হাওড়ার কালী কুণ্ডু লেন থেকে অপহৃত তরুণীকে উদ্ধার করল পুলিশ। রবিবার সকালে উদয়নারায়ণপুর এলাকার কুলটিবাড়ি গ্রাম থেকে তাঁকে উদ্ধার করা হয়। পুলিশের দাবি, গ্রেফতার করা হয়েছে এই অপহরণের মূল চক্রান্তকারীকেও।
পুলিশ জানায়, ধৃতের নাম বিকাশ সাঁতরা। অপহরণ-কাণ্ডে জড়িত সন্দেহে শনিবার রাতেও তিন যুবককে গ্রেফতার করা হয়। ধৃতেরা সকলেই হাওড়ার ব্যাঁটরা থানার লক্ষণ দাস লেনের বাসিন্দা। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, ওই তরুণীকে বিয়ে করার উদ্দেশ্যে রাস্তা থেকে জোর করে তুলে উদয়নারায়ণপুরে নিয়ে যায় বিকাশ।
পুলিশ জানায়, শনিবার রাত ন’টা নাগাদ হাওড়ার কালী কুণ্ডু লেন দিয়ে ওই তরুণী ও তাঁর মা বাড়ি ফিরছিলেন। তখন একটি গাড়ি তাঁদের পথ আটকায়। গাড়ি থেকে নেমে আসা কয়েক জন যুবক ওই তরুণী ও তাঁর মাকে মারধর করে তরুণীকে গাড়িতে তুলে পালায়। ওই যুবকদের এক জন, সৌরভ কোলে গাড়িতে উঠতে না পারায় স্থানীয়েরা তাকে তাড়া করে ধরে ফেলেন।
শনিবার রাতে সৌরভকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, এই ঘটনার মূল চক্রান্তকারী বিকাশ ওই তরুণীকে বহু দিন ধরে উত্ত্যক্ত করছিল। শনিবার মেয়েটিকে অপহরণের ছক কষে সে। পরিকল্পনা মতো কিছু বন্ধুকে নিয়ে একটি গাড়ি করে তারা কালী কুণ্ডু লেনে আসে। পরে তরুণীকে অপহরণ করে উদয়নারায়ণপুরে যায়। অভিযোগ, মেয়েটিকে ঘরে তালা বন্ধ করে মারধরও করে তারা।
পুলিশের দাবি, শনিবার রাতে সৌরভকে জেরা করে পুরো ঘটনাটি জেনে ওই রাতেই তার আরও দুই বন্ধুকে গ্রেফতার করা হয়। এর পরে রবিবার সকালে পুলিশের একটি দল উদয়নারায়ণপুরে গিয়ে ওই তরুণীকে উদ্ধার করে। ধরা পড়ে বিকাশও। এ দিন দুপুরে ওই যুবক ও অপহৃত তরুণীকে নিয়ে ব্যাঁটরা থানায় ফিরে আসে পুলিশের দলটি।
হাওড়ার পুলিশ কমিশনার অজেয় রানাডে বলেন, “অপহরণের অভিযোগে চার যুবককে গ্রেফতার করা হয়েছে। ওই তরুণী বিচারকের কাছে গোপন জবানবন্দি দিয়েছেন। ধৃতদের পুলিশি হেফাজত চাওয়া হয়েছে।” |