নিজস্ব সংবাদদাতা • কাঁকসা |
আগ্নেয়াস্ত্র দেখিয়ে, কন্ডাক্টরের ব্যাগ ছিনিয়ে নিয়ে চালক, খালাসি ও কন্ডাক্টরকে মারধরের অভিযোগ উঠল এক দল দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার রাতে শিবপুর-মুচিপাড়া রুটে মলানদিঘির কাছে ঘটনাটি ঘটে। পরে পুলিশ দু’জনকে জখম অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে ওই বাসের কন্ডাক্টার দীপককুমার ঘোষ এবং খালাসি জয়দেব রাউত ও মঙ্গল বাগদি’র সঙ্গে মলানদিঘি রুইদাস পাড়ার কয়েকজনের বচসা হয়। পরে বাসের মালিক বিধানচন্দ্র ঘোষ বাসকর্মীদের তরফে গ্রামবাসীদের কাছে ক্ষমা চেয়ে বিষয়টি মিটিয়ে নেন। সন্ধ্যা ৭টা নাগাদ যখন বাসটি দুর্গাপুর থেকে শিবপুর ফিরছিল সেই সময় একদল লোক গামছা নাড়িয়ে বাসটি থামায়। সঙ্গে রোগী আছে বলে বাসে উঠে পড়ে তারা। অভিযোগ, এরপরেই তারা কন্ডাক্টার, খালাসি ও চালককে মারধর করে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে কন্ডাক্টারের ব্যাগটিও ছিনিয়ে নেয়। পুলিশের কাছে অভিযোগে বাসের কন্ডাক্টার দীপকবাবু জানান, ওই দুষ্কৃতীরা বাস চালাতে গেলে মাসে ৫০ হাজার টাকা করে মাসোহারা দিতে হবে বলে হুমকি দিয়েছে। বাসযাত্রীদের কয়েকজন প্রতিবাদ করায় তাঁদেরও মারধর করা হয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান, মলানদিঘির কয়েক জন বাসিন্দা এতে জড়িত। জেলা পুলিশ সুপার এসএমএইচ মির্জা বলেন, “সকালে ঘটনা মিটে গিয়েছিল। তার পরে সন্ধ্যায় বাসের চালক ও খালাসি প্রহৃত হন। তদন্ত শুরু হয়েছে। দ্রুত অভিযুক্তদের ধরে ফেলা হবে।” |