বহরমপুর কালেক্টরেট ক্লাব কমিউনিটি হলে অনুষ্ঠিত হল ‘সারা বংলা লোকশিল্পী সংসদ’-এর দ্বিতীয় রাজ্য সম্মেলন। অংশ নেন মুর্শিদাবাদ, মালদহ, বর্ধমান, নদিয়া ও বীরভূম জেলার প্রায় দু’শো লোকশিল্পী। কবিগান, বাউল, বোলান, আলকাপ, জারি ও লোরিক পরিবেশন করেন শিল্পীরা। লোকশিল্পের দুই গবেষক শক্তিনাথ ঝা ও দীপক বিশ্বাস লোকশিল্পের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। ১০০ দিনের কাজের মতো লোকশিল্পীদের জন্য সরকারি ভাবে ১০০ দিনের অনুষ্ঠানের আয়োজন, পরিচয়পত্র দেওয়া, সরঞ্জাম কেনার জন্য অনুদান-সহ বিভিন্ন দাবি দাওয়া তোলা হয় সম্মেলনে।
|
|
সারগাছি রামকৃষ্ণ মিশনের উদ্যোগে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। |
|
শুরু হল ‘সূর্যসেনা পরিবার’ পরিচালিত শিশু বইমেলা। বহরমপুর রবীন্দ্রসদনে বৃহস্পতিবার পর্যন্ত চলবে মেলা। আয়োজক সংস্থার কর্তা নির্মল সরকার বলেন, “৬ দিনের মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কলকাতা, ত্রিপুরা ও বাংলাদেশের প্রকাশনা সংস্থাও বই পাঠাচ্ছে।” মেলায় উদযাপিত হচ্ছে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর জন্ম সার্ধশতবর্ষ ও সুকুমার রায়ের ১২৫তম বর্ষপূর্তি।
|
লালবাগ মহকুমা আন্তঃ বিদ্যালয় বিজ্ঞানমেলায় প্রযুক্তিগত মডেল প্রকল্পের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে লালগোলার লস্করপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষক জাহাঙ্গির মিঞার পরিচালনায় বৃষ্টির জল সংরক্ষণ করে পুনরায় ব্যবহার করার মডেল প্রকল্প গড়া হয়েছে। গত ১৮ জানুয়ারি লালবাগের আস্তাবল ময়দানের বিজ্ঞান মেলায় ওই মডেল প্রকল্পটি প্রথম হয়।
|
লালবাগের ব্রাহ্মসমাজ হলে ২৫ জানুয়ারি থেকে অনুষ্ঠিত হতে চলেছে ৩ দিনের শিশু বইমেলা। ‘লালবাগ বয়েজ প্রাইমারি স্কুল’-এর শিক্ষকশিক্ষিকা ও ভুজঙ্গভূষণ স্মৃতি পাঠাগারের মিলিত উদ্যোগে ঐতিহাসিক শহরের এই প্রচেষ্টা এই প্রথম। লালবাগের আলোকচিত্র শিল্পী শান্তনু বিশ্বাস বলেন, “বইমেলায় থাকছে হাজারদুয়ারির ১৭৫ বছরপূর্তি স্মরণে চিত্র ও আলোকচিত্রের প্রদর্শনী। অধিকাংশ চিত্র ও আলোকচিত্রের বিষয় হাজারদুয়ারি।”
|
নবদ্বীপ বিবেকানন্দ যুব মহামণ্ডলের উদ্যোগে ১১তম বার্ষিক যুব শিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় গত ২০ জানুয়ারি রবিবার। স্থানীয় আরসিবি সারস্বত মন্দির স্কুলে আয়োজিত ওই শিবিরে বিভিন্ন জেলার তিনশোরও বেশি যুবক যোগ দিয়েছিলেন।
|
গত ১৩ জানুয়ারি নবদ্বীপ শিক্ষামন্দিরের ৬৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দুই শিক্ষক-- সুধীরকুমার মোদকও হরেকৃষ্ণ ঘোষের মর্মর মূর্তি স্থাপন করা হয়। মুর্তি প্রতিষ্ঠার ও অনুষ্ঠানের উদ্যোক্তা ওই স্কুলের ‘প্রাক্তন ছাত্র সম্মিলনী’। প্রয়াত প্রধানশিক্ষক সুধীরকুমার মোদক ও প্রয়াত শিক্ষক হরেকৃষ্ণ ঘোষের মূতির্র আবরণ উন্মোচন করেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পুণ্ডরীকাক্ষ সাহা।
|
কৃষ্ণনগর রবীন্দ্রভবনে থিয়সের নাট্যোৎসব। নিজস্ব চিত্র। |
১৬-১৭ জানুয়ারি কৃষ্ণনগর রবীন্দ্রভবনে দু’দিনের নাট্যমেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী সন্ধ্যায় মঞ্চস্থ হয় আয়োজক সংস্থা কৃষ্ণনগরের থিয়সের নাটক ‘এক টুকরো ম্যাকবেথ’ ও চাঁদপাড়া অ্যাক্ট-র নাটক ‘ছাঁচভাঙার গান’। দ্বিতীয় দিন মঞ্চস্থ হয় গোবরডাঙা শিল্পায়নের নাটক ‘কর্ণেলকে কেউ চিঠি লেখে না’।
|
গত ২১ জনুয়ারি কৃষ্ণনগর রবীন্দ্রভবনে সুবোধ স্মৃতি সংগীতায়নের বর্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। কবিতায় গানে ও নৃত্যে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয় প্রয়াত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় ও গায়ক ভূপেন হাজারিকাকে।
|
|
ধুলিয়ানে জৈনদের অনুষ্ঠান। |
|