দুবরাজপুরে ব্যবসায়ী খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও তিন জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতেরা হল হাটজনবাজারের আনুভব মণ্ডল, তিলপাড়া এলাকার শিবনাথ তুড়ি এবং এসপি মোড়ের দুলাল দলুই। তিনটি এলাকাই সিউড়ি থানার মধ্যে পড়ে। সিউড়ি এবং দুবরাজপুর থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে বৃহস্পতিবার গভীর রাতে ওই তিন জনকে ধরে। বেশ কিছু দিন ধরে ওদের খোঁজ চলছিল বলে পুলিশ জানিয়েছে। ধৃতদের শুক্রবার দুবরাজপুর আদালতে হাজির করানো হলে বিচারক মঙ্গলবার ফের আদালতে হাজির করানোর নির্দেশ দেন। এই সময়কালে সিউড়ি সংশোধনাগারে রেখে সোমবার ধৃতদেরকে টিআই প্যারেড করানোরও নির্দেশ দিয়োছেন বিচারক। গত ৩০ অগস্ট ভোরে দুবরাজপুর স্টেশনে ট্রেন ধরতে যাওয়ার পথে দুষ্কৃতীদের গুলিতে হয়ে খুন হয়েছিলেন মৃণালকান্তি ওঝা নামে এক ব্যবসায়ী। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মারাত্মক জখম হয়েছিলেন ওই ব্যবসায়ীর ভাইও। সেই ঘটনার তদন্তে নেমে গত ৫ ডিসেম্বর ব্যবসায়ীর এক কর্মী লাল্টু নায়ক (যে ঘটনার দিন ব্যবসায়ীদের সঙ্গেই ছিল) এবং পাড়ুই থানার নবগ্রামের বাসিন্দা উত্তম সাহা নামে দু’জনকে গ্রেফতার করেছিল দুবরাজপুর থানার পুলিশ। পুলিশের দাবি ছিল, জেরা করে জানা গিয়েছে দোকানের ওই কর্মীই ছিল গোটা ঘটনার মাস্টার প্ল্যানার এবং সুপরিকল্পিত ভাবে পাঁচ-ছয় জনের একটি দল ওই দিন গোটা অপারেশন চালিয়েছিল। পুলিশ মনে করছে, বৃহস্পতিবার সিউড়ি থানা এলাকা থেকে ধৃত তিনজনই ঘটনার দিন ব্যবসায়ীদের পথ আটকে ছিল এবং গুলি চালিয়েছিল।
|
রেলের তার চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে শেখ সামরুল নামে আরও এক দুষ্কৃতীকে গ্রেফতার করল আরপিএফ। এই নিয়ে এখনও পর্যন্ত এই ঘটনায় জড়িত অভিযোগে ৭ জন ধরা পড়েছে। সিউড়ির পুরন্দপুর থেকে বুধবার রাতে শেখ সিরাজকে গ্রেফতার করা হয়েছিল। সিরাজ আরপিএফের হেফাজতে রয়েছে। তাকে জেরা করে বৃহস্পতিবার লাভপুরের চৌহাট্টা থেকে শেখ সামরুলকে ধরা হয়। ধৃতের কাছ থেকে ৫০ কেজির মতো তার উদ্ধার হয়েছে বলে রেল সূত্রে খবর। ধৃতকে শুক্রবার বোলপুর আদালতে হাজির করানো হলে ৫ দিন আরপিএফের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। বর্ধমান-সাহেবগঞ্জ লুপ লাইনের সাঁইথিয়া-রামপুরহাটের মধ্যে বৈদ্যুতিক ট্রেন চালানোর জন্য বিদ্যুতের কাজ শুরু হয় গত নভেম্বর মাসে। কাজ শুরুর আগেই ওই মাসে বিদ্যুদয়নের জন্য আনা তার চুরি যায়। এর পরে গত ২২ ও ২৮ ডিসেম্বর এবং গত ৮ জানুয়ারি ফের চুরি হয় তার। বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোর সময়ে প্রথমে ধরা পড়েছিল ৫ জন। ওই ৫ জনকে আদালতে হাজির করানো হলে বিচারক আরপিএফের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিলেন। এ দিন তাদেরকে ফের বোলপুর এসিজেএম আদালতে তোলা হলে জেলহাজত হয়।
|
একটি অ্যান্টিক পাচার চক্রের ১৮ জনকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার ধৃতদের জামিনের আবেদন খারিজ করেছে বোলপুর আদালত। সরকার পক্ষের আইনজীবী ফিরোজকুমার পাল বলেন, “বোলপুরের এসিজেএম পীযূষ ঘোষ ধৃতদের প্রত্যেককেই ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নানুর থানার গোপড়িহি এলাকার দুই অ্যান্টিক ব্যবসায়ীর কাজিয়ার জেরেই পাচার চক্রের ওই দলটি ধরা পড়ে। অভিযোগ, অ্যান্টিক ব্যবসায়ী শুকুর শেখকে প্রাচীন মুদ্রা দেওয়ার নাম করে ৫০ হাজার টাকা প্রতারণা করে ওই দলটি। পোপড়িহির বাসিন্দা শুকুর শেখের অভিযোগে ওই ১৮ জনকে ধরা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে তাদের দু’টি গাড়িও। জেলার পুলিশ সুপার মুরলীধর শর্মা বলেন, “ঘটনার তদন্ত করা হচ্ছে।”
|
ব্যবসায়ীকে মারধরের ঘটনায় শুক্রবার রামপুরহাট থানায় স্বর্ণ ব্যবসায়ীরা স্মারকলিপি দেন। আজ হাটতলায় তাঁরা দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার রাতে ওই এলাকার এক স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল।
|
রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে, মহম্মদবাজার থানার গণপুর জঙ্গলের কাছে শুক্রবার বাস উল্টে জখম হলেন ২০-২৫ জন যাত্রী।
|
রাজগ্রাম পাথর শিল্পাঞ্চল এলাকায় শুক্রবার দুই শ্রমিক গোষ্ঠীর সংঘর্ষে দু’ জন জখম হলেন। |