|
|
|
|
‘নতুন চ্যালেঞ্জ নিতে তৈরি’ |
আরসিবি ছেড়ে কুম্বলে এ বার সচিনদের মেন্টর |
সংবাদসংস্থা • মুম্বই |
ক্রিকেট মহলকে বিস্মিত করে সম্পর্ক ভেঙে গেল অনিল কুম্বলে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। সোমবার আকস্মিক ভাবে কুম্বলে জানিয়ে দিলেন, তিনি আর বেঙ্গালুরুর চিফ মেন্টর থাকছেন না। মুম্বই ইন্ডিয়ান্সের চিফ মেন্টরের দায়িত্ব নিচ্ছেন।
পাঁচ বছর ধরে কখনও প্লেয়ার, কখনও অধিনায়ক, আবার কখনও মেন্টর হিসাবে আরসিবি-র সঙ্গে জড়িত ছিলেন কুম্বলে। এমনকী বেঙ্গালুরু দলটার সঙ্গে যুক্ত থাকতে চান বলে আইপিএল খেলাই ছেড়ে দিয়েছিলেন তিনি। দায়িত্ব নিয়েছিলেন মেন্টরের। ক্রিকেট মহলে এখন প্রশ্ন উঠছে, হঠাৎ তা হলে কেন এই সিদ্ধান্ত নিতে গেলেন কুম্বলে? ক্রিকেট মহলের একটা অংশ মনে করছে, টিম ফ্র্যাঞ্চাইজির সঙ্গে হয়তো আর্থিক পাওনাগণ্ডা নিয়ে সমস্যার জেরেই এই সিদ্ধান্ত। কুম্বলে নিজে অবশ্য বলছেন, “মুম্বই ইন্ডিয়ান্সে যাওয়ায় দেশের খেলাধুলার উন্নতির কাজে আমার কোম্পানি বেশ কিছু সুযোগসুবিধা পাবে।” মুম্বই ইন্ডিয়ান্সে কুম্বলে এলেন শন পোলকের জায়গায়। চিফ মেন্টর হিসাবে পোলকের চুক্তি শেষ। এ দিনই সরকারি ভাবে মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, ষষ্ঠ আইপিএলে সচিন-হরভজনদের চিফ মেন্টর হতে চলেছেন কুম্বলে। ভারতের প্রাক্তন অধিনায়ক বলেছেন, “মুম্বই ইন্ডিয়ান্সে কয়েক জন হাই প্রোফাইল ক্রিকেটার আছে। আইপিএলে মুম্বই সবার কাছে একটা বড় চ্যালেঞ্জ। এই দলের চিফ মেন্টর হিসাবে যোগ দিতে পেরে গর্বিত।” আরসিবি-র সঙ্গে কি তাঁর সম্পর্ক কোনও ভাবে খারাপ হয়ে গিয়েছিল? কুম্বলের উত্তর, “আমি সুখস্মৃতি নিয়েই আরসিবি ছাড়ছি। রয়্যাল চ্যালেঞ্জার্সের সঙ্গে জুটি বেঁধে লক্ষ্যে পৌঁছতে সফল হয়েছিলাম। এ বার সামনে নতুন চ্যালেঞ্জ।” ৩ ফেব্রুয়ারি আইপিএলের নতুন নিলামে প্লেয়ার তোলার ব্যাপারে কুম্বলে টিপস দেবেন মুম্বইকে। মুম্বই দলে আরও রদবদল হচ্ছে। হরভজনের জায়গায় নেতৃত্ব দিতে পারেন রোহিত শর্মা। |
|
|
|
|
|