বসবাসের জন্য তৈরি বাড়ি বা ফ্ল্যাটের ক্ষেত্রে বিমা বাধ্যতামূলক করতে সওয়াল করলেন জেনারেল ইনশিওরেন্স কর্পোরেশনের সিএমডি অশোক রায়। সম্প্রতি কলকাতায় ইন্ডিয়ান চেম্বার আয়োজিত বিমা শিল্প নিয়ে এক সভায় তিনি বলেন, এটা করা হলে আগুন-সহ নানা বিপদের ঝুঁকি থেকে নিরাপদে থাকা যায়। দেশে সাধারণ বিমা ব্যবসা সম্প্রসারণেও এই ব্যবস্থা কার্যকর হবে। অশোকবাবু বলেন, এ নিয়ে সংস্থাগুলিকে বিভিন্ন রাজ্যের সঙ্গে কথা বলার পরামর্শ দেবেন তিনি।স্বাস্থ্য বিমা ব্যবসায় এখনও মুনাফার মুখ দেখা সংস্থাগুলির পক্ষে কঠিন হচ্ছে বলেও মন্তব্য করেন অশোকবাবু। হাসপাতালগুলি যাতে অযথা বেশি টাকা না-নেয়, তার জন্য ইতিমধ্যেই সাধারণ বিমা সংস্থাগুলি বিভিন্ন হাসপাতালের সঙ্গে চুক্তি করছে। তাঁর মতে, খুব শীঘ্রই এমন সময় আসবে, যখন ওই চুক্তি রয়েছে এমন হাসপাতাল ছাড়া অন্য কোথাও চিকিৎসার খরচ দেওয়া বিমা সংস্থাগুলির পক্ষে সম্ভব হবে না।তিনি জানান, “বিমা করার ক্ষমতা আছে এমন জনসংখ্যার মাত্র ০.৭% এখন সাধারণ বিমার আওতায় আছেন। আগামী বছর তা ০.৮% হবে বলে আশা।”
|
পণ্য ওঠানো-নামানোর একটি প্রক্রিয়া নিয়ে দু’দেশের সংশ্লিষ্ট সংগঠনগুলির মধ্যে মতবিরোধের জেরে শনিবার ভারতের ঘোজাডাঙা এবং বাংলাদেশের ভোমরার মধ্যে সীমান্ত-বাণিজ্য বন্ধ রইল। ঘোজাডাঙা শুল্ক দফতরের এক কর্তা জানান, এক দিন সীমান্ত-বাণিজ্য বন্ধ থাকলে কয়েক কোটি টাকার ক্ষতি হয়। দীর্ঘদিন ধরে এ দেশ থেকে ট্রাক-ট্রেলারে যে সব পণ্য বাংলাদেশে রফতানি করা হয়, তা প্রথমে নামানো হয় ঘোজাডাঙায়। পরে সেই পণ্য ছোট গাড়িতে তুলে বাংলাদেশের ভোমরা বন্দরে পাঠানো হয়। ভোমরা থেকে পণ্যবাহী ট্রাক অবশ্য সরাসরি ঘোজাডাঙায় চলে আসে। সম্প্রতি ভোমরার পণ্য ওঠানো-নামানোর কাজে যুক্ত ‘ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন’ ঘোজাডাঙায় প্রথমে পণ্য নামানো এবং পরে তা ছোট গাড়িতে তুলে পাঠানোর প্রক্রিয়া পাল্টানোর দাবি তোলে। সেই দাবিতেই তারা এ দিন সীমান্ত-বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
|
পর্যটনে ভারতের বাজার ধরতে ট্যুরিজম মালয়েশিয়া নতুন পরিকল্পনা গ্রহণ করছে। মালয়েশিয়া এয়ারলাইন্সেসের সহায়তায় সাউথ এশিয়া ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এক্সচেঞ্জ-এর সঙ্গে তারা ‘সেল্স মিশন’ পরিকল্পনা রূপায়ণ করছে। দেশের ৪ শহর দিল্লি, চেন্নাই, মুম্বই, কলকাতায় প্রচারও শুরু হয়েছে।মিশন সফল করতে ১৭টি ট্যুর এজেন্ট, ২১টি হোটেল, ৬টি উৎপাদন সংস্থা ও ৩ রাজ্যের সহায়তায় কাজ করছে তারা। ট্যুরিজম মালয়েশিয়ার আন্তর্জাতিক বিপণন বিভাগের ডিরেক্টর জুলকিফাই মহম্মদ সৈয়দ জানান, শুধু ভারত থেকেই তাঁরা গত বছরের প্রথম ন’মাসে পর্যটক পেয়েছেন ৫.১৫ লক্ষ। ২০১৩-এ তা ৭ লক্ষ ছাড়াবে বলে আশা।
|
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র ঢাকুরিয়া শাখায় এ বার থেকে বিদেশি মুদ্রা বিনিময়-সহ আরও কিছু বিশেষ সুবিধা মিলবে। ব্যাঙ্কের চিফ জেনারেল ম্যানেজার সম্প্রতি এই ঘোষণা করেন। ব্যাঙ্কের ডিজিএম ও আঞ্চলিক ম্যানেজার জানান, গোলপার্ক থেকে যাদবপুরের মধ্যে দশটি নতুন এটিএম খোলা হবে। |