|
|
|
|
মুখ্যমন্ত্রী মিথ্যা বলছেন, সূর্যকান্ত |
নিজস্ব সংবাদদাতা • কাকদ্বীপ |
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলছেন বলে কড়া ভাষায় আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র।
সোমবার কাকদ্বীপে সিপিএমের এক জনসমাবেশে সূর্যকান্তবাবু বলেন, “উনি (মুখ্যমন্ত্রী) ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলছেন।” এই প্রসঙ্গেই তাঁর কটাক্ষ, “ঘুম না হলেই উনি পাগলের মতো কথা বলেন।” বিরোধী দলনেতার কথায়, “উনি শুধু ভাঙছেন। বিরোধী দল হিসাবে বিধানসভায় ভাঙচুর করেছেন। এখন জোট ভাঙছেন। কলেজ, পঞ্চায়েত, পুরসভায় নিয়ম ভাঙছেন। সংবিধানবিরোধী কাজ করছেন।” এই প্রসঙ্গেই দলের কর্মীদের প্রতি তাঁর আহ্বান, “আমাদের গড়তে হবে।” |
|
কাকদ্বীপে দলের সমাবেশে সূর্যকান্ত। ছবি: দিলীপ নস্কর। |
নানা বিষয়ে মন্তব্য করলেও কিছু ‘স্পর্শকাতর’ বিষয়ে মুখ্যমন্ত্রী কেন নীরব, সেই প্রশ্নও তুলেছেন বিরোধী দলনেতা। এ বিষয়েই বেলপাহাড়ির শিলাদিত্য-কাণ্ড, রেজ্জাক-কাণ্ড, ধনেখালির প্রসঙ্গ উল্লেখ করেছেন তিনি। তৃণমূলের জমানায় বিরোধীরা মিটিং-মিছিল-প্রতিবাদ করতে পারছে না এবং এ রাজ্যে ‘কথা বলার অধিকার’ কেড়ে নেওয়া হচ্ছে বলেও অভিযোগ সূর্যকান্তবাবুর। ক্যানিংয়ে এ দিন সভা করেন মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গে সূর্যকান্তবাবুর প্রতিক্রিয়া, “উনি যেখানে যাচ্ছেন, বলে বেড়াচ্ছেন সব কাজ হয়ে গিয়েছে। ক্যানিংয়ে গিয়েও নিশ্চয়ই সে সব কথাই বলেছেন।”
এ দিন সিপিএমের সভায় ভিড় হয়েছিল ভালই। সেখানে হাজির ছিলেন দলের দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতি সুজন চক্রবর্তী, প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায় প্রমুখ। সুজনবাবু বলেন, “সংবাদপত্র থেকে শুরু করে বিচারব্যবস্থা সকলকে ভয় দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী। ভয় পেয়ে যাকে-তাকে মাওবাদীও বলছেন।” তৃণমূলের জমানায় গ্রামে গ্রামে তোলাবাজি, হামলা চলছে বলেও তাঁর অভিযোগ। |
|
|
|
|
|