ইংলিশবাজার কেন্দ্রে নতুন প্রার্থী দিল সিপিএম এবং বিজেপি। তবে নলহাটি এবং রেজিনগর কেন্দ্রের উপনির্বাচনের জন্য বামফ্রন্ট ও বিজেপি পুরনো প্রার্থীর উপরেই ভরসা করছে। সোমবার রাজ্য বামফ্রন্টের বৈঠকের পরে তিনটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়। ২০১১ সালের বিধানসভা ভোটে ওই তিন কেন্দ্রেই বামেদের পরাজয় হয়েছিল। এ বার কংগ্রেস ও তৃণমূলের ভোট ভাগাভাগির ফলে ইংলিশবাজার কেন্দ্রটি দখলের স্বপ্ন দেখছে বামেরা। ওই কেন্দ্রে সিপিএম প্রার্থী দলের যুব নেতা কৌশিক মিশ্র। গত বিধানসভা ভোটে সিপিএম প্রার্থী ছিলেন সমর রায়। ৬৭ হাজার (৩৯%) ভোট পেয়ে তিনি পরাজিত হন। ওই কেন্দ্রের জয়ী কংগ্রেস প্রার্থী কৃষ্ণেন্দু চৌধুরী তৃণমূলে যোগ দিয়ে মন্ত্রী হওয়ায় সেখানে উপনির্বাচন হচ্ছে। কৃষ্ণেন্দুবাবু এ বার তৃণমূলের প্রার্থী। কেন তাঁরা প্রার্থী পরিবর্তন করলেন, সে প্রশ্নের জবাবে সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু বলেন, “নতুন প্রজন্মের কাউকে প্রার্থী করতে চেয়েছিলাম। সে কারণেই কৌশিককে প্রার্থী করা হয়েছে।”
ওই কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন সঞ্জীব মিশ্র। গত নির্বাচনে ওই কেন্দ্রে বিজেপি প্রায় শতাংশ ভোট পেয়েছিল।
মুর্শিদাবাদ জেলার রেজিনগর কেন্দ্রে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যাওয়া হুমায়ুন কবীর জিতবেন কি না, তা অনেকটাই নির্ভর করছে আরএসপি এবং কংগ্রেস কত ভোট পাবে তার উপরে। কেন্দ্রীয় মন্ত্রী অধীর চৌধুরী দলের সহকর্মীদের জানিয়েছেন, হুমায়ুনকে হারাতেই হবে। ওই কেন্দ্রে আরএসপি প্রার্থী সিরাজুল ইসলাম গত নির্বাচনে ৪৪% ভোট পেয়েছিলেন। এ বারও তাঁকেই প্রার্থী করেছে আরএসপি। বিজেপি-র অরবিন্দ বিশ্বাস এ বারও ওই কেন্দ্রে প্রার্থী হয়েছেন। তিনি পেয়েছিলেন মাত্র ৪% ভোট।
নলহাটি কেন্দ্রের প্রার্থী এখনও তৃণমূল বা কংগ্রেস কেউই ঘোষণা করেনি। বিমানবাবু জানিয়েছেন, ফরওয়ার্ড ব্লকের দীপক চট্টোপাধ্যায় এ বারও নলহাটিতে প্রার্থী হবেন। তিনি গত বিধানসভা নির্বাচনে ৩৯% ভোট পেয়েছিলেন। নলহাটিতে ওই নির্বাচনে সাড়ে ৬% ভোট পাওয়া অনিল সিংহ এ বারও বিজেপি-র প্রার্থী হয়েছেন। ২০১১ সালে ৪৯% ভোট পেয়ে তৃণমূলের সমর্থনে এই কেন্দ্রটি জিতেছিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। বর্তমানে তিনি লোকসভার সাংসদ। |