|
|
|
|
অনুশীলনের ইচ্ছে হারিয়ে ফেলেছেন হতাশ মেহতাবরা |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আই লিগে এখনও নয় ম্যাচ বাকি। তবু লাল-হলুদ তাঁবু জুড়ে স্বপ্নভঙ্গের হতাশা।
হতাশা এতটাই যে, মেহতাব-চিডিরা অনুশীলন করার ইচ্ছে হারিয়ে ফেলেছেন। এ দিন সকালে অনুশীলন না করে মাঠের বাইরেই বসেছিলেন মেহতাব। বলছিলেন, “আর অনুশীলন করে কী লাভ?” পরে তাঁকে অনেক অনুরোধ করেই অনুশীলনে নামান সহকারী কোচ রঞ্জন চৌধুরি। মন ভাল না থাকায় চিডিও এ দিন পুরো সময়টা কাটালেন জিমে। বাকি ফুটবালরদেরও মধ্যেও চূড়ান্ত হতাশা। ইস্টবেঙ্গলের অনুশীলনে দু’দিন আগের খোলামেলা পরিবেশটাই উধাও। মর্গ্যানও স্বীকার করে নিচ্ছেন, “আমার ছেলেরা এখনও চার্চিল ম্যাচের ঘোর কাটিয়ে উঠতে পারেনি। প্রত্যেকেই হতাশ।” মেহতাব বলছিলেন, “চার্চিলের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে আমরা বাজে খেলে হেরেছি। এটাই মানতে পারছি না।”
মর্গ্যানের কোচিংয়ে দু’বার আই লিগে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ইস্টবেঙ্গলকে। এই মরসুমেও চার্চিলের কাছে হেরে চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে তারা। যদিও খাতায়-কলমে পেনদের সামনে সুযোগ রয়েছে। এ দিন চিডি অবশ্য বললেন, “চার্চিল ম্যাচটাই টার্নিং পয়েন্ট হয়ে গেল। এখনও সুযোগ আছে, তবে খুব কঠিন লড়াই। জিতলেও অন্যদের দিকে তাকিয়ে থাকতে হবে।”
এই পরিস্থিতি থেকে বের হয়ে আসার জন্য অনুশীলনের পর ফুটবলারদের সঙ্গে আলাদা করে কথা বলেন মর্গ্যান। মেহতাবদের জন্য কোচের টিপস, “এখনই হাল ছেড়ো না। সবটা এখনও শেষ হয়ে যায়নি। ফুটবলে কখন কি হয় কেউ বলতে পারে না। তোমরা মন দিয়ে শুধু নিজের খেলাটা খেলে যাও।” এ দিকে পুলিশ দিতে না পারার জন্য মঙ্গলবারের ইস্টবেঙ্গল-সাদার্ন সমিতির ম্যাচটি বাতিল করতে হল আইএফএ’কে। |
|
|
|
|
|