|
|
|
|
আইটিআইয়ে অশ্লীল নাচের জের |
অনুষ্ঠানসূচি আগাম জানাতে নির্দেশ নেতৃত্বের |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মেদিনীপুর আইটিআইয়ের অনুষ্ঠানে উদ্দাম নাচ ঘিরে বিতর্কের জেরে বিড়ম্বনায় পড়েছেন তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) জেলা নেতৃত্ব। এ বার থেকে কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে কী কী কর্মসূচি হবে, আগে থেকে তা জানানোর জন্য টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদগুলোর সাধারণ সম্পাদকদের মঙ্গলবারই মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে বলে সংগঠন সূত্রের খবর। নির্দেশ পাঠিয়েছেন সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি রমাপ্রসাদ গিরিই। যদিও বিষয়টি নিয়ে তিনি প্রকাশ্যে মুখ খুলতে চান না। এ প্রসঙ্গে তিনি বলেন, “এটা সংগঠনের আভ্যন্তরীণ ব্যাপার।”
যদিও মেদিনীপুর আইটিআইয়ের অনুষ্ঠান ঘিরে মঙ্গলবার রাত পর্যন্ত কারও বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেননি জেলা নেতৃত্ব। সংগঠনের অন্দরেই অবশ্য ছাত্র সংসদের সাধারণ সম্পাদক এবং টিএমসিপির মেদিনীপুর আইটিআই ইউনিটের সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। কেন কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল না? কলেজ ক্যাম্পাসে এমন অনুষ্ঠান কি তাহলে সমর্থনযোগ্য? এতে সংগঠনের সমর্থন রয়েছে? প্রশ্নের সদুত্তর এড়িয়ে টিএমসিপির জেলা সভাপতি মন্তব্য, “তদন্ত চলছে। এর বেশি কিছু বলব না।” অন্য এক নেতার বক্তব্য, “তদন্তে কারও বিরুদ্ধে দোষ প্রমাণিত হলে উপযুক্ত পদক্ষেপই করা হবে।” টিএমসিপি সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালেই সংগঠনের রাজ্য সভাপতি শঙ্কুদেব পন্ডার সঙ্গে আইটিআইয়ের বিষয়টি নিয়ে কথা হয়েছে জেলা সভাপতির। অনুষ্ঠানে ঠিক কী হয়েছিল, রাজ্য সভাপতি তার খোঁজখবর নেন। তবে তিনি কারও বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করার নির্দেশ দেননি। টিএমসিপির এক জেলা নেতার কথায়, “আমরা রাজ্য নেতৃত্বের নির্দেশের অপেক্ষায় আছি।” আইটিআই- এর তৃণমূল পরিচালিত ছাত্র সংসদের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় এক অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানেই এক স্বল্পবাস তরুণী উদ্দাম নাচ করেন। তৃণমূলের ছাত্র সংগঠনেরই একাংশ কর্মী মনে করেন, এমন ঘটনার ফলে সংগঠনের ভাবমূর্তি নষ্ট হয়েছে। মোবাইলে তোলা ছবি সামনে আসার পর জোর বিতর্ক শুরু হয়। টিএমসিপির একটি অংশের বক্তব্য, অনুষ্ঠান কলেজ ক্যাম্পাসে হয়েছে। এ নিয়ে কোনও পদক্ষেপ করার থাকলে তা কলেজ কর্তৃপক্ষই করবেন। সংগঠন কেন পদক্ষেপ করবে। কলেজ কর্তৃপক্ষের কী বক্তব্য? মঙ্গলবার সন্ধ্যায় মেদিনীপুর আইটিআইয়ের অধ্যক্ষ প্রশান্ত অধিকারীর সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তাঁর মোবাইল ফোনের সুইচ অফ ছিল। |
|
|
|
|
|