টুকরো খবর
আদালতে হাজিরা তৃণমূল কাউন্সিলরদের

তাঁদের নামে সমন জারি হয়েছিল। সেই মতো মঙ্গলবার মেদিনীপুর সিজেএম আদালতে হাজিরা দিলেন একাধিক তৃণমূল কাউন্সিলর। সমন জারি হয়েছিল পুরপ্রধান প্রণব বসুর নামেও। তবে তিনি এদিন হাজির হতে পারেননি। আগামী এক মাসের মধ্যে তাঁকেও আদালতে হাজিরা দিতে হবে বলে নির্দেশ হয়েছে। পুরনো মামলাতেই এই নির্দেশ। ২০১১ সালের জানুয়ারির শেষের দিকে মেদিনীপুর শহরের এক অতিথি নিবাসে তল্লাশি চালায় পুলিশ। মাওবাদীদের খোঁজেই তল্লাশি চালানো হয়। সেই সময় তৃণমূল কর্মী- সমর্থকেরা পুলিশের কাজে বাধা দিয়েছিলেন বলে অভিযোগ। সবমিলিয়ে ২৩ জনের নামে অভিযোগ দায়ের হয়। চার্জশিট হয়ে গিয়েছে। আগেই এই মামলায় ১২ জন আগাম জামিন নিয়েছিলেন। আদালত এঁদের নামে সমন জারি করে। সেই মতো মঙ্গলবার মেদিনীপুর সিজেএম আদালতে এঁদের হাজিরার দিন ছিল। এই মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন তৃণমূল কাউন্সিলর মৃণাল চৌধুরী, বিশ্বনাথ পান্ডব, পুরপ্রধান প্রণব বসু, শহর তৃণমূল সভাপতি সুকুমার পড়্যা প্রমুখ। মৃণালবাবু, বিশ্বনাথবাবু, সুকুমারবাবু সহ এ দিন নয় জন সিজেএম আদালতে হাজিরা দেন। মৃণালবাবু আবার মেদিনীপুর আদালতের আইনজীবীও। তাঁর কথায়, “সমন জারি হয়েছিল। সেই মতো আমরা ৯ জন হাজিরা দিয়েছি।” মেদিনীপুর শহরের বটতলাচকে পুরসভার একটি অতিথি নিবাস রয়েছে। জঙ্গলমহলে অশান্তি- পর্বে শ’দেড়েক ঘরছাড়া মানুষ এখানে শিবির তৈরি করে ছিলেন। সকলেই তৃণমূল কর্মী- সমর্থক। মাওবাদীদের খোঁজে ২০১১ সালের জানুয়ারির শেষের দিকে এই শিবিরেই তল্লাশি চালায় পুলিশ। সেই সময় তৃণমূল কর্মী- সমর্থকদের সঙ্গে পুলিশের গোলমাল হয়। পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে। পরিস্থিতির মাঝে পড়ে কয়েকজন সাংবাদিকও জখম হন। ঘটনার পরপরই মেদিনীপুরে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন তিনি রেলমন্ত্রী। জখমদের দেখতে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালেও গিয়েছিলেন।

বেলদার ঘটনায় জামিন পেলেন অভিযুক্ত ছয়
বেলদার ঘটনায় ধৃত ৩৫ জনের মধ্যে ৬ জনের জামিনের আবেদন মঞ্জুর করল মেদিনীপুর জেলা আদালত। শর্তসাপেক্ষে এঁদের জামিন দেওয়া হয়েছে। আদালত নির্দেশ দিয়েছে, এই ৬ জনকে সপ্তাহে তিন দিন থানায় হাজিরা দিতে হবে। নিজেদের থানা এলাকার বাইরেও তাঁরা যেতে পারবেন না। ঘটনাটি গত ২৪ ডিসেম্বর রাতের। বেলদার এক হোটেলে খাবার নিয়ে পিকনিক দলের সদস্যদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন হোটেল কর্মীরা। দু’পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। মাথায় চোট পান সুনীল কর (৪৬) নামে এক হোটেল কর্মী। পিকনিক দলের সদস্যরা ভারি কিছু দিয়ে তাঁর মাথায় আঘাত করেন বলে অভিযোগ। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। গুরুতর জখম হন আরও একজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পিকনিক দলের ৩৫ জন সদস্যকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু হয়েছে। আগে মেদিনীপুর সিজেএম আদালতেও এঁদের জামিনের আবেদন জানানো হয়েছিল। যদিও ওই আবেদন খারিজ হয়ে যায়। পরে ৬ জন অভিযুক্ত মেদিনীপুর জেলা আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন।

স্কুলের প্রতিষ্ঠা দিবস
মেদিনীপুর মিশন বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উদ্যাপন হল মঙ্গলবার। এই উপলক্ষে স্কুলে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরের মন্ত্রী সুকুমার হাঁসদা। বক্তব্য রাখতে গিয়ে তিনি স্কুলের ভূয়সী প্রশংসা করেন। কারণ, জেলার মধ্যে এই বালিকা বিদ্যালয়ের পঠনপাঠনের মান খুবই ভাল। তারই সঙ্গে মন্ত্রী আশ্বাস দেন, পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে যা কিছু সমস্যা রয়েছে সে বিষয়েও সাহায্য করবেন মন্ত্রী।

সচেতনতার জন্য
ভোটার দিবস উপলক্ষে প্রচার গাড়ির যাত্রা শুরু হল মঙ্গলবার। মেদিনীপুর মহকুমা এলাকার বিভিন্ন এলাকায় গাড়িটি ঘুরবে। এদিন আনুষ্ঠানিক ভাবে গাড়িটির যাত্রা শুরু করেন মেদিনীপুরের (সদর) মহকুমাশাসক অমিতাভ দত্ত। সাধারন মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ বলে প্রশাসন জানিয়েছে। প্রতি বছর ২৫ জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালন করা হয়। এ বারও তা পালন করা হবে পশ্চিম মেদিনীপুরে।

সচেতনতার জন্য
ভোটার দিবস উপলক্ষে প্রচার গাড়ির যাত্রা শুরু হল মঙ্গলবার। মেদিনীপুর মহকুমার বিভিন্ন এলাকায় গাড়িটি ঘুরবে। এ দিন গাড়িটির যাত্রা শুরু করেন মেদিনীপুরের (সদর) মহকুমাশাসক অমিতাভ দত্ত।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.