ধান বিক্রিতে হয়রানি, ক্ষোভ কংগ্রেসের
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
এসডিও অফিসে। —নিজস্ব চিত্র। |
সহায়ক মূল্যে ধান বিক্রি করতে গিয়ে চাষিরা হয়রানির মুখোমুখি হচ্ছেন, অবনতি হচ্ছে আইন শৃঙ্খলারও- এই অভিযোগ তুলে মঙ্গলবার দুপুরে কাটোয়া মহকুমাশাসকের কাছে বিক্ষোভ দেখাল কংগ্রেস। কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে একটি স্মারকলিপিও দেন তারা। দুপুরে কংগ্রেসের দলীয় দফতর থেকে মিছিলটি বের হয়। কংগ্রেসের অভিযোগ, মিল মালিকেরা নানা ভাবে চাষিদের হয়রান করছে। ধান কেনার নাম করে খাদ রয়েছে বলে ধান বাদও দিচ্ছে। এছাড়া চাষিরা হাতেহাতে টাকাও পাচ্ছেন না। এছাড়াও রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ তোলেন তারা। আইন শৃঙ্খলার অবনতি থেকে বিদ্যুৎ মাসুল বৃদ্ধি নিয়েও সরব হন কংগ্রেস নেতৃত্ব। বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের অভিযোগ, ভূমি ও ভূমি সংস্কার দফতরের এক শ্রেণি কর্মীদের মদতে ভাগীরথীর পাড়ের মাটি কেটে নিচ্ছেন দুষ্কৃতীরা। প্রশাসনও কোনও ব্যবস্থা নিচ্ছে না।” অজয়ের বালি তোলার জন্য কাটোয়া শহরের বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করেন তিনি। মহকুমাশাসক আর অর্জুন বলেন, “দাবিগুলি খতিয়ে দেখা হবে।” |
বাস উল্টে জখম ১৫
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
বেহাল এসটিকেকে রোডে বাস উল্টে জখম হলেন ১৫ জন যাত্রী। মঙ্গলবার কাটোয়ার টিকরখাজি গ্রামের কাছে ঘটনাটি ঘটে। তিন জন গুরুতর জখম অবস্থায় কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি। বাকিদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, বাসটি কাটোয়া থেকে পূর্বস্থলীর জামালপুর যাচ্ছিল। বেহাল রাস্তায় যন্ত্রাংশ ভেঙে বাসটি রাস্তার ধারে একটি নয়ানজুলিতে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে মহকুমা হাসপাতালে পাঠান। আহত যাত্রীরা জানান, বাসে ভিড় ছিল। রাস্তাও বেহাল। বাসটি দ্রুত যাচ্ছিল। একটা ঝাঁকুনি দিয়ে রাস্তার পাশে উল্টে যায় সেটি। পুলিশ বাসটি আটক করেছে। |
দুষ্কৃতী হামলায় জখম
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর জখম হলেন এক বধূ। সোমবার রাতে কাটোয়ার প্রান্তিক পাড়ার ঘটনা। রক্তাক্ত অবস্থায় পড়শিরা প্রথমে তাঁকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানন্তরিত করা হয় তাঁকে। পুলিশের ধারণা, দুষ্কৃতীরা ওই বধূ তনুশ্রী যশের গলায় আঘাত করতে চেয়েছিল। কিন্তু তিনি নড়াচড়া করায় আঘাত মুখে লাগে। পারিবারিক বিবাদের জেরেই এমন ঘটনা বলে পুলিশের দাবি। |
ট্রাক্টর উল্টে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
ট্রলি সমেত ট্রাক্টর উল্টে মারা গেলেন ট্রাক্টর চালক। মঙ্গলবার সন্ধ্যায় কেতুগ্রামের বহজান গ্রামের ঘটনা। মৃতের নাম অমর ঘোষ (৪০)। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ট্রলিতে ইট ভর্তি ছিল। বেহাল রাস্তা দিয়ে ট্রলি নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির নীচে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। |