|
|
|
|
ছাত্রদের রোষে অসুস্থ শিক্ষক |
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
পড়া না পারায় দশম শ্রেণির ছাত্রকে ‘শাসন’ করেছিলেন বিজ্ঞানের শিক্ষক। সহপাঠীদের অভিযোগ, “স্যর ওই ছাত্রের মাথা দেওয়ালের সঙ্গে ঠুকে দিয়েছে।” স্কুলের পক্ষ থেকে চিকিৎসার জন্য ওই ছাত্রকে পাঠানো হয়েছিল বহরমপুরে। ওই দিনই অবশ্য সে বাড়ি ফিরে যায়।
ওই ঘটনার পরে নিজের আচরণের জন্য ওই ছাত্র এবং তার অভিভাবকের কাছে দুঃখপ্রকাশ করেন বিজ্ঞানের শিক্ষক জয়জিৎ ধর। কিন্তু তাতেও পরিস্থিতি শান্ত হয়নি। শুক্রবার সকালেই জয়জিতবাবুর উপর চড়াও হয় ছাত্রেরা। স্কুল সূত্রে জানা গিয়েছে, ওই শিক্ষককে ধাক্কাধাক্কি, গালিগালাজের পর ছাত্রেরা শিক্ষকদের বসার ঘরে ভাঙচুর চালায়। চেয়ার-টেবিল ভাঙা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। শুক্রবার সকালে বেলডাঙা সিআরজিএস স্কুলের ওই ঘটনায় অসুস্থ শিক্ষককে বেলডাঙা গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। ক্লাস চলাকালীন দশম শ্রেণির এক ছাত্রকে মারধর করেন জয়জিতবাবু। মারধরের ফলে স্কুলেই অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্র। প্রধান শিক্ষক সুশান্ত খান বলেন, “বৃহস্পতিবার এক ছাত্রকে শাসন করতে কিছুটা মারধর করেছিলেন ওই শিক্ষক। ওই ছাত্র জানিয়েছে, মারধর চলার সময় হঠাৎই ওই ছাত্রের পেটে বেঞ্চের একটা কোণার ধাক্কা লাগে। তারপরেই অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্র। তারই জেরে ক্ষোভ দেখাতে গিয়ে অন্তত চারশো ছাত্র দফায় দফায় ওই শিক্ষকের উপর চড়াও হয়। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।”
ওই ঘটনাকে কেন্দ্র করে এ দিন সকালে স্কুল চলাকালীন কয়েকশো ছাত্র জয়জিতবাবুর উপর চড়াও হয়। স্কুল পরিচালন সমিতির সম্পাদক অনজাম আলি বলেন, “গতকালের ঘটনা আমি শুনেছি। তারই জেরে শুক্রবার বিক্ষোভ দেখিয়েছে কিছু ছাত্র। তবে তারা শিক্ষকের সঙ্গে ছাত্র সুলভ আচরণ করেনি। স্কুলের পক্ষ থেকে পরিস্থিতি সামাল দিতে পুলিশে খবর দেওয়া হয়।” |
|
|
|
|
|