টুকরো খবর
অসম্পূর্ণ পরিকাঠামো, বিক্ষোভ
পরিকাঠামো গড়ে তোলার কাজ সম্পূর্ণ হয়নি অথচ ঘটা করে উত্তরবঙ্গ ডেন্টাল কলেজে নতুন ভবনের উদ্বোধনের প্রস্তুতি নেওয়ায় ক্ষুব্ধ রাজ্যে শাসক দলের ছাত্র সংগঠনের নিয়ন্ত্রণে থাকা কলেজের ছাত্র সংসদ। মঙ্গলবার ওই দাবিতে কলেজ অধ্যক্ষের ঘরের বাইরে প্রায় দু’ঘণ্টা অবস্থান বিক্ষোভ করেন তারা। ২৮ জানুয়ারি মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ উৎসবে যোগ দিতে শিলিগুড়ি এলে সে সময় ডেন্টাল কলেজের নতুন ভবনের উদ্বোধন করার কথা। কলেজের ছাত্র সংসদের সদস্যদের অভিযোগ, হাসপাতাল উদ্বোধন করলেই হল না। পরিষেবা দেওয়ার মতো পরিকাঠামো তৈরি হয়নি। শেষ পর্যন্ত এ ব্যাপারে কোনও সঠিক আশ্বাস না মেলায় তারা অসন্তোষ প্রকাশ করেছেন। উত্তরবঙ্গ ডেন্টাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ সত্যব্রত মুখোপাধ্যায় বলেন, “চিকিৎসা পরিষেবা দিতে বিশেষ ধরনের নতুন ‘চেয়ার’ ৩৩টি আনা হয়েছে। সেগুলি পদ্ধতি মেনে বসাতে কলকাতা থেকে প্রশিক্ষিত লোকরা এসেছেন। বুধবার থেকে তাঁরা কাজ করবেন।” তা ছাড়া কলেজের নতুন ভবনের শ্রেণিকক্ষগুলিতে ছাত্রছাত্রীদের বসার পর্যাপ্ত ব্যবস্থা করতে আসবাব কেনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে কর্তৃপক্ষ জানান। কলেজের গ্রন্থাগারের জন্য বই কেনার বিষয়টিও তাঁরা গুরুত্ব দিয়ে দেখছেন বলে জানিয়েছেন। এসএফআইয়ের কলেজ ইউনিটের কয়েকজন, জানিয়েছেন ঘটা করে উদ্বোধনের তোড়জোড় করলেও পরিকাঠামোই যে হয়নি তা শাসক দলের ছাত্র সংগঠনের সদস্যদের বক্তব্যেই স্পষ্ট। এসএফআইয়ের জেলা সম্পাদক সৌরভ দাস বলেন, “যে নতুন ভবন হয়েছে তা আমাদের দাবি মেনেই। কিন্তু পরিকাঠামো সম্পূর্ণ না করে তাড়াহুড়ো করে এ ভাবে উদ্বোধন করে লাভ কী?”

ফাঁড়ির কাছে বাড়িতে চুরি
পুলিশ ফাঁড়ির থেকে প্রায় ৩০০ মিটারের দূরত্বের একটি বাড়িতে চুরির ঘটনা ঘটল। সোমবার গভীর রাতে আলিপুরদুয়ার ১ ব্লকের শালকুমার হাট বাজার এলাকার ঘটনা। আলিপুরদুয়ার থানা সূত্রে জানানো হয়েছে স্থানীয় বাসিন্দা পরিমল রায় প্রামাণিকের বাড়ি থেকে প্রায় ৭-৮ ভরি সোনা ও নগদ প্রায় আড়াই হাজার টাকা চুরির অভিযোগ জমা পড়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। অবসর প্রাপ্ত বিএসএফ কর্মী পরিমল রায় প্রামানিক জানান, শালকুমার হাট পুলিশ ফাঁড়ি থেকে প্রায় তিনশো মিটার দূরেই তাঁর বাড়ি। সোমবার রাত সাড়ে নটা নাগাদ তাঁরা স্থানীয় এলাকাতেই একটি যাত্রাপালা দেখতে যান। রাত সাড়ে বারোটা নাগাদ ফিরে বাড়ির তালা খুলে ভিতরে ঢুকে আলো জ্বেলে দেখেন আলমারি ভাঙা। বিছানায় সোনার গয়নার বাক্স পড়ে। পরিমলবাবু বলেন, “চোরেরা আলমারিতে রাখা ৭-৮ ভরি সোনা ও নগদ প্রায় আড়াই হাজার টাকা নিয়ে গিয়েছে। রাতে পুলিশকে জানাই। মঙ্গলবার সকালে আলিপুরদুয়ার থানায় লিখিত অভিযোগ জানিয়েছি।’’ স্থানীয় বাসিন্দা ক্ষিতীশ রায় বলেন, “পুলিশ ফাঁড়ির এত কাছে চুরির ঘটনায় আমরা আতঙ্কিত।”

আন্দোলনের ডাক
উত্তরবঙ্গকে নিয়ে পৃথক রাজ্য তৈরি করতে হবে এই দাবিতে আন্দোলন শুরুর ডাক দিল ১২টি সংগঠন। মঙ্গলবার ডুয়ার্সের নাগরাকাটায় তাদের মঞ্চ “পৃথক রাজ্য দাবি আদায় ফ্রন্ট” এই দাবি তোলে। প্রোগ্রেসিভ পিপলস পার্টি, কামতাপুর পিপলস পার্টি ,পিটিডব্লুইউ, সিপিআই (এম এল), জনজাগরণ , সিনিয়র সিটিজেন ফোরাম এর মতো সংগঠনগুলিও ওই ফ্রন্টে রয়েছে। ও দিন ফ্রন্টের সভাপতি নকশাল নেতা শ্রীধর মুখোপাধ্যায় বলেন, “সমগ্র উত্তরবঙ্গই নানা ভাবে বঞ্চিত। দীর্ঘ সময় ধরে উত্তরবঙ্গের ছয় জেলায় শোষণ চলছে। উন্নয়নের স্বার্থে পৃথক রাজ্য প্রয়োজন। আন্দোলনের রূপরেখা ঠিক করতে আগামী ১০ ফেব্রুয়ারি মালবাজারে ফের বৈঠকে বসবে ফ্রন্ট।” তবে গোর্খা জনমুক্তি মোর্চার ফের পৃথক রাজ্যের দাবি আদায়কে বেকায়দায় ফেলতে এ ভাবে ‘ডামি’ আন্দোলন ডুয়ার্সে শুরু করা হচ্ছে বলেই আপাতত মনে করছে রাজনৈতিক মহল।

পথ দুর্ঘটনায় মৃত্যু
বিয়ের ১৪ দিন আগে বাসের ধাক্কায় মারা গেলেন এক এসএসবি জওয়ান। গত সোমবার দুপুরে ফালাকাটা এসএসবি ক্যাম্পের ১৭ নম্বর ব্যাটেলিয়ানের কাছে ঘটনাটি ঘটেছে। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, মৃতের নাম সজ্জন কুমার (২৬)। তাঁর বাড়ি বিহারের নালন্দা এলাকায়। বাস ধরার জন্য তিনি ক্যাম্পের সামনে বাজারে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় এনবিএসটিসি’র শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারগামী একটি বাস তাঁকে ধাক্কা মারে। মঙ্গলবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

প্রবীণদের সংবর্ধনা
প্রজাতন্ত্র দিবসে মহকুমার প্রবীণ নাগরিকদের সংবর্ধনা দেবে মহকুমা প্রশাসন। এ ছাড়া, ডুয়ার্সের বিভিন্ন জনজাতির সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে।

‘অনিয়ম’, বিক্ষোভ
নিয়োগে অনিয়মের অভিযোগে সেচ দফতরে বিক্ষোভ দেখাল যুব কংগ্রেস ও ছাত্র পরিষদ। মঙ্গলবার দুপুরে শিলিগুড়ির সেবক রোড সংলগ্ন সেচ দফতরের নির্বাহী বাস্তুকারের অফিসে বিক্ষোভ দেখান যুব কংগ্রেস কর্মীরা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.