পাশের পাড়ার এক দ্বাদশ শ্রেণির ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে এক ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ও তার পরিবারের বিরুদ্ধে। গত ১৫ জানুয়ারি নবদ্বীপের স্বরূপগঞ্জের বাসিন্দা কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লসের ওই ছাত্রী অদিতি দাসের (১৭) দেহ পাওয়া যায় তাঁর নিজের ঘরেই। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, অদিতি নিজের ওড়নার ফাঁস গলায় জড়িয়ে আত্মঘাতী হয়েছেন। ১৯ জানুয়ারি শনিবার অদিতির মা অণিমা দাস নবদ্বীপ থানায় তাঁর মেয়েকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ করেছেন, ওই ছাত্র ও তাঁর পরিবারের বিরুদ্ধে। নবদ্বীপ থানার আইসি তপনকুমার মিশ্র বলেন, “তদন্ত শুরু হয়েছে। তবে কাউকেই এখনও গ্রেফতার করা হয়নি।” অদিতির দাদা কল্লোল দাস বলেন, “আমার বোনের সঙ্গে সম্পর্ক তৈরি করতে ওই ছাত্র জোর করছিল। তাতে রাজি না হওয়ায় বোনকে উত্ত্যক্ত করা হত। ওর মৃত্যুর আগে একটি নম্বর থেকে পরপর বেশ কয়েকটি ফোন এসেছিল ওর মোবাইলে। কোনও ফোনই লম্বা ছিল না। তবে ফোনগুলি কে করেছে তা জানতে নম্বরটি পুলিশকে দেওয়া হয়েছে। আমাদের অনুমান ওই ছাত্রই বোনকে ফোনগুলি করেছিল।” ওই ছাত্রের পিসি অবশ্য দাবি করেছেন, “অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ওই ছাত্রীর বাড়ি থেকেই কয়েক মাস আগে ভাইপোর সঙ্গে বিয়ের জন্য প্রস্তাব এসেছিল। কিন্তু ভাইপো এখনও ছাত্র বলে আমরা সে প্রস্তাব প্রত্যাখ্যান করি। আমরা এই ঘটনার সঙ্গে কোনও ভাবেই জড়িত নই। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আমাদের জড়িয়ে দেওয়া হচ্ছে।”
|
তিন দিন আগে অপহৃত কিশোর রবিবার ভোর রাতে নিজেই সাইকেল চালিয়ে ফিরে এলেন সাগরদিঘিতে তাঁর রসবেলুড়িয়ার বাড়িতে। ওই ছাত্রের দাবি, বুধবার গৃহশিক্ষকের কাছে পড়ে ফেরার পথে তাকে অপহরণ করে অজ্ঞাতপরিচয় কয়েকজন। তবে অপহরণকারীদের একজন শেষ পর্যন্ত দয়াপরবশ হয়ে তাকে ছেড়ে দেয় বলে ওই ছাত্র দাবি করেছে। তবে মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “ছাত্রটি সম্ভবত সবই বানিয়ে বলছে।”
|
তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠল কান্দিতে। ওই ছাত্রীর বাবা কান্দির বৈদ্যবাটি গ্রামের বাসিন্দা জয়ন্ত ঘোষ বলেন, শনিবার তাঁর মেয়ে রিয়া ঘোষকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটি গাড়িতে তুলে অপহরণ করা হয়। পুলিশ জানায়, বছর তিনেক আগে জয়ন্তবাবুর সঙ্গে তাঁর স্ত্রীর ছাড়াছাড়ি হয়ে যায়। জয়ন্তবাবুর স্ত্রী এক প্রতিবেশীর সঙ্গে এখন থাকেন বলে পুলিশ জানতে পেরেছে। জয়ন্তবাবুর অভিযোগ, সেই প্রতিবেশীকে সঙ্গে নিয়েই তাঁর মেয়েকে অপহরণ করা হয়েছে। কান্দির আইসি কৌশিক ঘোষ বলেন, “সবদিক খতিয়ে দেখে অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।”
|
ট্রাক্টর উল্টে মৃত্যু হল এক শ্রমিকের। নাম খেজমত শেখ (৪৫)। বাড়ি ডোমকলের মোমিনপুর এলাকায়। রবিবারের ওই ঘটনায় জখম হয়েছেন ৫ জন। তাঁদের মধ্যে ৩ জনকে ডোমকল মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকি ২ জন বহরমপুরে চিকিৎসাধীন।
|
দোকানের তালা ভেঙে কালীগঞ্জ বাজারে পরপর চারটি দোকানে চুরি করে দুষ্কৃতীরা। ওই দোকানগুলি থেকে নগদ টাকা ও দোকানের দ্রব্যাদি চুরি করেছে ডাকাতেরা। |