিরহাটে সন্দেহভাজন ওই যুবক গ্রেফতারের পর কেএলও’র ফের সক্রিয় হয়ে ওঠার চেষ্টাই সামনে এসেছে। ধৃত উত্তমের সঙ্গে অন্য কে ছিল তার পরিচয় উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। |