ডাম্পারে ধাক্কায় মৃত, যানজট
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দুর্গাপুরের এসবি মোড় এলাকায় তোলা নিজস্ব চিত্র। |
ডাম্পারের ধাক্কায় মারা গেলেন এক স্কুটার আরোহী। মঙ্গলবার মুচিপাড়া-স্টেশন রোডের বাজার মোড়ে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃতের নাম নীলরতন মুখোপাধ্যায় (৭০)। তিনি একটি তেল মিলের মালিক। এলাকারই বাসিন্দা তিনি। দুর্ঘটনার পরে উত্তেজিত বাসিন্দারা রাস্তায় ভিড় জমান। ফলে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। পরে অবশ্য পুলিশ আসায় পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল ১১টা নাগাদ নীলরতনবাবু স্কুটারে চড়ে ওই রাস্তা ধরে ব্যবসার কাজে মুচিপাড়ার দিকে যাচ্ছিলেন। বাজার মোড়ের কাছে অত্যন্ত দ্রুতগতিতে আসা একটি ডাম্পার নিয়ন্ত্রন হারিয়ে তাঁর স্কুটারের পিছনে ধাক্কা মারে। নীলরতনবাবু ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মারা যান তিনি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই রাস্তা দিয়ে ডাম্পারগুলি অত্যন্ত দ্রুত গতিতে চলাচল করে। যে কোনও সময় দুর্ঘটনা ঘটা আশঙ্কা থাকে। অবিলম্বে ডাম্পার চলাচল নিয়ন্ত্রন করার দাবিতে স্থানীয় বাসিন্দারা ভিড় জমান। পরে পুলিশের আশ্বাস পেয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়। |
বকেয়া চেয়ে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
বকেয়া বেতনের দাবিতে মঙ্গলবার ইসিএলের সালানপুর এরিয়া কার্যালয়ে বিক্ষোভ দেখালেন প্রায় ২১৩ জন বেসরকারি নিরাপত্তা রক্ষী। এই এরিয়ার জিএমের কাছে দাবিপত্র দিয়ে ১৫ দিনের মধ্যে বকেয়া বেতন মেটানোর দাবিও জানান তাঁরা। তাঁদের অভিযোগ, তাঁরা তিন মাস ধরে বেতন পাচ্ছেন না। এমনকী পোশাকও দেওয়া হচ্ছে না। এই অবস্থায় ঝুঁকি নিয়ে খালিপেটে তাঁরা পাহারাদারের কাজ করছেন। তৃণমূল অনুমোদিত ঠিকাকর্মী সংগঠনের ব্লক সভাপতি পাপ্পু উপাধ্যায়ের নেতৃত্বে এই বিক্ষোভ দেখান হয়। পাপ্পুবাবু জানান, মাঝেমাঝেই বকেয়া মেটানোর দাবিতে নিরাপত্তা রক্ষীদের বিক্ষোভে নামতে হচ্ছে। সাময়িক ভাবে অবস্থা বদলালেও কিছু দিন পরেই ফের তা পূর্বাবস্থায় ফিরে যাচ্ছে। সালানপুর এরিয়ায় জিএম একে সিংহ খুব দ্রুত সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন। |
ওভারম্যানকে উপযুক্ত মর্যাদার দাবি
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
ইনমোসার কেন্দা এরিয়া সম্মেলন আয়োজিত হল কেন্দা গেস্ট হাউসে। উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পিএন মিশ্র। তিনি জানান, মাইনিং সর্দার এবং ওভারম্যানরা আধিকারিকদের সমান গুরুত্বপূর্ণ কাজ করেন। অথচ তাঁরা আধিকারিকদের সমান সুযোগ পান না। তাঁদের দাবি, এই দুই পদে কর্মরতদের সাধারণ কর্মী এবং আধিকারিকদের মাঝামাঝি একটি পদ তৈরি হোক। এ নিয়ে সরকার নিযুক্ত একটি কমিশন সুপারিশও করেছিল। কিন্তু কোল ইন্ডিয়া তা রূপায়িত করেনি। এ নিয়ে আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়। |
ব্যবসায়ীদের দাবি
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
খুচরো ব্যবসায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের বিরোধিতা করল সাউথ বেঙ্গল চেম্বার অব কমার্স। জামুড়িয়া বণিক সংগঠন কার্যালয়ে মঙ্গলবার তাঁরা একটি সাংবাদিক সম্মেলন আয়োজন করেন। সংগঠনের পক্ষে পবন গুটগুটিয়া জানান, খুচরো ব্যবসায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ হলে ভারতবর্ষের পাঁচ কোটি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে। খাদ্য সুরক্ষায় নানাবিধ কর চাপানোয় ব্যবসায়ীরা বিভ্রান্ত বলেও অভিযোগ। দিল্লিতে মার্চে দেশের সমস্ত বণিক সংগঠনগুলি একত্রিত হয়ে ধর্নায় বসার কথা। তারই প্রস্তুতিতে এ দিন জামুড়িয়ায় ছিল তাঁদের সভা। |
কোলিয়ারিতে ধর্না
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
শ্যামসুন্দরপুর কোলিয়ারিতে ধর্নায় বসেছেন ১১৩ জন লোডার। খনি চত্বরেই সোমবার থেকে ধর্নায় বসেন তাঁরা। তাঁদের দাবি, বেশ কিছুদিন ধরে যন্ত্রের সাহায্যে কাজ হচ্ছে। ফলে লোডারদের পদ অনুযায়ী কাজ মিলছে না। কর্তৃপক্ষ যেমন খুশি পদে কাজ করাচ্ছেন। তাঁরা চান, যে পদে কাজ করানো হবে সেই পদেই যেন নিয়োগ করা হয়। |