|
মগজ মিটার |
কে জানে? |
|
আগামী বুধবার নেতাজি সুভাষচন্দ্র বসুর
জন্মদিন। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর একটি
নাটক নেতাজিকে উৎসর্গ করেন।
কোনটা জানো? ‘তাসের দেশ’। |
|
|
১. ব্রিটিশ শাসনকালে নেতাজি চাকরির কোন পরীক্ষায় পাশ করেও পরে সেটায় যোগ দেননি?
২. নেতাজির অন্তর্ধান নিয়ে ১৯৫৫ সালে যে কমিশন গঠিত হয় সেটির নাম কী?
৩. গৃহবন্দি অবস্থায় পুলিশকে এড়িয়ে পালানোর সময় নেতাজি কী ছদ্মবেশ ধারণ করেছিলেন?
৪. শ্যাম বেনেগালের ‘বোস: দ্য ফরগটেন হিরো’ সিনেমায় নেতাজির ভূমিকায় কে অভিনয় করেন? |
|
গত সপ্তাহের উত্তর |
১. সুবেদার মেজর |
২. ওয়েস্টার্ন কমান্ড |
৩. ওয়ারেন হেস্টিংস |
৪. পঞ্জাব রেজিমেন্ট |
|
|
|
|
বর্ণচোরা |
|
নীচের শব্দগুলির প্রত্যেকটির একটি বর্ণ লুপ্ত।
লাগসই বর্ণ যোগ করে শব্দ পূর্ণ করতে হবে। |
|
শ |
ক |
দে |
না |
জ |
জা |
হা |
ডু |
বা |
লি |
না |
য়া |
ম |
নি |
য় |
নি |
|
|
গত সপ্তাহের উত্তর: নির্ভরশীল, বিপদগ্রস্ত,
অরাজকতা, বনবাদাড়। |
|
|
কার ছবি? |
|
উত্তর আগামী সপ্তাহে |
|
গত সপ্তাহের উত্তর: টেনিস খেলোয়াড়
জানকো টিপসারেভিচ |
|
|
‘বেঙ্গল লিকস’ নামে একটা মেলা হল না?
ওখান থেকে ফিরলাম!
ছবি: রামতাড়ু |
|
|