টুকরো খবর
উপনির্বাচনে প্রার্থী নিয়ে অসন্তোষ
ইংরেজবাজার বিধানসভা উপনিবার্চনে মনোনীত প্রার্থী নিয়ে দলের ভিতরে এবং শরিকি অসন্তোষ দেখা দিয়েছে সিপিএমে। শনিবার প্রাক্তন মন্ত্রী শৈলেন সরকারের বাড়িতে জেলা সম্পাদকমন্ডলীর সদস্যরা জরুরি বৈঠকে বসেন। সর্বসম্মত ভাবে কোনও সমাধান সূত্র বের না হওয়ায় রাজ্য কমিটির হাতে প্রার্থী নিবার্চনের দায়িত্ব ছেড়ে দিয়েছে জেলা সিপিএম। জেলা সম্পাদক অম্বর মিত্র বলেন, “রাজ্য কমিটি প্রার্থী ঘোষণা করবে। যাঁর নাম পাঠিয়েছি তিনি প্রার্থী হতেন পারেন, বাতিলও হতে পারেন। রাজ্য কমিটি যাঁর নাম ঘোষণা করবে তাঁকে বাম প্রার্থী হিসেবে মেনে নিতে হবে।” দলীয় সূত্রের খবর, গত ১১ জানুয়ারি উপনিবার্চনের ঘোষণার পরে বৈঠকে রাজ্য কমিটির সদস্য মহম্মদ সেলিমের উপস্থিতিতে প্রার্থী হিসাবে রামপ্রসাদ ঘোষ, সুতপা ঘোষ এবং কৌশিক মিশ্রের নামা নিয়ে আলোচনা হয়। সম্পাদকমন্ডলীর কয়েকজন সদস্য কৌশিকবাবুকে প্রার্থী করা নিয়ে আপত্তি করেন। আপত্তি ওঠে শরিকদের তরফ থেকেও। আরএসপি ও সিপিআইয়ের দাবি, জেলার মানুষের কাছে গ্রহণযোগ্যতা আছে এমন কাউকে প্রার্থী করা হোক।

নির্যাতনের অভিযোগ, ধৃত সিপিএম নেতা
নির্যাতনের অভিযোগে সিপিএম নেতা এবং তাঁর ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার শামুকতলার ছোট চৌকিরবস গ্রামের ঘটনা। ধৃত সিপিএম নেতা পরিতোষ বিশ্বাস ছোট চৌকিরবস লোকাল কমিটির সদস্য। পুলিশ জানায়, দু’বছর আগে পরিতোষবাবুর ছেলে প্রদীপের সঙ্গে অসমের কাটিগাঁওয়ের শিল্পীনির বিয়ে হয়। বিয়ের এক বছর পর ওই মহিলা বাপের বাড়িতে গিয়ে স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে শিলচর আদালতে নির্যাতনের মামলা করেন। শিলচর আদালত মামলাটি আলিপুরদুয়ার মহকুমা আদালতে পাঠায়। আদালতের নির্দেশে এ দিন ওই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। সিপিএমের আলিপুরদুয়ার উত্তর পূর্ব লোকাল কমিটির সম্পাদক শচীন রায় বলেন, “পরিতোষবাবু গত কয়েকমাস ধরে পার্টির সঙ্গে যোগাযোগ রাখতেন না। আইন আইনের পথে চলুক। কেউ দোষী হলে অবশ্যই শাস্তি পাবে।”

সাময়িক বরখাস্ত দুই ইঞ্জিনিয়র
সেতু তৈরিতে গাফিলতির অভিযোগে দুই ইঞ্জিনিয়রকে সাময়িক বরখাস্ত করল পূর্ত দফতর। তাঁদের একজন দফতরের কন্সট্রাকশন বোর্ডের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়র আশিস সাহা। অন্য জন শিলিগুড়ি পূর্ত (রোড) বিভাগের সহকারি ইঞ্জিনিয়র সৌরভ ভট্টাচার্য। আশিসবাবু আগে কোচবিহার পূর্ত দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়র এবং সৌরভবাবু মাথাভাঙার সহকারি ইঞ্জিনিয়র ছিলেন। মেখলিগঞ্জের সানিয়াজান নদীর ওপর সেতু তৈরির কাজে গাফিলতির অভিযোগে ১৪ জানুয়ারি তাঁদের সাসপেন্ডের নির্দেশ দেয় রাজ্য পূর্ত দফতর। পূর্ত দফতরের সচিব ইন্দিবর পান্ডে বলেন, “দু’টি সেতু নির্মাণের কাজ পরিকল্পনামাফিক করা হয়নি। বিভাগীয় তদন্তে নিশ্চিত হওয়া গিয়েছে। দুই ইঞ্জিনিয়রকে সাসপেন্ড করা হয়েছে।”

থানায় বিক্ষোভ
এক গৃহবধূকে খুনের চেষ্টার অভিযোগের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রায়গঞ্জ থানায় বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। শনিবার দুপুরে রায়গঞ্জ থানার শিল্পীনগর এলাকার বাসিন্দাদের একাংশ থানায় বিক্ষোভ দেখানোর পর আইসির কাছে স্মারকলিপি জমা দেন। পাশাপাশি, এলাকায় চোলাই মদের ঠেক বন্ধ করারও দাবি জানান। গত বৃহস্পতিবার রাতে শিল্পীনগর এলাকার বাসিন্দা মৌ মণ্ডল নামের এক বধূ শ্বশুর বাড়িতে অগ্নিদগ্ধ হন। দক্ষিণ দিনাজপুরের সিওল এলাকার ওই বধূর বাবা শিশির দাস বধূর স্বামী-সহ শ্বশুরবাড়ির তিন জনের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ করেন। ১১ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর হারাধন দাস বলেন, “পুলিশ অভিযুক্তদের ধরছে না। অভিযুক্তরা এলাকায় বেআইনি চোলাই মদের ঠেক চালাচ্ছে। তাই মহিলারাই ঠেকে ভাঙচুর চালান।”

তৃণমূল নেতাকে মারধরের নালিশ
গোষ্ঠী কোন্দলের জেরে তৃণমূলের কৃষক সংগঠনের এক বুথ সভাপতিকে মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে শীতলখুচি থানার খলিসামারি এলাকার ঘটনা। দলীয় সূত্রে জানা গিয়েছে, জখম নেতা রমজান আলি কিসান খেতমজুর তৃণমূলের চেংয়েরকুঠি বুথের সভাপতি। তিনি মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। সংগঠনের শীতলখুচি ব্লক সভাপতি সায়ের আলি মিঁয়া বলেন, “ব্লক সভাপতির অনুগামীদের হামলায় তিনি জখম হন।” তৃণমূলের শীতলখুচি ব্লক সভাপতি আবেদ আলি মিঁয়ার সঙ্গে যোগাযোগ করা যায়নি। কিসান খেত মজুর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পরিতোষ কর বলেন, “ঘটনার খোঁজ নিচ্ছি।”

একা লড়বে সপা
আসন্ন পঞ্চায়েত নির্বাচনে উত্তর দিনাজপুরে একক ভাবে লড়বে বাম শরিক সমাজবাদী পার্টি। শনিবার কালিয়াগঞ্জের চান্দোলে কর্মিসভার পরে এ কথা জানান সমাজবাদী পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা রাজ্যসভার সাংসদ কিরণময় নন্দ। তিনি বলেন, “জেলার ৯টি ব্লকে গত কয়েক বছর ধরে সমাজবাদী পার্টি শক্তিশালী হয়েছে। আমরা কারও দয়া বা ভিক্ষার পাত্র নই।”

গণ কনভেনশন শিলিগুড়িতে
দিল্লির ঘটনা-সহ দেশে জুড়ে ধর্ষণ, নারী নির্যাতনের বিরুদ্ধে বিভিন্ন সংগঠনের উদ্যোগে গণ কনভেনশন হল শিলিগুড়িতে। শনিবার শিলিগুড়িতে আলাদা ভাবে এসইউসিআই নিয়ন্ত্রিত সারাভারত মহিলা সাংস্কৃতির সংগঠন এবং সিপিআই (এমএল) লিবারেশনের মহিলা, যুব সংগঠনের তরফে সভা হয়। এ দিন শিলিগুড়ি গার্লস স্কুলের হল ঘরে সারাভারত মহিলা সংস্কৃতি সংগঠনের কনভেনশনে বক্তব্য রাখেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ মানস দাশগুপ্ত, শুক্লা পালরা। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য নেত্রী সুজাতা বন্দ্যোপাধ্যায়।

দুর্ঘটনায় মৃত্যু শিশুর
ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে ছয় বছরের এক শিশুর। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে শিলিগুড়ির আদর্শনগরে। রেল পুলিশ মৃতের পরিয় এখনও জানতে পারেনি। ওই ঘটনায় আরও ২ জন জখম হয়েছেন। তাঁদের শিলিগুড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.