|
|
|
|
ক্ষোভ ঘাটালে |
টিভির কেবল কেটে গ্রেফতার তৃণমূল নেতা |
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
দু’ঘণ্টার মধ্যে দলীয় কার্যালয়ে কেবল টিভির সংযোগ চেয়েছিলেন ঘাটাল শহরের এক তৃণমূল নেতা। কেবল অফিস থেকে জানানো হয়েছিল, এত কম সময়ে সংযোগ দেওয়া সম্ভব নয়। কেবল সংস্থাকে ‘শিক্ষা’ দিতে তাই শহরের বিভিন্ন এলাকায় কেবল তারই কেটে দিলেন তৃণমূল নেতা।
শনিবার রাতে ওই ঘটনার পর থেকেই পুরো ঘাটাল মহকুমায় কেবল টিভির পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। মূল অভিযুক্ত তৃণমূলের ঘাটাল শহরের ১৭ নম্বর ওয়ার্ড কমিটির সম্পাদক তারক শী -কে রাতেই পুলিশ গ্রেফতার করে। তার আগে তাঁকে হাতে পেয়ে একদফা পিটিয়ে নেন সংশ্লিষ্ট কেবল সংস্থার লোকজনেরা।
রবিবার তারক শী -কে ঘাটাল আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলের পরিচালন কমিটির সদস্য তারকবাবুর বিরুদ্ধে মাসকয়েক আগেই চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছিল। দীর্ঘ দিন ফেরার থাকার পর গত অগস্ট মাসে পুলিশ তারকবাবুকে গ্রেফতার করে। দু’মাসের বেশি জেল হাজতে থাকার পর সম্প্রতি তিনি জামিনে মুক্তি পান। ফের তাঁর বিরুদ্ধে জুলুমবাজির অভিযোগ ওঠায় অস্বস্তিতে পড়েছেন তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের ঘাটাল ব্লকের সাধারণ সম্পাদক দিলীপ মাঝি বলেন, “ঘটনাটি নিন্দনীয়। আইন আইনের পথে চলবে। আমরা দলীয় ভাবে হস্তক্ষেপ করব না।” স্থানীয় সূত্রের খবর, শনিবার রাতে তারক শী তৃণমূলের স্থানীয় কার্যালয়ে কেবল টিভির সংযোগ দেওয়ার জন্য ফোন করেন সংশ্লিষ্ট কেবল অফিসে। কেবল সংস্থার তরফে জানানো হয়, রাতে কর্মীরা কেউ নেই। রবিবার সকালে সংযোগ দেওয়া হবে। এরপরেই তারকবাবু কয়েকজন অনুগামীকে নিয়ে গিয়ে শহরের প্রায় এক কিলোমিটার জুড়ে কেবল তার কেটে সংযোগ বিচ্ছিন্ন করে দেন বলে অভিযোগ। প্যানেল বক্স ও কেবল তার লুঠ করারও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ঘাটাল ইউজি কেবল সংস্থার পক্ষে শৈবাল হড়, অরূপ মাঝিরা বলেন, “আমাদের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। মূল তার কেটে দেওয়ায় পুরো সংযোগই বন্ধ হয়ে গিয়েছে। আমরা ঘটনাটি থানায় লিখিত ভাবে জানিয়েছি।” ওই সংস্থার কেবল সংযোগ শুধু ঘাটাল মহকুমায় নয়, চন্দ্রকোনা রোডের একাধিক এলাকা ও সংলগ্ন হুগলির আরামবাগ মহকুমার কিছু জায়গায় রয়েছে। তার কেটে দেওয়ায় এই সমস্ত এলাকাতেই কেবল পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। আচমকা কেবল সংযোগ চলে যাওয়ায় ক্ষিপ্ত স্থানীয় বাসিন্দারা। তারক শী -কে দল থেকে বহিঃষ্কারের দাবিতে সরব হয়েছে তৃণমূলের একাংশও। |
|
|
|
|
|