টুকরো খবর
শাস্তির মুখে আইসি
অভিযুক্তের সঙ্গে রফা করতে চাপ দেওয়ার অভিযোগে সোনারপুর থানার আইসির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে নির্দেশ দিল দক্ষিণ ২৪ পরগনার ক্রেতা সুরক্ষা আদালত। সম্প্রতি তপনকুমার মণ্ডল নামে এক ব্যক্তি গড়িয়ার এক দোকান থেকে টিভি কেনার পরে সেটি খারাপ হয়ে যায়। দোকান-মালিককে জানালেও তিনি কর্ণপাত করেননি। ক্রেতা সুরক্ষা আদালতের বিচারক নন্দদুলাল গুঁই নির্দেশ দেন, জরিমানা বাবদ ১৬ হাজার টাকা দোকানমালিককে দিতে হবে। তা না-দেওয়ায় ৭ নভেম্বর দোকানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। পুলিশ জানায়, দোকানমালিক নিখোঁজ। কিন্তু তপনবাবু আদালতে অভিযোগে জানান, সোনারপুর থানার আইসি ৯,০০০ টাকায় বিষয়টি মেটাতে চাপ দিচ্ছেন। ওই অভিযোগেই ১৬ জানুয়ারি এই নির্দেশ দিয়েছে আদালত।

ধান কেনা শুরু হাবরায়
শুরু হল চাষিদের কাছ থেকে সরকারি সহায়ক মূল্যে ধান কেনার কর্মসূচী। সোমবার উত্তর ২৪ পরগনার হাবরার মাল্টিপারপাস এগ্রিকালচার মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের পক্ষ থেকে সংস্থার জয়গাছি অফিসে এক দিনের শিবির করা হয়। শিবিরের উদ্বোধন করেন হাবরা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি জাকির হোসেন। এ দিন ৪০ জন চাষি ধান নিয়ে এসেছিলেন। সংস্থার সম্পাদক তারক দাস বলেন, “এ দিন কুইন্টাল প্রতি ১২৫০ টাকায় চাষিদের কাছ থেকে ১৮০০ বস্তা ধান কেনা হয়েছে। প্রতি বস্তায় ছিল ৬০ কেজি করে ধান। হাবরা-১ ব্লকের ৭টি গ্রাম পঞ্চায়েত এলাকার চাষিরা এখানে ধান বিক্রি করবেন। এই শিবির চলবে চার দিন।” চাষিদের পক্ষ থেকে জানানো হয়, কয়েক দিন আগেও তাঁদের খোলাবাজারে কুইন্টাল প্রতি ১০০০ টাকায় ধান বিক্রি করতে হয়েছিল।

জিতল বারাসত ভিআইপি
—নিজস্ব চিত্র।
তিন দিনের নক আউট ক্রিকেট প্রতিযোগিতায় জয়ী হল বারাসত ভিআইপি। প্রতিযোগিতার আয়োজক ছিল হিঙ্গলগঞ্জ ব্যবসায়ী সমিতি। স্থানীয় মাঠে অনুষ্ঠিত ফাউইনালে তারা বোলতলা অরুণ একাদশকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে বোলতলা অরুণ একাদশ নির্ধারিত ২০ ওভারে ১৫৫ রান করে। জবাবে ব্যাট করতে নেমে বারাসত ভিআইপি ম্যাচের শেষ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয়। ফাইনালে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি আবু বক্কর গাজি, বসিরহাট থানার ওসি পার্থ সিকদার। সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বোলতলার মিন্টু পাল। ফাইনালের সেরা হয়েছেন বিজয়ী দলের শ্যাম বসু। তিনি ফাইনালে ৩২ রান করেন ও পাঁচটি উইকেট নেন।

ফেরার দুষ্কৃতী গ্রেফতার
দীর্ঘদিন ফেরার থাকার পর অবশেষে ধরা পড়ল উত্তর ২৪ পরগনার ত্রাস বিজয় ঘোষ ওরফে বড়কালা। পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় হাবরার বাণীপুর এলাকা থেকে ২২ কেজি গাঁজা ও গুলি ভর্তি একটি পাইপগান সহ তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড়কালার বাড়ি হাবরার বামিহাটি-যসুর এলাকায়। দীর্ঘদিন ধরেই সে ফেরার ছিল। টাকার বিনিময়ে খুন, তোলাবাজি প্রভৃতি বিভিন্ন বিষয়ে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গত বছরের ২৬ মার্চ সন্ধ্যায় বড়কালা ও তার দলবলের লোকজনের ছোঁড়া বোমা ও গুলিতে জখম হন হাবরা পুরসভার সাফাই বিভাগের কর্মী গোবিন্দ বিশ্বাস। এই ঘটনার পর পুলিশ মিন্টা ও বেচা নামে বড়কালার দলের দুই সদস্যকে গ্রেফতার করে। কিন্তু বড় কালাকে ধরা যাচ্ছিল না। পুলিশ জানিয়েছে, বড়কালাকে ধরতে সম্প্রতি বেশ কয়েকবার তল্লাশি চালিয়েছেন তাঁরা। অবশেষে এল সাফল্য।

ট্রাকে পিষ্ট প্রৌঢ়
ট্রাকে পিষ্ট হয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে অশোকনগর থানার বিল্ডিং মোড়ের কাছে যশোহর রোডে। পুলিশ জানায়, মৃতের নাম সুভাষচন্দ্র সাহা (৫৮)। বাড়ি এজি কলোনিতে। এদিন সকালে সাইকেলে বাড়ি ফেরার সময়ে পিছন থেকে একটি ট্রাক তাঁকে ধাক্কা মারলে তিনি ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। চালক ও খালাসি পলাতক। ট্রাকটি আটক করেছে পুলিশ।

মহিলা পকেটমার ধৃত
এক মহিলা পকেটমারকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় স্বরূপনগর থেকে বসিরহাটগামী বাসে। পুলিশ জানিয়েছেন ধৃতের নাম বাতাসি বেগ। তাঁর বাড়ি বর্ধমানের জামুড়িয়া গ্রামে। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে তিন হাজার টাকা। পুলিশ জানায়, কেউ যাতে সন্দেহ না করে তার জন্য কয়েক জন বাচ্চাকে সঙ্গী করে পকেটকাটার কাজ করত ওই মহিলা। রবিবার সন্ধ্যায় বাতাসি ও তার সঙ্গীরা স্বরূপনগর থেকে বসিরহাটগামী বাসে ওঠে।

বোমা ফেটে মৃত্যু যুবকের
সোদপুর স্টেশনে একটি সাইকেলের গ্যারাজে বোমা ফেটে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মৃতের নাম বিশ্বজিৎ সরকার। রবিবার ওই ঘটনার পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। মৃত্যুর আগে বিশ্বজিৎ পুলিশকে জানায়, তিনটি লোক তাকে বোমা বাঁধার জন্য ওই গ্যারাজে নিয়ে গিয়েছিল। বোমা ফাটতেই তারা পালায়। গ্যারাজ-মালিক পিন্টু দাসও পলাতক। গ্যারাজে বোমা তৈরির মশলা পাওয়া গিয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.