ইস্টবেঙ্গল সচিবকে শো-কজ ফেডারেশনের |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
এক বিতর্ক শেষ হতে না হতেই ফের হাজির আর এক বিতর্ক। ওডাফা-নাটকের যবনিকা না পড়তেই ফের ময়দান সরগরম। যার কেন্দ্রবিন্দুতে এ বার ইস্টবেঙ্গল।
ক্লাবের চতুর্থ বিদেশি অ্যান্ড্রু বরিসিচের সইয়ের দিনেই খারাপ খবর লাল-হলুদ শিবিরে। সচিব কল্যাণ মজুমদারকে শো-কজ করল এআইএফএফ। উত্তর দিতে হবে সাত দিনের মধ্যে। মোহনবাগানের আড়াই বছরের নির্বাসন ওঠার পর ‘টেবলের তলায় সমঝোতা হয়েছে’ বলে ফেডারেশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন কল্যাণবাবু। যা শুনে প্রচণ্ড ক্ষুব্ধ হন ফেডারেশন প্রেসিডেন্ট প্রফুল্ল পটেল। তাঁর নির্দেশেই শেষ পর্যন্ত শো-কজ করা হল ইস্টবেঙ্গল সচিবকে। মঙ্গলবার রাতেই ফেডারেশনের তরফে ই-মেল পাঠিয়ে দেওয়া হয়েছে লাল-হলুদ তাঁবুতে।
কল্যাণবাবুর মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর ইস্টবেঙ্গলের অন্যতম শীর্ষ কর্তা দেবব্রত সরকার বলেছিলেন, “প্রফুল্ল পটেল যে রকম মোহনবাগানের নিঃশর্ত ক্ষমার পরিপ্রেক্ষিতে তাদের প্রথম এবং শেষ বার আই লিগে ফিরিয়ে এনেছেন, তেমনই কল্যাণদার মন্তব্যও প্রথম এবং শেষ বার।” মঙ্গলবার রাতে দেবব্রতবাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “চিঠি খতিয়ে দেখার পর মন্তব্য করব।” ইস্টবেঙ্গল ক্লাব অবশ্য সচিবের পাশেই থাকছে।
কল্যাণবাবুর শো-কজ নিয়ে মাঠের বাইরে উত্তেজনা থাকলেও মাঠে কিন্তু বরিসিচ-সঞ্জীবনীতে চাঙ্গা ইস্টবেঙ্গল। শুক্রবার বালেওয়াড়ি স্টেডিয়ামে পুণে এফসি-র বিরুদ্ধে তাঁদের মরণ-বাঁচন ম্যাচে ফরোয়ার্ডে শুরু থেকেই চিডি-বরিসিচ যুগলবন্দির ভরসায় অঙ্ক কষছেন লাল-হলুদ কোচ। তিন দিন আগে চার্চিলের কাছে হারের পর যে মর্গ্যান হতাশার সাগরে ডুব দিয়েছিলেন তিনিই এ দিন যুবভারতীতে বললেন, “পরপর কয়েকটা ম্যাচ জিততে পারলে লিগ এখনও ওপেন।”
বিকেলে আইএফএ-তে সই করতে এসে সেই সুরেই কথা বললেন লাল-হলুদের নতুন বিদেশি আন্দ্রে বরিসিচও। চিডি-বরিসিচ জুটিকে সামনে রেখে অনুশীলনও হল পুরোদমে। মেলবোর্ন নাইটস, আরিমা ইন্দোনেশিয়ায় খেলে আসা অস্ট্রেলীয় স্ট্রাইকার অফ সিজনে ব্যক্তিগত ট্রেনারের কাছে নিয়মিত অনুশীলন করেছেন অস্ট্রেলিয়ায়। এ দিন প্র্যাক্টিস ম্যাচে একটা গোলও করলেন বরিসিচ। যা দেখে মেহতাব বলছেন, “হেডটা ভাল, ঠিকঠাক জায়গা নেয়। টাচ আছে। ফিনিশিং ভাল। কাজে লাগবে।” আক্রমণে বরিসিচ যাঁর সঙ্গী হবেন সেই চিডি বললেন, “আজই প্রথম একসঙ্গে খেললাম। দেখা যাক ম্যাচে কী হয়।” আইএফএ অফিস থেকে বেরোনোর পথে বরিসিচ যদিও দেখালেন কোচ মর্গ্যানকে। “আমি নব্বই মিনিট খেলার জন্য তৈরি। এ বার আমাকে কী ভাবে ব্যবহার করা হবে তা কোচই ঠিক করবেন।”
|