বিদেশি সমকামী ও যাঁরা একা থাকেন, আর তাঁরা সন্তানের জন্মের জন্য এ দেশে গর্ভ ভাড়া করতে পারবেন না। এমনই এক নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তাতে বলা হয়েছে, কমপক্ষে দু’বছর আগে যাঁদের বিয়ে হয়েছে, এমন বিদেশি দম্পতিই শুধুমাত্র কোনও ভারতীয় মহিলার গর্ভ ভাড়া করতে পারবেন। ভিসার ক্ষেত্রেও গ্রাহ্য করা হবে না পর্যটক ভিসা। বদলে ওই দম্পতিদের মেডিক্যাল ভিসার জন্য আবেদন করতে হবে। দাত্রী মা নেওয়ার প্রক্রিয়া স্বীকৃত, ও সন্তানের নাগরিকত্ব নিয়ে সমস্যা হবে না, এই মর্মে কোনও দেশ আশ্বাস দিলে তবেই ভিসা মিলবে, জানিয়েছে মন্ত্রক। ভারতে গর্ভদাত্রী মা পাওয়ার ক্ষেত্রে এত দিন আইনের বেড়াজাল যেমন কম ছিল, তেমনই পাল্লা দিয়ে কম ছিল এর খরচ। ফলে বহু দিন ধরেই গর্ভ ভাড়া নেওয়ার ক্ষেত্রে বিদেশিদের প্রিয় গন্তব্য হয়ে উঠেছিল ভারত। গোটা প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণে আনতে এই প্রথম কোনও পদক্ষেপ করল সরকার। তবে ইতিমধ্যে এই নতুন নির্দেশের বিরুদ্ধে সরব হয়েছে সমকামীদের বিভিন্ন সংস্থা।
|
চিকিৎসায় গাফিলতিতে রোগিনীর মৃত্যুর অভিযোগ তুলে হাসপাতালে বিক্ষোভ দেখালেন মৃতার আত্মীয়েরা। একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। শনিবার বালুরঘাট হাসপাতালের ঘটনা। হাসপাতাল সূত্রের খবর, মৃতার নাম বেলি ঘোষ ঘোষ (৫২)। তাঁর বাড়ি হিলি’র কিসমতদাপট এলাকায়। পেট ব্যথা নিয়ে তিনি গত বৃহস্পতিবার বালুরঘাট হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাসপাতাল সুপার বুদ্ধদেব মন্ডল জানান, অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। |