|
|
|
|
যৎকিঞ্চিৎ... |
এক সমীক্ষায় জানা গেল, মানসিক অবসাদগ্রস্তরা প্রকাণ্ড কেনাকাটা করেন। জিনিস কিনলে সন্তুষ্টি আসে, আর তাঁরা ভাবেন, ক্রয় তাঁদের সমাজের কাছে ‘গ্রহণযোগ্য’ করছে। এবং খরচের ক্ষেত্রে বহু ঝুঁকিও নেন। বিষাদ তাঁদের বেপরোয়া করে, লাভ নিশ্চিত না হলেও বিনিয়োগ করতে বিশেষ ভাবতে হয় না। এই অভ্যাস অর্থনীতিকে চাঙ্গা করে তোলে। তা হলে আর চিন্তা কী? ভারতে অবিলম্বে মানসিক অবসাদ বাড়ানোর জন্য দিকে দিকে (সরকারি সমর্থনে) প্রেমে ল্যাং শুরু হোক! |
|
|
|
|
|