|
|
|
|
ক্লাবকে অনুদান দেওয়া নিয়ে স্বজনপোষণের অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
ব্লকে ব্লকে ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার উদ্দেশ্যে ইতিমধ্যেই বহু ক্লাবকে দু’ লক্ষ টাকা করে অনুদান দিয়েছে রাজ্য সরকার। এ বার সেই অনুদান দেওয়ার ক্ষেত্রে স্বজনপোষণের অভিযোগ তুলল বিজেপি। সোমবার রামপুরহাট শহর বিজেপি-র পক্ষে রামপুরহাট ১ ব্লক যুব আধিকারিকের কাছে তা নিয়ে একটি লিখিত অভিযোগপত্র জমা পড়েছে। বিজেপি নেতৃত্বের অভিযোগ, স্থানীয় বিধায়কের সুপারিশ অনুযায়ী রামপুরহাটের দু’টি ক্লাব অনুদান পেয়েছে। কিন্তু সেই ক্লাব দু’টি ওই অনুদান পাওয়ার যোগ্য নয় বলেই দলের দাবি। বিজেপি-র নেতা মনোজ শর্মার অভিযোগ, “ওই দু’টি ক্লাব শুধু দুর্গাপুজো আয়োজনের সঙ্গে যুক্ত। ক্রীড়া জগতের সঙ্গে তাদের কোনও যোগই নেই। তারা আজও পর্যন্ত কোনও ক্রীড়া প্রতিযোগিতায় যোগও দেয়নি।” তাঁর দাবি, কেবল মাত্র তৃণমূল বিধায়ক ও দলের কয়েক জন নেতা ওই ক্লাব দু’টির সঙ্গে যুক্ত বলেই তারা অনুদান পেয়ে গিয়েছে।
যে দু’টি ক্লাবকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে তারা অবশ্য বিজেপি-র অভিযোগ অস্বীকার করেছে। রাজ্য সরকার থেকে পাওয়া আর্তিক অনুদান এলাকার ক্রীড়ার মানোন্নয়নের জন্যই তারা কাজে লাগাবেন বলে দাবি করেছেন। অভিযোগ অস্বীকার করেছেন রামপুরহাটের তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ও। তাঁর দাবি, “স্বজনপোষণের কোনও জায়গা নেই। রাজ্য সরকার সবে মাত্র ক্লাবগুলির খেলাধুলোর মান উন্নয়নের জন্য টাকা দিতে শুরু করেছে। যে সব ক্লাবের রেজিস্ট্রেশন আছে, তারা ওই অনুদানের জন্য আবেদন করলে প্রয়োজনে সুপারিশ করব।” এ দিকে, বিজেপি-র তোলা অভিযোগ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্লক যুব আধিকারিক মিহিরকিরণ দাস। |
|
|
|
|
|