বাসের ভিতরে এক যুবক বার বার উত্যক্ত করছিল শিল্পীকে। অভিযোগ, প্রথমে কানের কাছে মুখ নিয়ে গান, তারপরে তাঁকে উদ্দেশ্য করে অশ্লীল ইঙ্গিত। সতর্ক করার পরেও কোনও কাজ না হওয়ায় ভিড় ঠেলে একটু সরে দাঁড়ানোর চেষ্টা করে শিল্পী।
ওই যুবকও তাঁর পিছু নেয়। যুবকটি তাঁর শরীর ঘেঁষে দাড়ায়। তাঁর শরীরে হাত দেয়। বাস তখন পৌঁছে গিয়েছে থানার সামনের একটি স্টপে। যুবককে ধাক্কা দিয়ে সরিয়ে বাস থেকে নীচে নামে শিল্পী। ওই যুবকটিও বাস থেকে নামে। তাকে ধরে চিৎকার শুরু করে শিল্পী। বাসের মধ্যে থাকা অন্য মহিলা ইন্দ্রাণী চক্রবর্তী, মিলি দে, প্রতিমা রায় সহ বেশ কয়েক জন সামিল হয় তরুণীর সঙ্গে। ট্রাফিক পুলিশ এগিয়ে আসে। পালানোর চেষ্টা করেও লাভ হয়নি যুবকের। টেনে তাকে নিয়ে যাওয়া হয় থানায়। মঙ্গলবার দুপুরে প্রধাননগর থানার সামনে ওই ঘটনায় শোরগোল পড়ে যায়। শ্লীলতাহানির বিরুদ্ধে এক তরুণীকে এভাবে রুখে দাঁড়াতে দেখে চারদিকে বাহবা জানাতে থাকেন সাধারণ মানুষ। পুলিশের কাছে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানাতে থানাতেও হাজির হন অনেকে। পুলিশ জানায়, ধৃত যুবক রাহুল যাদবের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা করা হয়েছে। ধৃত ওই যুবক বায়ুসেনার বাগডোগরা ক্যাম্প এলাকায় একটি সুলভ জল প্রকল্পের সংস্থায় কাজ করেন। তার বাড়ি বিহারে হলেও কাজের সূত্রে দীর্ঘদিন ধরে তিনি বাগডোগরায় রয়েছেন। আজ, বুধবার ধৃতকে আদালতে তোলা হবে। |
শিলিগুড়ির পুলিশ কমিশনার আনন্দকুমার বলেন, “তরুণীর ভূমিকায় আমরা খুশি। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এই ধরণের ঘটনার বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। ভয়ের কোনও কারণ নেই। আমরা ১০০ ডায়াল চালু করেছি। কোনও এমন ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ফোন করুন। আমাদের টহলদারি ভ্যান ঘটনাস্থলে পৌঁছে যাবে।” ওই তরুণী অবশ্য বিষয়টি নিয়ে খুব একটা কিছু বলতে চান না। তিনি বলেন, “বার বার সতর্ক করেও কাজ না হওয়ায় প্রতিবাদ করেছি। মেয়ে বলে সবকিছু সহ্য করা যায় না।” আর ইন্দ্রাণীদেবীরা বলেন, “বহু জায়গায় শ্লীলতাহানির ঘটনার কথা শোনা যাচ্ছে। শিলিগুড়িতেও পর পর কয়েকটি ঘটনা ঘটেছে। চুপচাপ সব মেনে নেওয়া যায় না। চোখের সামনে যখন ওই তরুণীকে রুখে দাঁড়াতে দেখে পিছিয়ে থাকতে পারিনি। প্রতিবাদ এভাবেই করতে হবে।” পুলিশ সূত্রের খবর, ওই তরুণী প্রধাননগরে একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। বাড়ি বাগডোগরায়। তিনি প্রতিদিন বাগডোগরা থেকে প্রধাননগর যাতায়াত করেন। এ দিন দুপুরে তিনি বাগডোগরা থেকে একটি বেসরকারি বাসে চেপে প্রধাননগরের দিকে যাচ্ছিলেন। সে সময়ই ঘটনাটি ঘটে। তরুণী পুলিশকে জানিয়েছেন, বাগডোগরা থেকেই ওই যুবক তাঁর পিছু নেয়। ভিড়েত তাঁকে দাঁড়িয়ে থাকতে হয়। সেই সুযোগে তাঁর শ্লীলতাহানি করে রাহুল। ধৃত পুলিশের কাছে দাবি করেছেন, অসাবধানতার কারণে তার হাত ওই তরুণীর হাতের উপরে পড়ে। খারাপ কিছু তিনি করেননি। |
(অভিযোগকারিণী ও অন্য তরুণীদের নাম কাল্পনিক) |