নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
সিপিএম নেতাকে মারধরের অভিযোগ উঠল অন্ডালে। সোমবার রাতে সিপিএমের উখড়া লোকাল কমিটির সম্পাদক রাজেন সামন্তকে তৃণমূলের কিছু লোকজন মারধর করে বলে অভিযোগ। স্থানীয় তৃণমূল নেতৃত্ব অবশ্য এই অভিযোগ মানতে চাননি।
রাজেনবাবু অভিযোগ করেন, সেই রাতে তিনি অন্ডালের ছোড়া পঞ্চায়েত এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে বৈঠক করছিলেন। তখনই স্থানীয় তৃণমূল কর্মী শেখ জুমানের নেতৃত্বে জনা কুড়ি দুষ্কৃতী চড়াও হয়ে তাঁকে মারধর করে। সিপিএম করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রাজেনবাবুর। তিনি জানান, দলের কিছু সমর্থক তাঁকে উদ্ধার করে প্রথমে বাড়ি নিয়ে যান। তার পরে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসা করানোর পরে অন্ডাল থানায় একটি অভিযোগ দায়ের করেন। রাজেনবাবুর দাবি, “পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে।”
তৃণমূল অবশ্য হামলায় জড়িত থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছে। অভিযুক্ত শেখ জুমানের পাল্টা দাবি, “এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। পুলিশ নিরপেক্ষ তদন্ত করলেই সত্য বেরিয়ে আসবে।” তৃণমূলের পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি নরেন চক্রবর্তীও বলেন, “বিধানসভা ভোটের আগে কিছু লোকজন সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন। রাজেনবাবুরা এখন তাঁদের মিথ্যা অভিযোগ ফাঁসিয়ে সহানুভূতি আদায় করতে চাইছেন। পুলিশকে আমরা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি।” পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত চলছে। |