কঙ্কাল-কাণ্ডে জামিন পেলেন সুশান্তর ভাই |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা ও মেদিনীপুর |
প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান সিপিএম বিধায়ক সুশান্ত ঘোষের ভাই প্রশান্ত ঘোষের জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। সুশান্তবাবুর মতোই দাসেরবাঁধ কঙ্কাল-কাণ্ডে অভিযুক্ত প্রশান্তবাবু। মঙ্গলবার তিনি জামিন পাওয়ায় এই মামলায় ধৃত ২২ জনের মধ্যে ১৮ জন জামিন পেলেন। ইতিমধ্যেই মামলার চার্জশিট দাখিল করেছে পুলিশ।
প্রশান্তবাবুর আইনজীবীর বক্তব্য ছিল, তাঁর মক্কেল কোনও রাজনৈতিক দলের পদাধিকারী নন। তিনি একজন ব্যবসায়ী। প্রাক্তন মন্ত্রীর ভাই হওয়ার জন্যই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে তাঁকে গ্রেফতার করা হয়েছে। |
|
প্রশান্ত ঘোষ। —ফাইল ছবি |
মামলায় অভিযুক্ত ১৭ জনই আগে জামিন পেয়ে যাওয়ায় সরকার পক্ষের আইনজীবীর বিরোধিতা করার মতো তেমন জোরালো যুক্তি ছিল না। এ দিন দু’পক্ষের বক্তব্য শোনার পরে বিচারপতি অসীম রায় ও সুবল বৈদ্যের ডিভিশন বেঞ্চ প্রশান্তবাবুর জামিন মঞ্জুর করে। গত বছর ৭ সেপ্টেম্বর পুরীর একটি হোটেল থেকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা গড়বেতার সিপিএম বিধায়ক সুশান্ত ঘোষের ভাই প্রশান্ত ঘোষকে গ্রেফতার করে সিআইডি। প্রায় এক বছর ধরে তিনি ‘পলাতক’ ছিলেন। আগে মেদিনীপুর আদালতেও তাঁর জামিনের আবেদন করা হয়েছিল। তবে তা খারিজ হয়ে যায়। এরপরই হাইকোর্টে জামিনের আবেদন জানান অভিযুক্তপক্ষের আইনজীবী।
২০১১ সালের ১৩ অগস্ট তল্লাশি চালানোর সময় প্রশান্তবাবুর বেনাচাপড়ার বাড়ি থেকে কার্তুজ উদ্ধার হয়েছিল। সঙ্গে কোমরে গুলি রাখার ব্যাগও মেলে। বাড়ি থেকে কার্তুজ উদ্ধার হওয়ার ঘটনায় প্রশান্তবাবুর নামে গড়বেতা থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছিল। সেই মামলায় আগেই মেদিনীপুর আদালত তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে। মেদিনীপুরের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে দাসেরবাঁধ মামলাটি চলছে। মামলার পরবর্তী দিন ধার্য রয়েছে আগামী ১৯ ফেব্রুয়ারি। ওই দিন চার্জগঠন সংক্রান্ত শুনানি শুরুর সম্ভাবনা রয়েছে। মামলার চার্জশিটে মোট ৫৮ জনের নাম আছে। |
|