|
|
|
|
কাল শুরু ঝাড়গ্রাম মেলা |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
৩৮তম বর্ষের ঝাড়গ্রাম মেলা ও যুব উৎসব ফিরছে শুরু হচ্ছে কাল, ২৩ জানুয়ারি। বুধবার, দুপুরে স্বামী বিবেকানন্দের নামাঙ্কিত মেলার মূল মঞ্চে উদ্বোধক হিসেবে থাকবেন জাতীয় শিক্ষিকার সম্মানপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাব্রতী পরিব্রাজিকা আত্মহৃদয়া। এ ছাড়াও বিশিষ্ট অতিথি হিসেবে জলসম্পদ উন্নয়নমন্ত্রী সৌমেন মহাপাত্রের উপস্থিত থাকার কথা। মেলার সাংস্কৃতিক উপসমিতির যুগ্ম আহ্বায়ক রথীন্দ্রনাথ মণ্ডল ও প্রশান্ত মণ্ডলেরা জানালেন, বিবেকানন্দের নামাঙ্কিত মূল মঞ্চে প্রতিদিন সন্ধ্যায় নানা ধরনের আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। এ ছাড়া পণ্ডিত রঘুনাথ মুর্মুর নামাঙ্কিত অন্য মঞ্চটিতে প্রতিদিন আদিবাসী লোকসংস্কৃতির অনুষ্ঠান হবে।
২০১১ সাল পর্যন্ত ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি মেলা হত। পরিবর্তনের রাজ্যে গত বছর এই মেলা ও যুব উৎসব শুরু হয়েছিল ২৬ জানুয়ারি। এ বার আগের মতো ২৩ জানুয়ারি মেলা শুরু হওয়ায় খুশি সব মহলই। |
|
চলছে প্রস্তুতি। ছবি: দেবরাজ ঘোষ। |
মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। বিগত প্রায় সাড়ে তিন দশক ধরে মেলার আয়োজক ছিল সিপিএমের ক্ষমতাসীন ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতি। গত বছর মেলা কমিটিতেও পরিবর্তন করা হয়। আগে ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি হতেন মেলা কমিটির সম্পাদক। গত বছর থেকে মেলা কমিটির সম্পাদকের দায়িত্ব বর্তেছে ঝাড়গ্রামের বিডিও-র উপর। গত বার মেলা হয়েছিল ঝাড়গ্রাম স্টেডিয়াম সংলগ্ন এলাকায়। এ বার মেলা হচ্ছে ঘোড়াধরা পার্ক ও আইটিআই ময়দানে।
গত বছরের মতো এ বারও মেলা কমিটির সভাপতি হয়েছেন পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সুকুমার হাঁসদা। মহকুমাশাসক বাসব বন্দ্যোপাধ্যায় ও ঝাড়গ্রামের পুরপ্রধান সিপিএমের প্রদীপ সরকার এ বারও যথাক্রমে মেলা কমিটির কার্যকরী সভাপতি ও সহ-সভাপতি। মেলার বিভিন্ন উপ-সমিতি গুলিতে অবশ্য শাসক তৃণমূলের নেতা-কর্মীদের প্রাধ্যন্য রয়েছে। এ বারও মেলার সূচিতে মেলার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারীর নাম ছাপা হয়েছে। বিশেষ পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন জলসম্পদ উন্নয়নমন্ত্রী সৌমেন মহাপাত্র। মেলার কার্যকরী কমিটিতে পুলিশ প্রশাসনের আধিকারিক, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিত্বদের পাশাপাশি কংগ্রেস ও তৃণমূলের নেতাদেরও রাখা হয়েছে। রথীন্দ্রনাথবাবুদের দাবি, “৩৬ বছর ধরে ঝাড়গ্রাম মেলাকে কুক্ষিগত করে রাখা হয়েছিল। গত বছর থেকে মেলায় ‘আমরা-ওরা’র বিভেদ মুছে দেওয়া হয়েছে।” এই প্রথমবার ঝাড়গ্রাম মেলায় আনন্দবাজার পত্রিকার স্টল থাকছে। ঘোড়াধরা পার্কে মূল মঞ্চের পাশের ওই স্টলে আনন্দবাজার গোষ্ঠীর দৈনিকের পাশাপাশি বিভিন্ন ম্যাগাজিন থাকবে। স্টল থেকে ‘আনন্দলোক’ কিনলে উপহার পাওয়া যাবে। |
|
|
|
|
|