নদীতে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু হল দুই স্কুল ছাত্রের। তারা সম্পর্কে খুড়তুতো ভাই। সোমবার বিকালে হিরাপুরের দামোদর নদ থেকে তাদের দেহ উদ্ধার করে হিরাপুর থানার পুলিশ। মৃতদের নাম আদিত্যকুমার রজক (১৫) ও সনুকুমার রজক (১৫)। আদিত্য আসানসোলের কেন্দ্রীয় বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও সনু পূর্ব রেল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। দুজনেরই বাড়ি আসানসোলের ট্রাফিক কলোনি এলাকায়।
পরিবারের লোকজন পুলিশকে জানিয়েছেন, রবিবার দুপুরে এরা খাওয়াদাওয়া করে যে যার বাড়ি থেকে টিউশনে যাওয়ার নাম করে বেরোয়। তারপর আর ফেরেনি। সারারাত খোঁজাখুজি করেও তাদের হদিশ মেলেনি। সোমবার দুপুরে এলাকার লোকজন দেখেন, হিরাপুরে দামোদরের উপরে দক্ষিণ পূর্ব রেলব্রিজের তলায় নদের পাড়ে স্কুল ব্যাগ পড়ে আছে। এরপরই তাঁরা থানায় খবর দেন। পুলিশ ও সিভিল ডিফেন্সের লোকেরা জলে নেমে তল্লাশি শুরু করেন। বিকাল সাড়ে পাঁচটা নাগাদ দেহদুটি জল থেকে তোলা হয়।
|
তৃণমূলের বাঁশড়া কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। দলের বাঁশড়া আঞ্চলিক কমিটির সভাপতি বীরেশ্বরকুমার জানান, রবিবার রাত ১১টা নাগাদ তাঁদের এক দলীয় কর্মী দেখেন কার্যালয়ে আগুন জ্বলছে। তাঁর চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নেভাতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই রানিগঞ্জ থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। দলীয় কার্যালয়ের ৪০ শতাংশ ছাই হয়ে গিয়েছে বলে দাবি তৃণমূলের। তাঁরা রানিগঞ্জের আমলাসোঁতা ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন। তাঁদের আশঙ্কা, পঞ্চায়েত ভোটের আগে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে সিপিএম এমন ঘটনা ঘটিয়েছে। তবে সিপিএমের রানিগঞ্জ জোনাল কমিটির সম্পাদক রুনু দত্ত বলেন, “মনে হয় তৃণমূলের কোনও এক গোষ্ঠী এমন ঘটিয়েছে। পুলিশ খুঁজে বের করুক।”
|
অন্ডালের ডিভিসি তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ সমাবেশ করল সিটু, এআইটিইউসি এবং বিএমএস নিয়ে গঠিত জয়েন্ট অ্যাকশন কমিটি। কমিটির আহ্বায়ক তুফান মণ্ডলের অভিযোগ, কর্মী নিয়োগ হচ্ছে রাজনৈতিক রং দেখে। বিরোধী দলের সমর্থকরা চাকরি পাচ্ছেন না। এই কেন্দ্রটি নির্মাণ হওয়ার আগে এলাকার উন্নয়নের জন্যও তাঁরা চুক্তি স্বাক্ষর করেছিল। কিন্তু এখনও কোনও উন্নয়ন করেননি। এছাড়া জমির দাম দেওয়ার পরেও জমিহারাদের একটি আর্থিক অনুদান দেওয়ার কথা ছিল। তাও কেউ পাননি। কর্তৃপক্ষ জানান, বিষয়গুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
|
আদিবাসী নেতাজী সঙ্ঘের ভবনের দ্বারোদঘাটন করলেন আসানসোলের মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়। আসানসোল ৩২ নম্বর ওয়ার্ডের বুটপাড়ায় এই ক্লাব প্রাঙ্গনে একটি চিকিৎসা শিবিরও আয়োজিত হয় সোমবার। ইসিএলের কাল্লা ও সাতগড়িয়া হাসপাতালের তিন জন চিকিৎসক বিনা খরচে চিকিৎসা করেন। আয়োজক সংস্থার পক্ষে সব্যসাচী চক্রবর্তী জানান, স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের চাহিদাতে এই ক্লাব গঠন করা হল। এই ক্লাব ভবন বিনা খরচে স্থানীয় বাসিন্দারা যে কোনও সামাজিক কাজে ব্যবহার করতে পারবেন।
|
বস্তি এলাকা উন্নয়নের দাবিতে পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির শতাধিক সদস্য সমর্থক বিক্ষোভ দেখালেন সোমবার। আসানসোলের মহকুমাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। বসত জমির পাট্টা বিলি, বিপিএল কার্ড বিলি-সহ অন্যান্য উন্নয়নমূলক কাজ-সহ ১৩ দফা দাবি নিয়ে স্মারকলিপিও দেওয়া হয় মহকুমাশাসককে।
|
প্রতারণার অভিযোগে অমিতকুমার সিংহ নামে এক যুবককে ধরল কুলটি পুলিশ। অর্থের বিনিময়ে রেলে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।
|
সাংস্কৃতিক প্রতিযোগিতা। শ্রীরামকৃষ্ণ মন্দির প্রাঙ্গন, পাণ্ডবেশ্বর।
সকাল ১০টা। স্বামী বিবেকানন্দ জীবন ও বাণী চর্চা কেন্দ্র।
|
রামনাম সংকীর্তন। বিকাল ৪টা। রামকৃষ্ণ মিশন আশ্রম।
|
বর্ধমান উৎসব। শাঁখারি পুকুর উৎসব ময়দান। বিকাল ৩টা। ২৭ জানুয়ারি পর্যন্ত। |