কলকাতায় আজ সমাবেশ বিসিডিএ-র
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে স্বল্প মূল্যে জেনেরিক ওধুষের দোকান তৈরির সিদ্ধান্ত পুনর্বিবেচনা, ওষুধের দাম কামনো, ওষুধের উপর আরোপিত সমস্ত কর প্রত্যাহার ও অভিজ্ঞতার ভিত্তিতে ফার্মাসিস্টদের রেজিষ্ট্রেশন-সহ বিভিন্ন দাবিতে, আজ, সোমবার কলকাতার রানি রাসমণি অ্যাভিনিউতে একটি সমাবেশ ডেকেছে বেঙ্গল কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ অ্যাসোসিয়েশন (বিসিডিএ)। রবিবার সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক তুষার চক্রবর্তীর নাম দিয়ে জেলায় লিফলেট বিলি করে ওষুধ ব্যবসায়ীদের প্রয়োজনে দোকান বন্ধ করে সোমবারের সমাবেশে যোগ দেওয়ার ডাক দিয়েছে ওই সংগঠন। বিসিডিএ-র তরফে লিফলেটে দাবি করা হয়েছে, প্রাইভেট পাবলিক পার্টনারশিপ বা পিপিপি মডেলে সরকারি হাসপাতালে জেনেরিক ওষুধের দোকান তৈরি করে আসলে ওষুধ ব্যবসায় বিদেশি বিনিয়োগের ক্ষেত্র প্রশস্ত করা হচ্ছে। এ দিনই ওই সমাবেশের বিরোধিতা করে পাল্টা লিফলেট বিলি করে ফার্মাসিউটিক্যাল ট্রেডার্স অ্যাসেসিয়েশন অব বেঙ্গল (পিটিএবি)। তাদের বক্তব্য, পিপিপি মডেলের মাধ্যমে গরীব মানুষকে কম দামে ওষুধ দেওয়ার সরকারি প্রচেষ্টায় বাধা দিচ্ছে বিসিডিএ। তাদের দাবি, এর আগে ওষুধের উপর ‘এক্সাইজ ডিউটি’ ও শতকরা ১০-১৫ হারে দাম বাড়লেও বিসিডিএ কোনও অন্দোলন বা প্রতিবাদ করেনি। পিটিএবির রাজ্য সম্পাদক প্রণবকুমার চক্রবর্তীর বক্তব্য, সোমবার সমাবেশের কৌশলে দোকান বন্ধ রেখে রাজ্যের মানুষকে হয়রানির দিকে ঠেলে দিচ্ছে ওই সংগঠন।
|
শেষ পর্যন্ত পিজি-তে ন্যায্য মূল্যের ওষুধের দোকান উদ্বোধন করতে রাজি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাল, মঙ্গলবার বেলা ১২টায় ওই দোকানের উদ্বোধন হবে। একই সঙ্গে নতুন নেফ্রোলজি ইউনিট ও ৪৪ শয্যার অবজার্ভেশন ওয়ার্ডটি ওই দিন থেকেই চালু হবে বলে রবিবার জানান পিজি-র অধিকর্তা প্রদীপ মিত্র।
|
শালবনির দক্ষিণশোলে বিশাখা ইন্ডাস্ট্রিজের উদ্যোগে স্বাস্থ্য শিবির হল শনিবার। ২৪০ জনের চক্ষু পরীক্ষা করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকেরা অন্য পরীক্ষাও করেন। প্রায় ২০০ জনের স্বাস্থ্য পরীক্ষা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক মৃগেন্দ্রনাথ মাইতি ও শ্রীকান্ত মাহাতো।
|
শিলিগুড়ি পুরসভার দুই নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কমিটির উদ্যোগে নিখরচায় স্বাস্থ্য শিবির হল। রবিবার ওই শিবিরে ২৫০ জন চিকিৎসককে দেখান। চোখ পরীক্ষার ব্যবস্থাও ছিল। অনেকে ইসিজি পরীক্ষাও করে দেওয়া হয়েছে। পরবর্তীতে শিবির থেকে ১৫ জনের ছানি অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে বলে জানান উদ্যোক্তারা। |