প্রতিমা সঙ্ঘ আয়োজিত ক্রিকেটে সোমবারের খেলায় জিতল ডিএমসিসি। ইসমাইল মধ্যপাড়া মাঠে তারা বাঁদড়া একাদশকে ২৩ রানে হারায়। প্রথমে ব্যাট করে ডিএমসিসি ৭ উইকেট হারিয়ে ১৩৭ রান করে। জবাবে সব উইকেট হারিয়ে ১১৪ রানের বেশি তুলতে পারেনি বাঁদড়া।
|
ইসিএল আন্তঃএরিয়া ক্রীড়া প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হল সোদপুর এরিয়া। দ্বিতীয় হয়েছে কেন্দা এরিয়া। ব্যক্তিগত স্তরে চ্যাম্পিয়ন হয়েছেন রাজমহল এরিয়ার প্রভা লাকরা। রানিগঞ্জের কুনস্তরিয়া এরিয়ার প্রগতি স্টেডিয়ামে শনি ও রবিবার এই প্রতিযোগিতা আয়োজিত হয়।
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনুর্ধ্ব ১৭ সুপার লিগের ফুটবল প্রতিযোগিতার সোমবারের খেলায় জয়ী হল ভূতবাংলা সিধোকানহু। অআকখ মাঠে তারা অআকখ সিসিকে ১-০ গোলে হারায়। গোল করেন বিশ্বজিৎ সোরেন। খেলা পরিচালনা করেন শান্তি বাউড়ি, তুষারকান্তি বারিক ও বরুণ দাস।
|
রানিগঞ্জ রনাই মাঠে রনাই স্পোর্টিং ক্লাব আয়োজিত ক্রিকেটে জয়ী হল তপসী ভূতবাংলা একাদশ। সোমবার তারা ষষ্ঠীগড়িয়া রানিগঞ্জকে ৬৭ রানে হারায়। প্রথমে ব্যাট করে তপসী সব উইকেট হারিয়ে ১৩৯ রান করে। জবাবে ষষ্ঠীগড়িয়া সব উইকেট হারিয়ে ৭২ রানের বেশি তুলতে পারেনি।
|
ফিজিকিউ হেল্থ সেন্টার নিঘা আয়োজিত দেহ সৌষ্ঠব প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন আসানসোলের ভরত শেঠী। ৫৫-৭৫ কেজি পর্যন্ত উত্তোলনে ৭০ জন যোগ দিয়েছিলেন। ছিলেন পশ্চিমবঙ্গ দেহ সৌষ্ঠব সমিতির সভাপতি নির্মলকুমার সাহা, সাধারণ সম্পাদক অমল মজুমদার। |