নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
দুর্ঘটনাগ্রস্ত অ্যাম্বুল্যান্স। |
অ্যাম্বুল্যান্স ও লরির মুখোমুখি ধাক্কায় চালক-সহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মৃতদের নাম আরশাদ শেখ (২২), বাবলুূ মণ্ডল (৪৮), রঞ্জন মণ্ডল (৩৫), বিশ্বজিৎ মণ্ডল (৪০) ও বিশ্বনাথ মণ্ডল (৩৭)। জখম ২ জন কল্যাণীর জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন। তবে ওই অ্যাম্বুল্যান্সে থাকা রোগী জগন্নাথ মণ্ডল অবশ্য অক্ষত রয়েছেন। হতাহত সকলের বাড়ি মুর্শিদাবাদের তেঁতুলিয়াতে। পুলিশ জানায়, হৃদরোগাক্রান্ত জগন্নাথবাবুকে নিয়ে ওই অ্যাম্বুল্যান্সটি কলকাতায় যাওয়ার পথে মঙ্গলবার দুপুর নাগাদ হরিণঘাটায় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর একটি লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা হয়। ফলে অ্যাম্বুল্যান্সটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের নয়ানজুলিতে উল্টে যেতেই এই বিপত্তি। পুলিশ লরিটিকে আটক করলেও চালক পলাতক।
|
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
খুনের দায়ে মঙ্গলবার অভিযুক্তকে যাবজ্জীবন কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানার নির্দেশ দিলেন কান্দির ফাস্ট ট্রাক কোর্টের বিচারক চিন্ময় চট্টোপাধ্যায়। জরিমানা অনাদায়ে অভিযুক্তকে আরও দু’বছর জেল খাটতে হবে। সরকারি আইনজীবী সুনীল চক্রবর্তী জানান, ২০১১ সালের ২ অগস্ট কান্দির জেমো এলাকার বাসিন্দা মাছ ব্যবসায়ী সুকুমার দে খুন হন। পরেরদিন নিজের পুকুর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। পরে সুকুমারবাবুর স্ত্রী রেবতি দে রাজকুমার দে-র নামে অভিযোগ দায়ের করেন। অভিযোগ, ব্যবসায়ীক রেষারেষির জন্য রাজকুমার এই খুন করে। প্রায় বছর দেড়েক ধরে বিচার চলার শেষে আদালত এ দিন দোষীর সাজা ঘোষণা করে। অভিযুক্তের আইনজীবী সফিউর রহমান বলেন, “খুব শীঘ্রই উচ্চ আদালতের দ্বারস্থ হব আমরা।”
|
কপিরাইটের তোয়াক্কা না করে গান ডাউনলোড করে বিক্রি করার অপরাধে পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে কয়েকটি কম্পিউটারও। মঙ্গলবার এই গ্রেফতারির প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ীরা প্রায় আড়াই ঘণ্টা ধরে জলঙ্গি-বহরমপুর রাজ্য সড়ক অবরোধ করেন। ব্যবসায়ীদের অভিযোগ, কপিরাইটের নিয়মকানুন সম্পর্কে কোনওরকম সতর্ক না করেই পুলিশ তাঁদের অযথা হয়রানি করছে। ডোমকলের মহকুমা শাসক প্রশান্ত অধিকারী বলেন, “অবৈধভাবে গান ডাউনলোড করে বিক্রির অপরাধে পুলিশ অভিযান চালিয়েছে। ব্যবসায়ীদের বৈধভাবে ব্যবসা করার পরামর্শ দেওয়া হয়েছে।”
|
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ার। নাম শান্তি মণ্ডল (৭০)। বাড়ি খড়গ্রামের কাশী গ্রামে। শুক্রবার রাতে ওই প্রৌঢ়াকে গুরুতর অসুস্থ অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। সোমবার রাতে তিনি মারা যান। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, কীটনাশকে মৃত্যু হয়েছে ওই মহিলার।
|
পানীয় জল, বিদ্যুৎ, রাস্তা সংস্কারের দাবিতে মঙ্গলবার চর এলাকার শ’পাঁচেক বাসিন্দা মহকুমাশাসকের কাছে স্মারকলিপি দেন। দাবি পূরণ না হলে বাসিন্দারা বৃহত্তর আন্দোলনে নামার কথাও বলেন। ডোমকলের মহকুমা শাসক প্রশান্ত অধিকারী বলেন, “পিছিয়ে পড়া ওই এলাকার উন্নয়নের কাজ শুরু হয়েছে।” |