তারকনাথ সিন্দুরবালা বালিকা বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে ভর্তিতে অর্থনৈতিক লেনদেনের অভিযোগ তুলল খড়িবাড়ি ব্লক ছাত্র পরিষদ। সোমবার সংগঠনের থেকে খড়িবাড়ির বিডিওকে একটি স্মারকলিপি দিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে। ছাত্র পরিষদের অভিযোগ, “পঞ্চম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সরকারি নির্দেশিকায় ন্যূনতম বয়স নয় বছর বলা থাকলেও এর কম বয়সের ছাত্রীকে ভর্তি নেওয়া হয়েছে। উল্টোদিকে, অন্য বয়স কম ছাত্রীরা ভর্তি হতে গেলে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।” ছাত্র পরিষদের খড়িবাড়ির আহ্বায়ক কাঞ্চন দেবনাথ বলেন, “এই ঘটনার পিছনে আমাদের সন্দেহ অর্থনৈতিক লেনদন থাকতে পারে। প্রশাসনকে বিষয়টি দেখতে বলা হয়েছে।”
অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন স্কুলের প্রধান শিক্ষিকা সঞ্চিতা সরকার। তিনি বলেন, “সরকারি নির্দেশ মেনেই পঞ্চম শ্রেণিতে ভর্তি করা হচ্ছে। একটি ছাত্রীর ভর্তির ক্ষেত্রে বয়সের ভুল হয়েছে মাত্র। ওই ছাত্রীর অভিভাবক লিখিতভাবে বয়সের বিষয়টি জানাচ্ছেন। ছাত্রীটিকে নবম শ্রেণিতে একবছর বেশি থাকতে হবে। স্কুল শিক্ষা দফতরে বিষয়টি জানানো রয়েছে। তবে অর্থনৈতিক লেনদেনের বিষয়টি একেবারে ভিত্তিহীন।”
সম্প্রতি স্কুলের পরিচালন সমিতির নির্বাচনে ফের কংগ্রেস-তৃণমূল জোটকে পরাজিত করে ক্ষমতা দখল করে সিপিএম। স্কুলের পরিচালন সমিতির সম্পাদক নীহার বিশ্বাস বলেন, “পরিচালন সমিতির ভোটে হেরে কংগ্রেস নেতারা দিশেহারা। তাই মনগড়া অভিযোগ করছেন। রাজ্য সরকারের নিয়ম মেনেই ভর্তি নিচ্ছি। কোনও গোলমাল, অনৈতিক কাজ করা হয়নি।”
খড়িবাড়ি ব্লকে তারকনাথ সিন্দুরবালা হাইস্কুল একমাত্র মেয়েদের স্কুল। বর্তমানে প্রায় ২২০০ ছাত্রী স্কুলে পড়েন। গত ৪ জানুয়ারি থেকে স্কুলে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণিতে ভর্তি শুরু হয়েছে। স্কুল সূত্রের খবর, পঞ্চম শ্রেণিতে ২১০ জন ছাত্রী ভর্তিও হয়েছে। নিয়ম অনুসারে, নয় বছর বা কম করে ৮ বছর ৯ মাস বয়স না হলে ছাত্রীরা ভর্তি হতে পারবেন না। ছাত্র পরিষদের অভিযোগ, ওই নিয়ম মেনে বেশ কয়েকজন অভিভাবককে ঘুরিয়ে দেওয়া হয়। কিন্তু পরে দেখা যাচ্ছে নিয়ম ভেঙে স্কুলে ভর্তি চলছে। একটি প্রমাণও মিলেছে। |