|
|
|
|
ফের ধর্ষণের চেষ্টার অভিযোগ, অভিযুক্তকে জুতোর মালা |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গলায় জুতোর মালা পড়িয়ে গ্রামে ঘোরানো হল। ওই ব্যক্তির মুখে কালি লাগিয়ে, তার মাথার চুল কেটে দেন গ্রামবাসীরা। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে সাহেবগঞ্জের তিন পাহাড়ের বাবুপাড়া এলাকায়।
গ্রামবাসীরা জানিয়েছেন, পুলিশ অভিযোগ নিতে না চাওয়ায় তাঁরাই অভিযুক্তকে শাস্তি দিয়েছেন। যদিও পুলিশের দাবি, ওই নাবালিকার পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। ওই নাবালিকার আত্মীয়েরা জানান, ঘটনার অভিযোগ জানাতে সোমবার তাঁরা জেলার পুলিশ সুপারের কাছে যাবেন। |
|
এই ঘটনার জেরে ওই অঞ্চলে উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসেছে। পুলিশ সূত্রের খবর, ওই নাবালিকার বয়স আট বছর। তারাচাঁদ মন্ডল নামে এক ব্যক্তির বিরুদ্ধে ওই নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। তবে তাঁর পরিবারের পক্ষ থেকে রবিবার রাত পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলেই দাবি পুলিশের।
বাবুপাড়ার বাসিন্দারা জানান, এ দিন দুপুরের দিকে তারাচাঁদ ওই নাবালিকাকে নিজের বাড়িতে ডাকে। তার পর তাকে ঘরের ভিতরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। ভয়ে ওই নাবালিকা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন বিষয়টি জানতে পারে। ওই ব্যক্তিকে ধরে পুলিশের কাছে নিয়ে যান বাসিন্দারা।
ওই নাবালিকার পরিবারের অভিযোগ, পুলিশ অভিযোগ না নেওয়ায় তাঁরা শেষ পর্যন্ত গ্রাম পঞ্চায়েতের দ্বারস্থ হন। পঞ্চায়েতের পক্ষ থেকে জরুরি সভা ডাকা হয়। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, অভিযুক্তর মুখে কালি লেপে তাকে জুতোর মালা পড়িয়ে এলাকায় ঘোরানো হবে। স্থানীয় দরলা পঞ্চায়েত প্রধান শিবু হাঁসদা বলেন,“এই ঘটনা বরদাস্ত করা হবে না বলেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা এর পরে পুলিশের বড় কর্তাদের কাছে অভিযোগ জানাব।” যদিও পঞ্চায়েতের এই ভাবে আইন হাতে তুলে নেওয়া কতটা যুক্তিযুক্ত প্রশ্ন উঠেছে তা নিয়েও। |
|
|
|
|
|