এক লক্ষ কর্মীকে আগাম অবসর দিতে চায় বিএসএনএল
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
আয়ের প্রায় অর্ধেকই যায় বেতন দিতে। সঙ্গে যোগ হয়েছে থ্রিজি ও ফোরজি স্পেকট্রাম কিনতে বাড়তি খরচ। আর সব মিলিয়ে লোকসানে চলা রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল এ বার তাই ঘুরে দাঁড়ানোর জন্য প্রায় এক লক্ষ কর্মীকে আগাম আবসর (ভিআরএস) দিতে চায়। ২০০৪-’০৫ সালে মুনাফার অঙ্ক ছিল প্রায় ১০,১৮৩ কোটি টাকা। যা কমতে কমতে ২০০৯-’১০ সালে ক্ষতির মুখে পড়ে তারা। পরের বছর লোকসান বেড়ে দাঁড়ায় ৬,৩৮৪ কোটিতে। সংস্থা সূত্রের দাবি, এ জন্য মূলত দায়ী কর্মীদের বেতন ও স্পেকট্রামের জন্য খরচ। বস্তুত, সংস্থার আয়ের প্রায় ৪৮%-ই যায় বেতন খাতে। বিএসএনএলের এক উচ্চপদস্থ কর্তা বলেন, “প্রয়োজনের তুলনায় প্রায় এক লক্ষ কর্মী বাড়তি। সংস্থা তাঁদেরই ভিআরএস দিতে চায়। ওঁরা সম্মত হলে বেতনের বোঝা নামবে ১০-১৫ শতাংশে।” তাঁর দাবি, এটা সংস্থা পরিচালনার জন্য সন্তোষজনক। তবে শুধু বাড়তি বলে নয়, কর্মীদের বয়স বেশি হওয়ায় কাজে দক্ষতার অভাব হচ্ছে বলেও দাবি ওই কর্তার। এই পথে হেঁটে সেই সমস্যা থেকেও বেরোতে চাইছে সংস্থা।
|
মেদিনীপুরে লোকপাল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে লোকপাল বসল মেদিনীপুর শহরে। স্টেট ব্যাঙ্কের উদ্যোগে ও রিজার্ভ ব্যাঙ্কের সহযোগিতায় শনিবার মেদিনীপুর শহরের শহিদ প্রদ্যোৎ স্মৃতি সদনে লোকপাল হয়। বিভিন্ন ব্যাঙ্কের প্রতিনিধিদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন গ্রাহকেরাও। ছিলেন ওমবুডসম্যান এম এস সয় এবং স্টেট ব্যাঙ্কের জেনারেল ম্যানেজার অনুরাধা রাও। আধুনিক প্রযুক্তির সুযোগ নিয়ে বর্তমানে কী ভাবে এটিএমে জালিয়াতি হচ্ছে, কী ভাবে ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবার ক্ষেত্রেও দুষ্টচক্র টাকা হাতিয়ে নিচ্ছে এ দিন এসব নিয়ে আলোচনা হয়। এ সব ক্ষেত্রে কী ভাবে প্রতিকার পাওয়া যায়, সেই পথ বাতলে দেন উপস্থিত অভিজ্ঞজনেরা।
|
মূল্যবৃদ্ধি রুখতে পারিনি: মনমোহন
নিজস্ব সংবাদদাতা • জয়পুর |
চড়া মূল্যবৃদ্ধির হারে তাঁরা যে লাগাম পরাতে পারেননি, সে কথা মেনে নিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। তবে একই সঙ্গে তাঁর আশ্বাস, আগামী আর্থিক বছরে মূল্যবৃদ্ধি রুখতে যথাযথ ব্যবস্থা নেবে ইউপিএ সরকার। আজ এআইসিসি-র অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, “ইউপিএ-২-এর ঝুলিতে অনেক রেকর্ড আছে। কিন্তু তাতে একমাত্র খামতি শুধু মূল্যবৃদ্ধির এই চড়া হার।” বস্তুত, এই হার গড়ে যতটা হওয়া উচিত, তাঁদের আমলে তার চেয়ে অনেকটাই বেশি থেকেছে বলে স্বীকার করে নিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর যুক্তি, এই মূল্যবৃদ্ধির অন্যতম কারণ আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি। এ দিন অবশ্য মূল্যবৃদ্ধির হারকে নিজেদের খামতি মানলেও, আর্থিক বৃদ্ধির প্রশ্নে বিরোধী এনডিএ-কে তাঁরা টেক্কা দিতে পেরেছেন বলে দাবি করেছেন মনমোহন। তাঁর বক্তব্য, এনডিএ-এর আমলের ছ’বছরে দেশের বৃদ্ধির হার যেখানে ছিল ৫.৮%, সেখানে ইউপিএ সরকারের জমানায় আট বছরে তা পৌঁছেছে ৮.২ শতাংশে।
|
খুলছে ভিতরকণিকা
নিজস্ব সংবাদদাতা • কেন্দ্রপড়া |
সোমবার থেকে ভিতরকণিকা জাতীয় উদ্যান আবার খুলে দেওয়া হবে পর্যটকদের জন্য। তবে এখন কিছু দিন রাতে সেখানে থাকার অনুমতি পাওয়া যাবে না। গত দশ তারিখ বনকর্মীদের উপর হামলার পর ভিতরকণিকায় পর্যটকদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছিল।
|
ব্যাঙ্ক লাইসেন্স নিয়ে
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
রিয়েল এস্টেট এবং ব্রোকিং সংস্থাগুলিকে নতুন ব্যাঙ্ক খুলতে সায় দেওয়ার পক্ষে সওয়াল করল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। তাদের মতে, এ ক্ষেত্রে প্রোমোটারদের ব্যাঙ্কের সম্পদ নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া নিয়ে কিছু সতর্কতামূলক ব্যবস্থা করা হলে, গ্রাহকদের ক্ষতির আশঙ্কা নেই। এ সংক্রান্ত খসড়া নীতিতে এই ধরনের সংস্থাকে ব্যাঙ্ক খোলায় সায় দেয়নি রিজার্ভ ব্যাঙ্ক। তাদের যুক্তি, ব্রোকিং ও আবাসন সংস্থার ব্যবসায় ঝুঁকি থাকার কারণেই এই সতর্কতা। |