টুকরো খবর
রেল ইঞ্জিনে আগুন
তখনও নেভেনি আগুন। —নিজস্ব চিত্র।
আগুন লেগে গেল চলন্ত মালগাড়ির ইঞ্জিনে। মঙ্গলবার ভোর সাড়ে তিনটে নাগাদ পুরুলিয়া স্টেশনের ঘটনা। রেল সূত্রের খবর, ঝাড়খণ্ডের চক্রধরপুর ডিভিশনের রাজগাঁও থেকে ওই মালগাড়িটি পুরুলিয়া হয়ে বিহারের জামুই যাচ্ছিল। পুরুলিয়া স্টেশনে রেলকর্মীরা ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন। পুরুলিয়ার স্টেশন ম্যানেজার শ্যামাপ্রসাদ মজুমদার বলেন, “প্রায় সঙ্গে সঙ্গে ট্রেনের চালকও তা বুঝতে পারেন। ট্রেন থামিয়ে তিনি আমাদের খবর দেন।” ততক্ষণে গলগল করে কালো ধোঁয়া বের হতে শুরু করেছে। খবর পেয়ে পুরুলিয়া দমকল কেন্দ্র থেকে দ্রুত একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে ওভারহেডের তার থেকে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আসে। তবে ওভারহেড তারে এতটা সময় বিদ্যুৎ সংযোগ ছিন্ন থাকার জেরে আদ্রা-চাণ্ডিল শাখায় কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল ব্যাহত হয়। কোনও যাত্রিবাহী ট্রেনের উপরে অবশ্য ঘটনার প্রভাব পড়েনি। আদ্রার ডিআরএম অরবিন্দ মিত্তল জানিয়েছেন, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিটের জেরে ওই ঘটনা। তদন্ত চলছে।

শিক্ষকের দেহ উদ্ধার পাড়ায়
প্রায় এক সপ্তাহ ধরে নিখোঁজ থাকা প্রাথমিক স্কুলের এক শিক্ষকের দেহ মিলল পুকুরের জলে। পুলিশ জানিয়েছে মৃত শিক্ষকের নাম সিন্ধু মুদি (৫৫)। বাড়ি পাড়া থানার বালিচষা গ্রামে। মঙ্গলবার সকালে ওই গ্রামের প্রান্তের একটি পুকুর থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পৌষ সংক্রান্তির পর থেকেই নিখোঁজ ছিলেন পাড়া থানারই উপরডি গ্রামের প্রাথমিক স্কুলের শিক্ষক সিন্ধুবাবু। পরিবারের লোকেরা খোঁজ করেও তাঁর সন্ধান না পেয়ে পুলিশের কাছে জানিয়েছিলেন। এ দিন সকালে তাঁর দেহ ভেসে উঠলে গ্রামবাসীরা পুলিশকে খবর দেন। গ্রামবাসীরা কুকুর নিয়ে তদন্তের দাবি জানান। পুলিশ তাঁদের সঙ্গে আলোচনা করে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, কয়েক দিন জলে থাকার কারণে দেহে পচন ধরেছে। তবে দেহের বাইরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে।

কানে ফোন, ট্রেনের ধাক্কা
ওভারব্রিজ থাকলেও এ ভাবেই নিত্যদিন চলে ঝুঁকির পারাপার। সিউড়ি স্টেশনে তোলা নিজস্ব চিত্র।
বহু সচেতনতা মূলক প্রচার, বহু সতর্কবার্তা। তবু পরিস্থিতি বদলায় না। ফের মোবাইল কানে কথা বলতে বলতে রেললাইন পেরনোর সময় ট্রেনের ধাক্কায় জখম হলেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে পুরুলিয়া স্টেশনে। অথচ ওই স্টেশনে রয়েছে ফুটব্রিজ। রেলপুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে হাওড়া-পুরুলিয়া লালমাটি এক্সপ্রেস যখন স্টেশনে ঢুকছিল, সেই সময় ওই তরুণী তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে রেললাইন টপকে চার নম্বরে যাচ্ছিলেন। পুরুলিয়ার স্টেশন ম্যানেজার জানিয়েছেন, ওই তরুণী মোবাইলে কথা বলছিলেন। সেই সময়ই ট্রেনটি তাঁকে ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওই তরুণীর পরিচয় জানা যায়নি বলে রেলপুলিশ জানিয়েছে। তাঁর কাছে কোনও পরিচয়পত্রও মেলেনি।

ট্রাকের ধাক্কায় মৃত্যু
পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। সোমবার রামপুরহাট-দুমকা রোডে, কালীডাঙা হাসপাতাল সংলগ্ন এলাকার ঘটনা। পুলিশ জানায়, মৃত যুবক মাইকেল হাঁসদার (৩৮) বাড়ি ঝাড়খন্ডের সাহেবগঞ্জ থানা এলাকার সিঁদরিতে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাইকেলবাবু রামপুরহাট থানার বড়গাছিয়া এলাকায় হাতুড়ে চিকিৎসকের কাজ করতেন।

মানোন্নয়নের দাবি
বড়জোড়ায় শিল্পের উপযুক্ত পরিকাঠামো গড়ার দাবিতে বাঁকুড়া সদর মহকুমাশাসকের কাছে স্মারকলিপি দিল বড়জোড়ার বিধানচন্দ্র রায় স্মৃতি রক্ষা সমিতি। দাবিগুলি খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন বাঁকুড়া সদর মহকুমাশাসক অভিজিৎ মুখোপাধ্যায়।

পদযাত্রা পুরুলিয়ায়
জাতীয় শিশুকন্যা সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার সকালে পুরুলিয়া শহরে আয়োজিত পদযাত্রায় পা মেলালেন শহরের বিভিন্ন স্কুলের ছাত্রীরা। অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) হৃষিকেশ মুদি জানিয়েছেন, ১৮-২৪ জানুয়ারি এই সপ্তাহ উদ্যাপিত হচ্ছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.