টুকরো খবর
বিশৃঙ্খলা শালবনিতেও
স্টেডিয়ামে ভিড়।—নিজস্ব চিত্র।
ঝাড়গ্রামের পর শালবনি। রাজ্য সরকারের ‘নিয়োগ সৃষ্টি অভিযানে’ ফের দেখা দিল বিশৃঙ্খলা। লাঠিচার্জ করল পুলিশ। রবিবার সকাল থেকে শালবনি স্টেডিয়ামে কর্মপ্রার্থীরা ভিড় জমাতে শুরু করেন। এক সময় উদ্যোগী সংস্থার কর্মীদের সঙ্গে তাঁদের বচসা বাধে। তার জেরেই ভাঙচুর করা হয় চেয়ার-টেবিল। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, প্রথমে ফর্ম দেওয়া ঘিরে গোলমাল বাধে। ঠিক ছিল, পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে ওই সংস্থা। তবে গোলমালের পর জেলা প্রশাসনের এক আধিকারিকের বক্তব্য, “পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ হলে এমন পরিস্থিতি তৈরি হত না। কিছু সিদ্ধান্ত ওই সংস্থার একাংশ কর্মী নিজেরাই নিয়েছেন বলে শুনেছি।” সরকারের সহযোগিতায় একটি বেসরকারি সংস্থার উদ্যোগে প্রশিক্ষণ দিয়ে ১৮-৩৫ বছর বয়সী তরুণদের বেসরকারি সিকিউরিটি গার্ড পদে নিয়োগের উদ্যোগ শুরু হয়েছে। এ দিন সকালে গড়বেতা ২ (গোয়ালতোড়), শালবনি এবং মেদিনীপুর সদর ব্লকের আগ্রহী যুবকেরা শালবনি স্টেডিয়ামে যান প্রশিক্ষণের ফর্ম নিতে। তবে পুলিশের দাবি, ওই তিনটি ব্লকের বাইরে থেকেও অনেকে এসেছিলেন। ১৫ হাজার যুবকের ভিড়ে গোলমাল শুরু হয়। পরিস্থিতি সামলাতে পুলিশ মৃদু লাঠিচার্জ করে। পুলিশ অবশ্য তা মানছে না। গোলমালের জেরে এ দিনের কর্মসূচি স্থগিত করা হয়। পরবর্তী তারিখ পরে ঘোষণা করা হবে।

নাবালক বিয়ে রুখল প্রশাসন
নাবালক ও নাবালিকার বিয়ের আয়োজন হয়েছিল শনিবার রাতে। তা জানতেই দু’জনের পরিজনের সঙ্গে কথা বলে বিয়ে রুখল প্রশাসন। পরিজনেরাও লিখিত ভাবে জানাল, নাবালক অবস্থায় তারা ছেলেমেয়ের বিয়ে দেবে না। বেলদার ওই কিশোরের সঙ্গে বিয়ের কথা ছিল নারায়ণগড়ের কিশোরীর। দুই পরিবারের সঙ্গে কথা বলেন নারায়ণগড়ের যুগ্ম বিডিও অনির্বাণ মজুমদার। তিনি বোঝান, উপযুক্ত বয়সের আগে বিয়ে দেওয়া উচিত নয়। তাতেই রাজি হয় ওই পরিবার।

মিষ্টি বিতরণ
রাহুল গাঁধী কংগ্রেসের সহ- সভাপতি হওয়ার আনন্দে পথচলতি সাধারন মানুষকে মিষ্টি বিতরণ করলেন দলের ছাত্র- যুব সংগঠনের কর্মীরা। রবিবার বিকেলে মেদিনীপুর শহরের গাঁধী মূর্তির পাদদেশে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাহুলের ছবিতে মালা পরিয়ে উচ্ছ্বাস চলে। উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের নেতা পার্থ ভট্টাচার্য, ছাত্র পরিষদের নেতা মহম্মদ সইফুল প্রমুখ।

মাতৃবিয়োগ
চলে গেলেন মেদিনীপুর পুরসভার পুরপ্রধান প্রণব বসুর মা নিভারানী বসু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। শহরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার গভীর রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়।

যুগলের দেহ উদ্ধার
পুকুর ধার থেকে শনিবার বিকালে উদ্ধার হল যুগলের দেহ। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় ডেবরা থানার অর্জুনিতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিষ খেয়েই আত্মহত্যা করেছেন ওই দু’জন। পুকুরের পাশ থেকে বিষের শিশিও মিলেছে। দেহ দু’টি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, মৃত মহিলার নাম চন্দনা পাত্র (২৬)। বাড়ি ডেবরা থানার কল্যাণপুরে। মৃত যুবকের নাম লক্ষ্মীকান্ত কোটাল (২২)। বাড়ি ওই গ্রামেই। তদন্তে পুলিশ জেনেছে, দু’জনের প্রেমের সম্পর্ক ছিল।

পড়ুয়াদের পাশে
একটি সংস্থার উদ্যোগে ৩৯৮ জন ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া হল পাঠ্যপুস্তক। এই উপলক্ষে শনিবার বেলদার গাঁধী পার্কে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কেশিয়াড়ির বিডিও অসীম নিয়োগী। অন্যদিকে, ওই দিন খড়্গপুর শহরেও পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি হয়। এক সংস্থার উদ্যোগে শহরের সাউথ সাইড স্কুল ক্যাম্পাসে এক অনুষ্ঠান হয়। উদ্যোগী সংস্থার সহ-সভাপতি প্রশান্তকুমার রায় জানান, সব মিলিয়ে ৭০ জন ছাত্রছাত্রীকে পাঠ্যপুস্তক দেওয়া হয়েছে।

বার্ষিক সম্মেলন
পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদের ২৯তম বার্ষিক সম্মেলন হবে কলকাতার লেডি ব্রেবোর্ন কলেজে। ২৪ থেকে ২৬ জানুয়ারি-র এই সম্মেলনে সভাপতিত্ব করবেন খড়্গপুর কলেজের প্রাক্তন অধ্যাপক শ্যামাপদ ভৌমিক। সম্মেলনে প্রাচীন ভারত, মধ্যযুগের ভারত, আধুনিক ভারত ও ভারত বহির্ভূত দেশ-এই চারটি বিভাগে সারা দেশের ইতিহাস গবেষকরা গবেষণাপত্র পেশ করবেন।

সাংস্কৃতিক উৎসব
‘দূরবীন’ সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে গড়বেতার ধাদিকাতে শুরু হয়েছে তিন দিন ব্যাপী দূরবীন উৎসব। নাটক, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি প্রতিযোগিতা ছাড়াও ছিল নৃত্যনুষ্ঠান। বসেছিল সাহিত্য সভা। আজ, সোমবার উৎসবের শেষ দিন। রোজই ভিড় জমিয়েছিলেন উৎসাহীরা।

নার্সিং কলেজের ক্রীড়া
নার্সিং কলেজের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে শনিবার। মেদিনীপুর শহরের অরবিন্দ স্টেডিয়ামে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি, অধ্যক্ষা অপর্ণা সাহা প্রমুখ। ১৩৯ জন ছাত্রী প্রতিযোগিতায় যোগ দেন। এ বারই প্রথম ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন হল নার্সিং কলেজে। প্রতিযোগিতা ঘিরে ছাত্রীদের মধ্যে উৎসাহ- উদ্দীপনা দেখা দেয়।

দেহ উদ্ধার
শনিবার বিকেলে পুকুর ধারে এক মহিলা ও যুবকের দেহ মিলল ডেবরার অর্জুনিতে। অনুমান, বিষ খেয়ে আত্মহত্যা করেছেন দু’জন। চন্দনা পাত্র (২৬) কল্যাণপুরের বাসিন্দা আর লক্ষ্মীকান্ত কোটালের (২২) বাড়ি অর্জুনিতেই।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.