জাতীয় মঞ্চে সেরা সাগরিকা |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
জাতীয় টেবল টেনিসে এ বার সাবজুনিয়র মেয়েদের বিভাগে সেরা হলেন শিলিগুড়ির সাগরিকা মুখোপাধ্যায়। সোমবার গুজরাতের গাঁধীধামে ফাইনালে সাগরিকা ৪-১ গেমে কার্যত উড়িয়ে দিয়েছেন তামিলনাড়ুর প্রতিদ্বন্দ্বী হর্ষা বর্ধনীকে। কিছু দিন আগেই জাতীয় টেবল টেনিসে পুরুষ বিভাগে সেরা হয়েছেন শিলিগুড়ির সৌম্যজিৎ ঘোষ। এর পরই সাগরিকার সাফল্যে খুশি টেবল টেনিসের শহর। এ দিন-ই সেমি ফাইনালে অন্ধ্র প্রদেশের এ সৃজাকে ৪-২ গেমে হারিয়েছে সাগরিকা।
২০০৯ সালে প্রথম ক্যাডেট বিভাগে জাতীয় চ্যাম্পিয়ন হয় সাগরিকা। শিলিগুড়ি মডেল স্কুলের দশম শ্রেণির ছাত্রী সাগরিকা শুরু থেকেই ওয়াইএমএ ক্লাবে খেলতেন। সেখানে মান্তু ঘোষের কাছেই অনুশীলন শুরু। সাগরিকার সাফল্যে খুশি মান্তু। তাঁর কথায় সামনে, ‘‘জুনিয়র এবং ইয়ূথ জাতীয় টেবল টেনিসের আসর রয়েছে। সেখানে ও ভাল ফল করবে বলে আমি আশাবাদী।’’ ইন্দওরে আগামী ৫ফেব্রুয়ারি থেকে ওই প্রতিযোগিতার দিকে তাকিয়ে রয়েছে সাগরিকাও। গত বছর জুনিয়র বিভাগে জাতীয় প্রতিযোগিতার আসরে কোয়াটার ফাইনালে হেরে ছিটকে গিয়েছিল। ভাল ফল করতে সচেষ্ট সাগরিকা-ও। |
|
গাঁধীধামে পুরস্কার হাতে সাগরিকা। —নিজস্ব চিত্র। |
সাবজুনিয়র বিভাগে জাতীয় প্রতিযোগিতায় ব্যক্তিগত বিভাগে তার সামনে অধিকাংশ খেলোয়াড় দাঁড়াতেই পারেনি। দ্বিতীয় রাউন্ডে ৩-০ গেমে তিনি হারিয়েছেন মহারাষ্ট্রের আলেসা তেহেরানকে। প্রিকোয়ার্টারে রাজ্য টেবল টেনিস সংস্থার প্রাপ্তি সেনকে ৩-০ গেমে হারতে হয়েছে। কোয়ার্টার ফাইনালে উত্তরপ্রদেশের ঐশ্বর্য পাঠকের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বীতা হয়েছে। শেষ পর্যন্ত ৪-৩ গেমে ঐশ্বর্যকে হারায় সাগরিকা।
এ দিনের সাফল্যের পিছনে মান্তু এবং তাঁর স্বামী সুব্রতর অবদান অনেকখানি বলে জানান সাগরিকা। সাগরিকা বলেন, “এই সাফল্য আমাকে পরবর্তী খেলাগুলিতে বাড়তি প্রেরণা জোগাবে। সামনে জুনিয়র জাতীয় প্রতিযোগীতার আসর। সেখানে ভাল কিছু করতে চেষ্টা করব।” গাঁধীধামে সাগরিকার সঙ্গে রয়েছেন তাঁর মা রেশমি দেবীও। মেয়ের খেলা দেখে আপ্লুত তিনিও।
গুজরাতে ৭৪ তম জাতীয় জুনিয়র টেবল টেনিসের আসর থেকে ১ টি সোনা ও ৩ ব্রোঞ্জ এসেছে উত্তরবঙ্গের ঝুলিতে। সাবজুনিয়র দলগত বিভাগে ছেলেরা ব্রোঞ্জ পেয়েছে। ক্যাডেটে দলগত বিভাগে উত্তরবঙ্গের ছেলে এবং মেয়েরাও ব্রোঞ্জ পেয়েছে। সাব জুনিয়র দলগত বিভাগে উত্তরবঙ্গের মেয়েরা রাজ্য টেবল টেনিস সংস্থার কাছে হেরেছে কোয়ার্টার ফাইনালে। |
|