টুকরো খবর |
সরকারি সভায় দলের প্রচার
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
সরকারি মঞ্চে দলীয় প্রচারের অভিযোগ উঠল রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লার বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুর জেলা মাদ্রাসা স্কুল স্পোর্টস-এর উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, “মা-মাটি-মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।” জেলা কংগ্রেস নেতা কণিষ্ক পণ্ডা স্টেডিয়াম ছেড়ে চলে যান। তাঁর বক্তব্য, “রাজ্যের এক মন্ত্রী সরকারি অনুষ্ঠানকে দলীয় প্রচারসভায় পরিণত করায় স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে এসেছি।” সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য প্রশান্ত প্রধান বলেন, “যেখানে মুখ্যমন্ত্রীই প্রশাসনিক সভাগুলিতে দলীয় প্রচার চালাচ্ছেন সেখানে এমনটাই স্বাভাবিক।” তবে মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা যায়নি। |
এইচডিএ-র আওতায় চলে আসছে তমলুক
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় আসছে পূর্ব মেদিনীপুরের তমলুক মহকুমা। শনিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তমলুকের বিভিন্ন ব্লক ও পুরসভা মিলিয়ে মোট ৮২৬ টি মৌজা ওই উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় আসবে। এর ফলে হলদিয়া ও তমলুকের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা করা সহজ হবে বলে সরকারি মহলের দাবি। হলদিয়াকে ভবিষ্যতে পুলিশ কমিশনারেটের আওতায় আনাতেও সুবিধা হবে। কোনও এলাকায় নতুন পুলিশ কমিশনারেট করার জন্য সেখানে অন্তত ১০ লক্ষ জনসংখ্যা থাকা জরুরি। এইচডিএ-র আওতায় তমলুক এসে যাওয়ায় পুরো এলাকাটিই একটি শহরাঞ্চলের মর্যাদা পাবে। তখন প্রয়োজনীয় শর্ত মিটবে। |
|