টুকরো খবর
ভাঙা ট্রামলাইন, অবরোধ
বিপজ্জনক ভাবে উঁচু হয়ে আছে ট্রামলাইনের একাংশ। যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। রবিবার দুপুরে ওই বিপজ্জনক ট্রামলাইন মেরামতির দাবিতে রফি আহমেদ কিদোয়াই রোড অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। এক ঘণ্টা অবরোধের পর পুলিশ ও ট্রাম কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ ওঠে। পুলিশ জানায়, রবিবার পিস হাভ্নের সামনে ট্রামলাইনের একটি লোহার পাত প্রায় তিন ফুট উঁচু হয়ে বেরিয়েছিল। অবরোধ চলার পর ট্রাম কর্তৃপক্ষ তা মেরামতি করে দেন। এলাকার বাসিন্দাদের অভিযোগ, বেরিয়ে থাকা ওই লোহার পাতে রবিবার এক মহিলা আহত হন। প্রায় দু’মাস আগে একই জায়গায় ট্রামলাইনের বেরিয়ে থাকা লোহার পাতে আহত হয়েছিলেন কয়েক জন। এলাকাবাসীদের অভিযোগ, ২০০৬ সালে কলকাতা জুড়ে বিভিন্ন রুটের ট্রামলাইন নতুন করে সারানোর কাজ শুরু হলেও, রফি আহমেদ রোডের লাইনে কাজ হয়নি। যদিও কলকাতা ট্রামওয়েজ কোম্পানি জানিয়েছে, ওই সময় শহরের যে ক’টি ট্রামলাইন নতুন করে সারিয়ে তোলা হয়েছিল, তার সব খরচই বহন করে রাজ্য সরকার। রাজ্য সরকার এইচআরবিসি-কে এই দায়িত্ব দেয় পুরনো লাইনগুলি তুলে নতুন করে সিমেন্ট দিয়ে ঢালাই করতে। কিন্তু পরবর্তী কালে অর্থাভাবে বাকি লাইন মেরামত করা সম্ভব হয়নি। বর্তমানে রফি আহমেদ রোডের ট্রামলাইনের অবস্থার বেহাল দশা এবং বার বার স্থানীয় মানুষের অবরোধের জন্য ট্রাম কর্তৃপক্ষ খুব তাড়াতাড়ি ওই রুটের লাইন কংক্রিট করবে বলে জানিয়েছেন সংস্থার এক আধিকারিক।

রক্তাক্ত দেহ উদ্ধার
রক্তাক্ত অবস্থায় এক লরিচালকের দেহ মিলল। শনিবার গভীর রাতে, উল্টোডাঙা থানার ক্যানাল ইস্ট রোড থেকে। মৃতের নাম পিন্টু দে (২৮)। তাঁর মাথার পিছনে গভীর ক্ষতচিহ্ন আছে বলে পুলিশ জানায়। পরিবারের তরফে রবিবার পিন্টুর চার বন্ধুর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়। ডিসি (ইএসডি) সত্যজিৎ বন্দোপাধ্যায় বলেন, “অভিযোগের ভিত্তিতে ওই চার জনের বিরুদ্ধে খুনের মামলা শুরু হয়েছে।” গোয়েন্দারা জেনেছেন, শনিবার পিন্টুর সঙ্গে এলাকার কিছু যুবকের টাকাপয়সা নিয়ে গণ্ডগোল হয়। ওই যুবকেরা অবশ্য পলাতক। পুলিশ জানায়, শনিবার রাত দু’টো নাগাদ স্থানীয়েরা পিন্টুর বাড়িতে খবর দেন, তাঁর দেহ ক্যানাল ইস্ট রোড ও উজীর চৌধুরী রোডের মোড়ে পড়ে আছে।

সুভাষের জীবনী প্রকাশে রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি হওয়ার পরে নিজের প্রথম ভাষণ প্রস্তুত করার সময়ে তাঁর প্রেরণা ছিল কংগ্রেস সভাপতি হিসেবে শপথ নেওয়ার সময়ে সুভাষচন্দ্র বসুর দেওয়া ভাষণ। সেই সময়ে কংগ্রেস সভাপতিকেই কার্যত রাষ্ট্রপতির সম্মান দিতেন দেশের মানুষ। রবিবার নেতাজি ভবনে সুগত বসুর লেখা, আনন্দ পাবলিশার্স প্রকাশিত জীবনীগ্রন্থ ‘হিজ ম্যাজেস্টিজ অপোনেন্ট’-এর বাংলা অনুবাদ প্রকাশ করে এ কথা বলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল এম কে নারায়ণন, সুভাষ-কন্যা অনিতা পাফ, নেতাজি রিসার্চ ব্যুরোর চেয়ারপার্সন কৃষ্ণা বসু প্রমুখ। এ দিন থেকেই সুভাষচন্দ্রের ১১৬তম জন্মোৎসবের সূচনা হল বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে।

প্রেসিডেন্সির উন্নয়নে তহবিল
পরিকাঠামোগত উন্নয়নের জন্য ‘প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় উপাচার্য তহবিল’ তৈরি করলেন প্রেসিডেন্সি-কর্তৃপক্ষ। রবিবার, প্রেসিডেন্সির প্রতিষ্ঠা দিবসে এ কথা জানান উপাচার্য মালবিকা সরকার। তিনি জানান, প্রাথমিক পর্যায়ে ওই তহবিলের পরিমাণ ধরা হয়েছে প্রায় ২০০ কোটি টাকা। বিশ্ববিদ্যালয় ভবনের কিছু অংশের মেরামতি অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তার জন্য প্রচুর অর্থ দরকার। সাহায্য চেয়ে রাজ্য সরকারের কাছে আর্জি জানানো হয়েছিল। কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে সরকারের পক্ষে এখন এত টাকা দেওয়া সম্ভব নয়। তাই বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষই নিজস্ব তহবিল গড়ে দেশে-বিদেশে ছড়িয়ে থাকা প্রেসিডেন্সির প্রাক্তনী এবং সহায়তা করতে ইচ্ছুক অন্যদের কাছে অর্থসাহায্যের জন্য আবেদন জানাচ্ছেন।

রেজ্জাককে দেখে এলেন বৃন্দা
কুশল সংবাদ: মুকুন্দপুরের হাসপাতালে রেজ্জাক-বৃন্দা। —নিজস্ব চিত্র
আহত সিপিএম বিধায়ক আব্দুর রেজ্জাক মোল্লাকে এ বার হাসাপাতালে দেখে গেলেন দলের পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাট। মুকুন্দপুরের হাসপাতালে গিয়ে রবিবার প্রবীণ বিধায়কের স্বাস্থ্যের খোঁজখবর নেন সিপিএমের সাধারণ সম্পাদকের ঘরণী। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যে শাসক দল তৃণমূল কী ভাবে সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে, তা নিয়েও দু’জনের মধ্যে কথাবার্তা হয়েছে বলে সিপিএম সূত্রের খবর।

মেট্রোয় অজ্ঞান
মেট্রো থেকে নেমে শনিবার সন্ধ্যায় মহানায়ক উত্তমকুমার স্টেশনের প্ল্যাটফর্ম দিয়ে হাঁটছিলেন এক তরুণী। আচমকাই মেঝেতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। অনেক চেষ্টা করেও জ্ঞান না ফেরায় ওই তরুণীকে পাঠানো হয় টালিগঞ্জে মেট্রো রেলের হাসপাতালে। অনেক রাতে তাঁর জ্ঞান ফেরে। তরুণীর ব্যাগে পাওয়া মোবাইল নম্বরে ফোন করে তাঁর বাড়িতে খবর দেন মেট্রো-কর্মীরা। রবিবার তিনি বাড়ি যান।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.