রাত ৯টা। মায়ের সঙ্গে বাড়ি ফিরছিলেন এক তরুণী। আচমকাই তাঁদের পথ আটকালো একটি গাড়ি। নেমে এল পাঁচ যুবক। কিছু বুঝে ওঠার আগেই মাকে ধাক্কা মেরে, মারধর করে তরুণীকে জোর করে গাড়িতে তুলে চম্পট দিল যুবকেরা। সিনেমার দৃশ্য নয়। শনিবার রাতে এমনই ঘটেছে হাওড়ায়।
পুলিশ জানায়, এ দিন রাতে মায়ের সঙ্গে আত্মীয়ের বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিলেন তরুণীটি। কালী কুণ্ডু লেনে আচমকাই ছোট গাড়িটি তাঁদের পথ আটকায়। পাঁচ যুবক তরুণীকে ধরে টানাটানি শুরু করে। বাধা দিতে গেলে মাকেও মারধর করা হয় বলে অভিযোগ। এর পরেই ওই তরুণীর চুলের মুঠি ধরে তাঁকে টেনে গাড়িতে তোলা হয়। স্থানীয়রা অবশ্য তাড়া করে এক দুষ্কৃতীকে ধরে ফেলে। মা পুলিশকে জানিয়েছেন, মারধর খেয়ে মাটিতে পড়ে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। তা দেখে তীব্র গতিতে গাড়ি চালিয়ে চম্পট দেয় যুবকেরা। পুলিশ জানিয়েছে, সৌরভ কোলে নামে ওই যুবক গাড়িতে উঠে পারেনি। তাকে স্থানীয় বাসিন্দারা ধরে ফেলেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ব্যাঁটরা থানার পুলিশ।
সৌরভকে গ্রেফতার করে জেরা শুরু হয়েছে। মা অপহরণের অভিযোগ দায়ের করেছেন। তিনি ওই যুবকদের কাউকে চেনেন না বলেও দাবি করেছেন। পুলিশের এক কর্তা জানান, “ধরা পড়া যুবকটিকে জেরা করে এ ঘটনায় জড়িত বাকিদের নাম ও গাড়ির নম্বর মিলেছে। তদন্ত শুরু হয়েছে।”
|
ওভারহেড তারে কলাপাতা ফেলে শনিবারও ট্রেন আটকে দেওয়া হল। বারুইপুর-লক্ষ্মীকান্তপুর-নামখানা শাখার মথুরাপুর, জয়নগর, মজিলপুর, দক্ষিণ বারাসত, গোচরণ, উদয়রামপুর, নিশ্চিন্তপুরে ট্রেনের তারে কলাপাতা ঝুলতে থাকায় ১৯টি লোকাল ট্রেন বাতিল করা হয় বলে পূর্ব রেল জানিয়েছে। তার পরিষ্কার করে ট্রেন চালাতে দুপুর গড়িয়ে যায়। রেল পুলিশ দৌরাত্ম্য রুখতে রাজ্য পুলিশকে অনুরোধ জানিয়েছে। প্রচুর আরপিএফ-ও মোতায়েন করা হচ্ছে। |