যদিও সোমবারের ওপেনের সেরা টিআরপি ছিল বর্ষীয়ান প্রাক্তন বিশ্বসেরা শ্বেতলানা কুজনেৎসোভা বনাম আর এক প্রাক্তন বিশ্বসেরা (ইনি অবশ্য বয়সে অনেক ছোট) ক্যারোলিন ওজনিয়াকি লড়াই। দশম বাছাই ড্যানিশ-কে অবাছাই রুশ ২-১ সেটে হারিয়ে বর্তমান বিশ্বসেরা আজারেঙ্কার মুখোমুখি। গত বারের চ্যাম্পিয়ন আজারেঙ্কা লিয়েন্ডারের মিক্সড ডাবলস পার্টনার ভেসনিনা-কে প্রি-কোয়ার্টারে উড়িয়ে দিয়েছেন ৬-১, ৬-১। তাতেও অবশ্য টেনিসমহল পরবর্তী ম্যাচে কুজনেৎসোভা নিয়ে আশা ছাড়ছেন না। কারণ তাঁর বিরাট চোটের পরে কোর্টে রূপকথার প্রত্যাবর্তন। কয়েক মাস আগেও তিনি বালি-তে ক্রাচ বগলে খোঁড়াচ্ছিলেন। রীতিমতো হতাশ। বিপর্যস্ত। পুরো মরসুম কোর্টের বাইরে থাকতে বাধ্য হওয়ায় র্যাঙ্কিং হুড়হুড় করে নেমেছে। কিন্তু এ দিন তিনি স্বীকার করেছেন, “আমি বুঝতে পারছি দীর্ঘ বিশ্রাম আমার থেকে যেটা কেড়ে নিয়েছিল, সেই বিশ্রামই আমার খোয়ানো সম্পদ ফিরিয়ে দিয়েছে টেনিসের প্রতি আমার তীব্র ভালবাসা। ওটার জোরেই গ্র্যান্ড স্ল্যামে এত দূর উঠে এসেছি।”
দুই মহাতারকা অ্যান্ডি মারে আর রজার ফেডেরারকে চতুর্থ রাউন্ডে জিততে গরমের মধ্যেও অল্পই ঘাম ঝরাতে হয়েছে। ৩১ বছর বয়সি ফেডেরার তরুণ কানাডিয়ান প্রতিভা মিরোস্লাভ রাওনিকের পাওয়ার গেম-কে হেলায় সামলে জিতেছেন ৬-৪, ৭-৬, ৬-২। মারে আরও সহজে ৬-৩, ৬-১, ৬-৩ হারান সিমন-কে।মিক্সড ডাবলসে ভারতীয়দের আশাও চড়ছে। সানিয়া মির্জা-বব ব্রায়ান এবং রোহন বোপান্না-সু উই, দুই জুটিই কোয়ার্টার ফাইনালে পোঁছে গেল আজ। সানিয়ারা চেক টিম হ্রাদেকা-সার্মাক এবং বোপান্নারা আর এক চেক জুটি পেশ্চেক-মাটকোস্কিকে পরের ম্যাচে হারাতে পারলে সেমিফাইনালে সানিয়া বনাম বোপান্না। আবার মঙ্গলবার লিয়েন্ডার-ভেসনিনা এবং মহেশ-পেত্রোভা দুই জুটি নিজেদের দ্বিতীয় রাউন্ড জিতলে কোয়ার্টার ফাইনালেই লি বনাম হেশ! মহেশ অবশ্য এ দিন পুরুষ ডাবলস থেকে ছিটকে গিয়েছেন। মহেশ-নেস্টরের পঞ্চম বাছাই জুটি দ্বিতীয় রাউন্ডেই অবাছাই ইতালীয় টিম বোলেলি-ফগনিনির কাছে ৩-৬, ৬-৪, ৩-৬ হারেন। ফলে মিক্সড ডাবলসই শেষ ভরসা ভারতীয়দের।
|