টুকরো খবর
তৃণমূলকে ‘সতর্ক’ করুন, গৌতম
—নিজস্ব চিত্র।
আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে ‘সতর্ক’ করার ডাক দিলেন সিপিএম নেতা গৌতম দেব। হাওড়ার বাউড়িয়ায় সিআইটিইউ এর সম্মেলনের প্রকাশ্য সমাবেশে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী গৌতম দেব ও সিআইটিইউ এর রাজ্য সম্পাদক শ্যামল চক্রবর্তী সহ অন্যান্য জেলা ও স্থানীয় নেতৃত্ব। সভায় গৌতমবাবু বলেন, “সরকার চালাতে গিয়ে আমাদের কিছু ভুল হয়েছিল। আপনারা পঞ্চায়েত, লোকসভা ও পুরসভা নির্বাচনে আমাদের সতর্ক করেছিলেন। বিধানসভায় আমাদের হারিয়েই দিলেন। আমরা শুদ্ধিকরণ প্রক্রিয়ার মাধ্যমে সংশোধিত হয়েছি। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এ বার শাসক দল তৃণমূলকে পরাস্ত করে ওদের সতর্ক করুন।”

নিক্বণের মেলা
—নিজস্ব চিত্র।
শীত যাই যাই করছে। কিন্তু উৎসবপ্রিয় বাঙালির তাতে কিছু যায় আসে না। শুক্রবার বালির দুর্গাপুরে সত্যনারায়ণ যুবক সঙ্ঘের মাঠে শুরু হয়েছিল ‘নিক্বণ সাংস্কৃতিক মেলা’। শেষ হয়েছে রবিবার। এ বার মেলার থিম ‘লোকসংস্কৃতিতে মা’। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। উদ্যোক্তারা জানান, এ বার মেলায় ছিল ৩৫টি স্টল। বিভিন্ন লোকনৃত্য পরিবেশিত হয়। স্থানীয় স্কুলের ছাত্র-ছাত্রীরা নানান প্রদশর্নীর আয়োজন করেছিল।

হার ছিনতাই করে ধৃত ৪ মহিলা
এক প্রৌঢ়ার হার ছিনতাইয়ের অভিযোগে চার মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে পুড়শুড়ার চিলাডাঙ্গির ঘটনা। পুলিশ জানায়, ধৃতদের নাম দুর্বা সিংহ, গীতা দাস, সঙ্গীতা দাস ও মামণি সাহা। তাদের কাছ থেকে ছিনতাই করা হার উদ্ধার করা হয়েছে। তারা কোন এলাকার তা খতিয়ে দেখা হচ্ছে। তবে, সকলেই একটি ছিনতাই চক্রে জড়িত বলে পুলিশের দাবি। ধৃতদের শনিবার আরামবাগ আদালতে হাজির করানো হয়। বিচারক তাদের ১৪ দিন জেল-হাজতের নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চিলাডাঙ্গি সংলগ্ন রাগপুরের বাসিন্দা, পারুল বেরা নামে ওই প্রৌঢ়া শুক্রবার দুপুরে বাড়ি ফেরার জন্য তারকেশ্বর স্টেশন চত্বর থেকে একটি ট্রেকারে ওঠেন। ওই চার মহিলাও সেই ট্রেকারে চড়ে। পারুলদেবী চিলাডাঙ্গিতে নামলে ওই চার জনও নেমে তাঁকে অনুসরণ করে। তার পরে মেঠোপথে পারুলদেবীকে ধাক্কা মেরে ফেলে দিয়ে তাঁর সোনার হার ছিনিয়ে নেয় বলে অভিযোগ। প্রৌঢ়ার চেঁচামেচিতে আশপাশের লোকজন এসে চার মহিলাকে ধরে পুলিশের হাতে তুলে দেন।

প্রতিবাদ-মিছিল শ্রীরামপুরে
পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশে ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে মিছিল করলেন স্কুল-কলেজের ছাত্রীরা। তাঁদের সঙ্গে পা মেলালেন শিক্ষক-শিক্ষিকারা। শনিবার দুপুরে শ্রীরামপুরের বল্লভপুর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে হাজার তিনেক মানুষের ওই মৌনী মিছিল শুরু হয়। বিভিন্ন রাস্তা ঘুরে মিছিল শেষ হয় শহরের গাঁধী ময়দানে। কোনও সংগঠন বা রাজনৈতিক দলের ব্যানারে নয়, প্রতিবাদ সংগঠিত হয় মূলত বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে। বৈদ্যবাটি থেকে উত্তরপাড়া পর্যন্ত ৬০টি বিদ্যালয়ের মেয়েরা ব্যানার-পোস্টার হাতে পথ হাঁটেন।

স্কুলে নতুন হলঘর
মাকড়দহের বামাসুন্দরী ইনস্টিটিউশনের একটি নতুন হলঘর উদ্বোধন হল শনিবার। বিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, হলঘর তৈরির জন্য স্থানীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁর সাংসদ কোটা থেকে ৪ লক্ষেরও বেশি টাকা দান করেছেন। হলঘরের উদ্বোধন অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন। এ ছাড়াও ছিলেন স্থানীয় বিধায়ক কাশেম মোল্লা-সহ বহু বিশিষ্ট মানুষ।

অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল বালিকার। শুক্রবার সন্ধ্যায় খানাকুলের কুমারহাট গ্রামের বাসিন্দা প্রিয়াঙ্কা হালদার (১১) নামে ওই বালিকাকে আশঙ্কাজনক অবস্থায় বাড়ির লোকজন আরামবাগ হাসপাতালে ভর্তি করেন। রাতেই তার মৃত্যু হয়। পুলিশকে জানায়, সন্ধ্যাবাতি দেখানোর সময়ে প্রিয়াঙ্কার শাড়িতে আগুন ধরে যায়।

সিপিএম ছেড়ে তৃণমূলে
সিপিএম ছেড়ে ১১২ জন কর্মী যোগ দিলেন তৃণমূলে। রবিবার বাগনানের বাঙালপুরে স্থানীয় বিধায়ক রাজা সেন তাঁদের হাতে পতাকা তুলে দেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.