পঞ্চায়েতের ময়দান ছাড়িনি: বুদ্ধ |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
শাসক দলের সন্ত্রাসের অভিযোগ থাকলেও পঞ্চায়েত ভোটে তাঁরা ময়দানে আছেন বলে কর্মী-সমর্থকদের উদ্বুদ্ধ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বিষ্ণুপুরের বাঁকড়াহাটে মঙ্গলবার এক জনসভায় বুদ্ধবাবুর বক্তব্য, “ভয় পাবেন না, হতাশ হবেন না। ময়দানে আছি। পঞ্চায়েত ভোটে লড়াই হবে।”
পরিবর্তনের হাওয়া ওঠা শুরু হতেই দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ দখল করেছিল তৃণমূল। কিন্তু পরে নানা সময়ে সেই জেলা পরিষদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। আয়লার পরে ত্রাণ ও পুনর্বাসন নিয়ে বিস্তর অসন্তোষ আছে। এরই সঙ্গে প্রবীণ বিধায়ক আব্দুর রেজ্জাক মোল্লার উপরে হামলার ঘটনার রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে সিপিএম। এর পরিপ্রেক্ষিতেই এ দিন পঞ্চায়েত ভোটে লড়াইয়ের ডাক দিলেন বুদ্ধবাবু। তিনি বলেছেন, “সারা দেশের মধ্যে ত্রিস্তর পঞ্চায়েত আমরা চালু করেছিলাম। এখন এই পঞ্চায়েত দুর্নীতিতে ভরে গিয়েছে। কিছু চোর-বদমাশ এখন পরিচালনা করছে!” |
বুদ্ধবাবু এ দিন আগাগোড়াই বর্তমান রাজ্য সরকার তথা তৃণমূলের বিরুদ্ধে সরব ছিলেন। তাঁর কথায়, “এই সরকার কী ভাবে চলছে? নাচ-গান আর উৎসবের সরকার হয়ে উঠেছে! ক্লাব চালানোর মতো করে সরকার চলছে!” এক দিন আগেই দক্ষিণ ২৪ পরগনার আর এক প্রান্ত ক্যানিংয়ে এসে উন্নয়নের ফিরিস্ত দিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার প্রসঙ্গ টেনে প্রাক্তন মুখ্যমন্ত্রীর কটাক্ষ, “উন্নয়ন মানে কি ত্রিফলা লাগানো আর নীল রং করা? ওই ত্রিফলা বসিয়ে সরকার মনে করছে, মানুষের অভাব-অনটন মিটে গিয়েছে। আলো বসানোর খরচ নিয়েও তো অনেক কিছু শুনেছি। সব খোঁজ নেব আমরা!” |